নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ণনা হচ্ছে জ্ঞান
যা ইতিপূর্বে কেউই বর্ণনা করেনি ।
অতঃপর আমার প্রভু ইলহাম করেন জ্ঞান ,
আমার হৃদয় গহ্বরে
যা কোনো হৃদয় শুনতে পারেনি
এবং সম্ভবও নয় ।
কসম ঐ সত্তার
যার হাতে আমার প্রাণ
অবশ্যই আমার বর্ণনায় অহংকারের গন্ধ রয়েছে
যেমন অহংকারের গন্ধ রয়েছে গাজ্জালীর বর্ণনায়
এবং স্বয়ং মুহাম্মাদ সাঃ এর হাদিস বর্ণনায় ।
বস্তুতপক্ষে এসব বর্ণনা কোনো ব্যাক্তির নয়
বরং স্বয়ং আল্লাহর
আর আল্লাহর বর্ণনায় অহংকারের গন্ধ
বাস্তবিক ।
বাস্তবিক ইসলাম হলো
প্রচলিত সমাজ ব্যবস্থায়
ইসলামকে ঢুকিয়ে দেওয়া
এবং ইমাম মাহদির জন্য অপেক্ষা করা ,
কারণ ইমাম মাহদি সমাজ ব্যবস্থা
পাল্টে ফেলবেন ।
বর্তমানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে
ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে
সেখানে পাশাপাশি ইসলাম চর্চা করতে হবে
বর্তমানে নারী পুরুষ একসাথে চাকরি করে
সেখানেও পাশাপাশি ইসলাম চর্চা করতে হবে
এমনকি নায়ক নায়িকারাও পাশাপাশি
ইসলাম চর্চা করবে ।
আর এটাই বাস্তবিক ইসলাম ।
কাঠমোল্লারা আমাদেরকে কাফির বলবে
অতঃপর আমরাও তাদেরকে কাফির বলবো ।
আমরা পুলিশ সেনাবাহিনীকে ভয়ংকর কঠোর
করে গড়ে তুলবো ইনশাআল্লাহ ।
যাতে কাঠমোল্লারা ভয়ে তটস্থ হয়ে পড়ে ।
মুসলিমরা টিভি নেট দেখবে
গান নাটক সিনেমাও দেখবে
পাশাপাশি ইসলাম চর্চা করবে ।
এটা শেখানোর জন্য একজন মহা সংস্কারক
পাঠিয়েছেন মহান রব ।
তিনি শেখাবেন , কিভাবে টিভি দেখার পরও
একনিষ্ঠ নামাজ পড়া যায় ।
প্রত্যেক আরব দেশে আধুনিক সুফিবাদ ইসলাম
প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ ।
ধ্বংস করা হবে ওহাবি ইসলাম ।
অমুসলিমদের গোপন ইসলাম শেখানো হবে
এবং তারাও জান্নাতে যাবে ।
কাঠমোল্লারা ঘরে ঘরে মাদ্রাসা তৈরি করবে
আমরা ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় তৈরি করবো ।
প্রকৃতপক্ষে আমরা তাদেরকে ইসলাম শিক্ষা দিবো -
যারা ব্যাংক এনজিও-র সাথে সম্পৃক্ত
এবং যাদের ঘরে টিভি নেট আছে ।
মোটকথা এখন থেকে ইমাম মাহদির আগ পর্যন্ত
ইসলামি দর্শন হলো -
আমরা পাপের সাগরে ভেসেও
পাশাপাশি ইসলাম চর্চা করবো ইনশাআল্লাহ
এবং কোনো কাঠমোল্লার কথায় কান দিবো না ।
তবে কোনো অহংকার করা যাবে না ।
বিনয়ী হতে হবে পুরোপুরি ।
সামান্যতম অহংকার যারা করবে
তারাও চিরজাহান্নামী হয়ে যাবে এবং এতে
কোনই সন্দেহ নাই ।
গ্রামে যেয়ে যারা শতভাগ শুদ্ধ ভাষায় কথা বলে
তারাও চিরজাহান্নামী হয়ে যাবে । অতএব
বিনয়ী হও , কারণ বিনয়ী হওয়া ফরজে আইন ।
বিনয়ী কিভাবে হতে হয় এবং কিভাবে অহংকার ছাড়া চলা যায় , তা আমার নিকট থেকে শিক্ষা
করো ইনশাআল্লাহ । কারণ আল্লাহর অলীদের
সংস্পর্শ বা তীব্র ভালবাসা ছাড়া কেউ তাসাউফ
শিখতে পারে না ।
( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: ভালো কিছু লিখুন।