নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

তাগুতের শক্তি

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৪৪

হে মানুষ
তোমরা কি জানো
তাগুত কি ?
আর তাগুত হলো
একটি সত্তা
যে নবুওয়তের যুগে বিভিন্ন রূপে
বার বার পৃথিবীতে এসেছে এবং
মানুষকে শিরক শিখিয়েছে ।



কসম আল্লাহর
অবশ্যই আমাকে দেখানো হয়েছে , তাগুতকে
এবং তার শক্তিমত্তাকে ।
আমি ভীত সন্ত্রস্ত ,
কারণ আমি সক্ষম নই
তাগুতকে পরাজিত করতে অথবা ধ্বংস করতে ,
তবে ক্ষমতা হবে
ইমান মাহদির ,
তাগুতকে কিছুদিনের জন্য পরাজিত করতে ।



হে মানুষ
তোমরা কি জানো
এখন তাগুত কি শিক্ষা দেয় ?
কসম আল্লাহর
তাগুত এখন অশ্লীলতার শিক্ষা দেয়
এবং প্রতিটি হৃদয়ে অশ্লীলতার ব্যাপক বিস্তার ঘটায়
এবং শিক্ষা দেয় কুরুচিপূর্ণ ।



তাহলে মৌলবাদীরা উপরে ফিটফাট কেনো ?
আসলে এটা তাদের অভিনয় ।
বাস্তব হলো -
সকল মানুষের হৃদয় এখন
পূর্ণভাবে অশ্লীল এবং কুরুচিপূর্ণ ,
আর মৌলবাদীরা পূর্ণ মুনাফিক ।



তাহলে মুক্তির উপায় কি ?
আর তা হলো -
পাশাপাশি ফরজ ওয়াজিবগুলি পালন করা
এবং প্রচুর নফল ইবাদত করা
এবং ওয়ায়েসী তরিকা গ্রহণ করা ।



( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: এসব কবিতা কেউ পড়ে না। লোকজন ধর্মে কর্মে মন নেই।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১

এস.এম.সাগর বলেছেন: তাগুত সেই শক্তি বা সত্বাকে বলা হয় যে শক্তি বা সত্বা আল্লাহর সাথে বিদ্রহ করে, আল্লাহ থেকে মানুষদেরকে বিমূখ করে তোলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.