| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রিয় পরিবার এবং শুভাকাঙ্ক্ষী 
আমার মৃত্যুকে ভয় পেয়ো না , 
বরং 
অধ্যয়ন করো এবং গভীরভাবে লক্ষ্য করো 
মুসা এবং ইব্রাহিমের প্রতি , 
দেখতে পাবে তাদের মহাসংকটাপন্ন জন্মবৃত্তান্ত 
এবং তাদের বড়ো হওয়া ও জীবনকাল । 
এখন অলীদের যুগ 
বর্তমানের মতো সংকট কোনো অলীর যুগে 
আসেনি । 
হয়তো এজন্যই আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীগন 
বেশি চিন্তিত । 
আমার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের 
এই বলে আশ্বস্ত করতে চাই 
যে ,  
এখন বিপ্লবের সময় । 
এই ফাইভ জি প্রযুক্তির যুগে 
মানুষ কি পারবে , 
১৪০০ বছর পূর্বের ইসলাম মানতে ? 
কখনোই নয় ।  
এখন মানুষ জানেনা যে , সে কার আনুগত্য করবে 
এবং মানুষ জানেনা , তারা কিভাবে 
আধুনিকতার সাথে মিশবে ?  
তাই আমি বিপ্লবের ডাক দিয়েছি । 
কিন্তু মানুষ ধর্মীয় সন্ত্রাসীদের ভয় পায় 
যা পূর্বে কখনো ছিলো না , 
আর এদেরকে থামানোর জন্যই বিপ্লব প্রয়োজন , 
যদিও সব মানুষ ভয় পায় । 
প্রিয় বিশ্ববাসী আল্লাহকে ভয় করো , 
কিন্তু মৃত্যুকে নয় , 
যদি মৃত্যুকে বেশি ভয় পাও 
তাহলে জাহান্নাম হবে তোমার স্থান । 
ইসলামকে ঘৃণা করে কাফেররা কোরান পোড়াচ্ছে 
( নাউজুবিল্লাহ )  
এটা কেনো ?  
কারণ অমুসলিমরা ভাবে 
ইসলাম মানেই অশান্তি এবং 
ইসলাম মানেই ভয় । 
এই অশান্তির বিরুদ্ধে দাঁড়ানো তোমার জন্য ফরজ 
এবং তোমাকে প্রমাণ করতে হবে 
ইসলাম মানে শান্তি 
এবং ইসলাম মানেই শান্তির ধর্ম । 
আমি মহান আল্লাহর নির্দেশে 
এই আধুনিক যুগে 
আধুনিক ইসলামের ডাক দিয়েছি 
এবং আধুনিক ইসলামি বিপ্লবের ডাক দিয়েছি ,  
তোমরা আমার দিকে দৌড়ে আসো । 
আমি আবারো বলছি 
মৃত্যুভয়কে জয় করে আল্লাহকে ভয় করো 
এবং আমার বিপ্লবের সঙ্গী হও 
তা না হলে পরকাল নিশ্চিত ধ্বংস । 
ইসলামের উপর , অনেক নামে 
বিভিন্ন সত্য ও মিথ্যার দল তৈরি হয়েছে , 
বিভিন্ন ব্যাক্তি এগুলি তৈরি করেছেন । 
আর আমি সুন্নি সুফিবাদ 
আধুনিক ইসলাম তৈরি করেছি , তথা 
মহান আল্লাহই তৈরি করেছেন । 
জানিনা মহান আল্লাহ এই চেষ্টা 
কতটুকু সফল করবেন ?  
আমার জীবদ্দশায় না হউক 
আমার পরে হলেও যেনো , এই দল সফল হয় , 
এই কামনাই মহান আল্লাহর নিকট করি । 
হে আল্লাহ আমার দলকে কবুল করো 
এবং মানুষ যেনো মৃত্যুভয়কে জয় করে 
আমার দলে যোগ দেয় , 
মানুষকে সেই শক্তি দান করো 
এবং সকল অশান্তি , ইসলাম ধর্ম থেকে 
দূরীভূত করো । 
নিশ্চয়ই তুমি মহাদয়ালু এবং মহাক্ষমতাবান । 
(  জাহাঙ্গীর আলম আকন্দ  )                 । 
২| 
০৪ ঠা আগস্ট, ২০২৩  রাত ১:১০
রাজীব নুর বলেছেন: বিরক্তিকর।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৩  সকাল ১০:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব