নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর বেরিয়েছে সামনের অক্টোবরে বিএনপি এবং সমমনা দলগুলি চুড়ান্ত আন্দোলন করবে । চুড়ান্ত আন্দোলনে হরতাল অবরোধের মতো মতো কর্মসূচি থাকতে পারে , আর হরতাল অবরোধে সরকার কঠোর হলে মানুষের জান মালের ক্ষয়ক্ষতি অবশ্যম্ভাবী । তাহলে এই মৃত্যুর দায় কার এবং এই মৃত্যু কেনো ?
উত্তর হলো - এই মৃত্যুর দায় উভয় দলেরই , তবে বেশি দায় সরকারের । কারণ সরকার বিরোধী দলের দাবিতে কর্ণপাত করেনি এবং কোনো সমঝোতার উদ্যোগ নেয়নি । এসব ক্ষেত্রে সমঝোতার দায়িত্ব সরকারেরই থাকে । তাছাড়া মৃত্যুর প্রধান কারণ হলো - ক্ষমতা লোভ । একটা মৃত্যু একটা পরিবার নিঃস্ব , আর শত শত মৃত্যু হলে শত শত পরিবার নিঃস্ব , ভাবতেই গা শিউরে উঠে । যাদের ক্ষমতা লোভে মানুষ মরবে তাদের পরকাল কতটা কষ্টময় হবে তা তুমি ভাবতেই পারবা না । সুষ্ঠু নির্বাচন যারা করবে না , তাদের এখনই জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত ।
তাহলে এর থেকে উত্তরণের পথ কি ? উত্তরণের প্রধান পথ হলো - গনতান্ত্রিক বিশ্ব একটি বাহিনী তৈরি করবে , যাদের দায়িত্ব হবে , সারা বিশ্বে নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা । প্রত্যেক দেশের সামরিক, আধাসামরিক এবং পুলিশ বাহিনী মিলে এই দল তৈরি করবে এবং সারা বিশ্বে এই দল নির্বাচন পরিচালনা করবে ইনশাআল্লাহ । উপরোক্ত নিয়মে একটি গনতান্ত্রিক সংস্থা তৈরি করতে হবে এবং এর নেতৃত্বে আমেরিকা থাকবে ।
দ্বিতীয় পথটি হলো - নিজ দেশে নির্বাচনকালীন নির্দলীয় এবং নিরপেক্ষ সরকার গঠন করা এবং এটা বড়ো দলগুলির মতামতের ভিত্তিতে তৈরি করা । যাতে করে সবাই মিলে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায় ।
এরকম দুটি বা যেকোনো একটি পথ তৈরি করতে ব্যার্থ হলে , পৃথিবী থেকে গনতন্ত্র নামক সুন্দর পদ্ধতিটি বিলুপ্ত হয়ে যাবে এবং পৃথিবীময় স্বৈরশাসকের জয়জয়কার হবে । তারপরও প্রার্থনা করি , মহান আল্লাহ যেনো গনতন্ত্রকে রক্ষা করেন ।
( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮
শাহ আজিজ বলেছেন: আপনার দুঃস্বপ্নগুলিকে ফু দিয়ে উড়িয়ে দিন , ওসব সম্ভব নয় এদেশে ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলার ৮০ বছরের ইতিহাসে আওয়ামীলীগ বাদে কোন গণআন্দোলন তৈরি হয়নি, কোন গণআন্দোলন সফল হয়নি। আওয়ামীলীগ বাদে কোন গণঅভ্যুত্থান গঠনও সম্ভব হয় নি। এবারও হবে না।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: হাসিনা হয়তো মনে করে যে- সে চিরকাল বেঁচে থাকবে এবং ক্ষমতায় থাকবে। কী আ’লীগ আর কী বিএনপি সবাই একরকম। তবে দেশে জনগনের ভোটাধিকার থাকা উচিত যা হাসিনার আমলে নেই।