| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হে মানুষ 
তোমরা কি জানো 
তাগুত কি ?  
আর তাগুত হলো 
একটি সত্তা 
যে নবুওয়তের যুগে বিভিন্ন রূপে 
বার বার পৃথিবীতে এসেছে এবং 
মানুষকে শিরক শিখিয়েছে । 
কসম আল্লাহর 
অবশ্যই আমাকে দেখানো হয়েছে , তাগুতকে 
এবং তার শক্তিমত্তাকে । 
আমি ভীত সন্ত্রস্ত , 
কারণ আমি সক্ষম নই
তাগুতকে পরাজিত করতে অথবা ধ্বংস করতে , 
তবে ক্ষমতা হবে 
ইমান মাহদির , 
তাগুতকে কিছুদিনের জন্য পরাজিত করতে । 
হে মানুষ 
তোমরা কি জানো 
এখন তাগুত কি শিক্ষা দেয় ? 
কসম আল্লাহর 
তাগুত এখন অশ্লীলতার শিক্ষা দেয় 
এবং প্রতিটি হৃদয়ে অশ্লীলতার ব্যাপক বিস্তার ঘটায় 
এবং শিক্ষা দেয় কুরুচিপূর্ণ । 
তাহলে মৌলবাদীরা উপরে ফিটফাট কেনো ? 
আসলে এটা তাদের অভিনয় । 
বাস্তব হলো - 
সকল মানুষের হৃদয় এখন 
পূর্ণভাবে অশ্লীল এবং কুরুচিপূর্ণ , 
আর মৌলবাদীরা পূর্ণ মুনাফিক । 
তাহলে মুক্তির উপায় কি ? 
আর তা হলো - 
পাশাপাশি ফরজ ওয়াজিবগুলি পালন করা 
এবং প্রচুর নফল ইবাদত করা  
এবং ওয়ায়েসী তরিকা গ্রহণ করা । 
(  জাহাঙ্গীর আলম আকন্দ  )                । 
২| 
১৮ ই জানুয়ারি, ২০২৪  রাত ৮:২১
এস.এম.সাগর বলেছেন: তাগুত সেই শক্তি বা সত্বাকে বলা হয় যে শক্তি বা সত্বা আল্লাহর সাথে বিদ্রহ করে, আল্লাহ থেকে মানুষদেরকে বিমূখ করে তোলে।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: এসব কবিতা কেউ পড়ে না। লোকজন ধর্মে কর্মে মন নেই।