| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এইভাবে আমার প্রভু জমিনে অবতরণ করেন , 
মূলত তাঁর বন্ধুর হৃদয়ে অবতরণ করেন 
এবং এই জমিনকে শৃঙ্খলে আনেন । 
হে জমিনবাসী , তোমরা তার খোঁজ করো 
তিনি নিকটেই আছেন । 
এই জমিন স্বৈরাচার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে 
এবং পরিপূর্ণ হয়ে গেছে ধর্মীয় সন্ত্রাসী দ্বারা 
অতঃপর আল্লাহর বন্ধু এসে গেছেন , 
তিনি প্রথমে নামাজ শেখাবেন 
পরে তিনি সকল সমস্যার সমাধান বর্ণনা করবেন 
অতএব তার সোহবত গ্রহণ করো 
এবং আঠার মতো লেগে থাকো , 
তবেই মুক্তি । 
এই ফেতনা এবং অশ্লীলতার যুগে 
উলিল আমর ঘরে বসে থাকবেন , 
কারণ ঘর থেকে বের হলেই ফেতনা । 
অতঃপর উলিল আমর শক্তি অর্জন করবেন 
এবং সেই শক্তি মহান আল্লাহর ইচ্ছায় 
তোমাদের হৃদয়ে সঞ্চারিত করবেন । 
উলিল আমর মহান আল্লাহর বন্ধু বিপদগ্রস্ত 
রিজিক খুঁজতে গিয়ে বিপদে আছেন 
তাকে সাহায্য করো । 
অতঃপর 
তিনি তোমাদেরকে নামাজ শেখাবেন 
এবং তোমাদের অন্তর পরিশুদ্ধ করবেন । 
হে স্বৈরাচারেরা সাবধান হও 
তিনি কিছু অন্তর তৈরি করবেন ইনশাআল্লাহ 
যেখানে মহান আল্লাহ অবতরণ করবেন 
আর তোমরা তাদেরকে হারাতে পারবে না । 
অতঃপর তিনি ইসলামের ব্যাপক সংস্কার করবেন 
যাতে মানুষ সহজেই জান্নাতে যেতে পারে । 
অতএব হে মানুষ 
তোমরা আমার সোহবত গ্রহণ করো 
এবং আমাকে আল্লাহর ইচ্ছায় সাহায্য করো 
সফলতা নিকটেই ইনশাআল্লাহ । 
(  জাহাঙ্গীর আলম আকন্দ  )                । 
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২৩  রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: আচ্ছা।