| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হে পাপিষ্ঠ 
তোমার স্পর্ধা কতটুকু 
তুমি অনুগ্রহপ্রাপ্ত আত্মাদের বিদআতি বলো 
জাহান্নামি বলো । 
তোমার কলিজা এতটুকুও কাঁপে না ? 
চিরজাহান্নামী হবা তুমি । 
যারা বলে উত্তম বিদআত নেই 
তারাও শত শত বিদআত মান্য করে চলে , 
কিন্তু স্বীকার করে না । 
কবে তোমার হুঁশ হবে ! 
আর তুমি বলো - 
ঈদে মিলাদুন্নবী খারাপ বিদআত 
মিলাদ কিয়াম , খারাপ বিদআত , 
অথচ খোদা প্রেমিকগন এগুলো করেছেন , 
তোমার কলিজা দেখে আমি হতবাক ! 
তুমি তো , 
চর্মচক্ষু দিয়ে অন্তর্চক্ষু বিচার করো 
আসলে তুমি নিরেট মূর্খ । 
এমন কোনো কলম তৈরি হয় নাই 
অথবা এমন কোনো জিহ্বা 
যে প্রকৃত আধ্যাত্মিকতা বর্ণনা করবে 
আসলে তুমি অনুমানকে , 
আধ্যাত্মিকতা বলে থাকো । 
আধ্যাত্মিকতা বুঝতে চাও 
তবে আল্লাহর অলীর সংস্পর্শ লাভ করো 
আল্লাহর অলীর এক মুহুর্তের সংস্পর্শ 
মহাবিশ্বের সবকিছুর চাইতেও দামী । 
এরকম আল্লাহর অলী এখন বিরল , 
তবে দুই একজন আছেন 
বাকীরা সবাই আত্মগোপনে , 
ইনারা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারেন । 
অতএব এদেরকে খুঁজতে থাকো 
আকাশ জমিন এক করে হলেও । 
(  জাহাঙ্গীর আলম আকন্দ  )          । 
২| 
০৪ ঠা অক্টোবর, ২০২৩  বিকাল ৫:৫০
বাকপ্রবাস বলেছেন: চেন্ডা পান্ডা সব মাথায় টুপি নামিয়ে নেমে পরে, এখানে আধ্যাত্মিকতার কিছুই নাই, বিষয়টা জায়েজ নাজায়েজ জাননিা, তবে যেটা দেখছি সেটা লোক দেখানো
৩| 
০৪ ঠা অক্টোবর, ২০২৩  রাত ৮:৪৯
কামাল১৮ বলেছেন: ইসলামের রকমের কোন শেষ নাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২৩  সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের নবী যা করতে বলেননি তা আমরা কেন করতে যাবো। নবী (সাঃ) এই দিনে রোজা রেখেছেন