নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুন্দর নারীর জন্মের পরই তার পিতামাতা টাকা জমাতে থাকবেন । তারপর উচ্চ শিক্ষিত বানানোর চেষ্টা করবেন । উচ্চ শিক্ষিত হলে , পরে চাকরিজীবী বানানোর চেষ্টা করবেন । তাহলে সে মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে এবং বিয়ে না হলেও , সে মেয়ে বাকি জীবন একাই কাটিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ । যদি মুসলিম মেয়ে হয় , তাহলে তাকে উপরোক্ত সবকিছুই পর্দা মেইনটেইন করে করতে হবে , তবে শতভাগ এমনকি চোখ পর্যন্ত ঢেকে রাখতে হবে না ।
আর অসুন্দরী মেয়ের বিয়ের ক্ষেত্রে বরকে টাকা বা সম্পদ দেওয়ার চেষ্টা করবেন । বিয়ের কিছুদিন পর স্বামীকে সুন্দরী দেখে দ্বিতীয় বিয়ের অনুমতি প্রদান করবেন । তবে স্বামী যদি এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে এটাই উত্তম । এ নিয়ম হালকা বা মোটামুটি প্রতিবন্ধী মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য । বেশি প্রতিবন্ধী মেয়েরা অন্যের অছিলায় বা সরকারী সাহায্যে জীবন পার করবেন ইনশাআল্লাহ ।
আর সুন্দরী নারীরা তো উচ্চ শিক্ষিত হতেও পারেন না , উচ্চ শিক্ষিত হওয়ার পূর্বেই বিয়ে হয়ে যায় । তবে সুন্দরী নারীর ক্ষেত্রে , বর এবং কনে কোনো পক্ষই যৌতুক নেওয়া বা দেওয়া করতে পারবেন না , করলে তাদের স্থান জাহান্নামে হবে ।
হে অসুন্দরী নারীরা , তোমরা রাবেয়া বসরী হওয়ার চেষ্টা করো । কারণ রাবেয়া বসরী অসুন্দর ছিলেন । তবে এ চেষ্টা অতি কঠিন । এজন্য প্রথমে বর্ণিত সমাধানই বেছে নাও । অনেক তার্কিকরা বলবে ইসলামে তো যৌতুক জায়েজ নাই । আমি এর উত্তরে বলবো - প্রয়োজন হারামকেও ফরজ করে দেয় । যেমন - বাঁচার জন্য মৃত পশুর গোশত খাওয়া ।
উপরোক্ত বর্ণিত সব সমাধানই হলো বর্তমানের ইসলামি নিয়ম । আমার বর্ণিত সবকিছুই ইসলাম । আমি নিজ থেকে কিছুই বলি না , ব্যাতীত আল্লাহ ।
( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২| ১২ ই আগস্ট, ২০২৩ ভোর ৬:২০
ভুয়া মফিজ বলেছেন: আপনি বরং অসুন্দর পুরুষ নিয়ে গবেষণা করেন। সুন্দর বা অসুন্দর নারীদের নিয়ে বেশি চিন্তা করলে জাহান্নামের আগুনে পোড়ার চান্স আছে!!!
৩| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:২৩
অহরহ বলেছেন: satire post নাকি? কিন্তু দুঃখজনক হলেও সত্য : বাংলাদেশের ব্যাপক মূর্খ জনগোষ্ঠী এমনটিই ধারণ করেন। সেকেলে ইসলাম ধর্মে এসব কু-প্রথা আর বেশি উর্বর হয়।
৪| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:২৬
অহরহ বলেছেন: ঋণাত্মক শূণ্য বলেছেন: "নিজের মন গড়া কথা ইসলামের নামে চাপিয়ে দিলেন? বাহ!"
নারী বিষয়ে ইসলাম ধর্ম আরও জঘন্য........
৫| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: আপনার চিন্তা ভাবনা খুবই নিম্মমানের। আর এগুলো যদি ইসলামের ন্যম হয়, তাহলে বলব একদম ফালতু।
আপনি কোন যুগে বাস করছেন সেটা কি ভুলে গেছেন? বিশ্ব সংসার সম্পর্কে আপনার নূন্যতম ধারনা নেই।
৬| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫০
রানার ব্লগ বলেছেন: বাজারে কি নয়া আমদানী হলেন ?
৭| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৫
মিরোরডডল বলেছেন:
একজন মানুষের সৌন্দের্যের প্রকাশ হয় তার মেধা মনন চিন্তা ভাবনার মাঝে, মনের প্রকাশে, বাহ্যিক রূপে না।
পোষ্ট কি লেখকের লেখা নাকি সংগৃহীত? কারণ কোন সুস্থ মস্তিস্ক থেকে এ লেখা আসার কথা না।
হয় মানসিক বিকারগ্রস্ত অথবা গাঁজা খেয়ে সাময়িক মতিভ্রমে লেখা।
Anyway, another nasty piece of racism.
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২৩ ভোর ৫:২৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: নিজের মন গড়া কথা ইসলামের নামে চাপিয়ে দিলেন? বাহ!