| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ওগো দয়াময় আল্লাহ 
কয়েক শতাব্দী হলো -
মুসলমানগণ 
আপনার প্রত্যক্ষ সাহায্য পাচ্ছে না , 
ওগো দয়াময় আল্লাহ 
আমরা আপনার নিকট 
প্রত্যক্ষ মদদ চাচ্ছি , 
আশা রাখি , আপনি  
ফিরিয়ে দিবেন না । 
ওগো আল্লাহ 
বর্তমান মুসলিমদের , প্রধান চাওয়া হলো 
প্রতিশ্রুত পূর্ণ ভূমিতে 
স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র । 
ওগো আল্লাহ 
মুসলমানদের এ দাবী 
আপনাকে মানতেই হবে , 
কারণ - 
আপনিই তো বলেছেন  
মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট । 
ওগো আল্লাহ 
মুসলমানদের সর্বশ্রেষ্ঠ চাওয়া হলো - 
আধ্যাত্মিক নামাজ শিক্ষা করা , 
আর সারা জমিনে , একজনই আধ্যাত্মিক শিক্ষক 
আছেন । 
হে আল্লাহ - 
আপনি তার ব্যাপক প্রচার ও প্রসার করুন 
যাতে মানুষ নামাজে আল্লাহকে দেখতে পায় 
এবং তাঁর সাথে কথোপকথন করতে পারে । 
হে আল্লাহ 
মুসলমানদের পরবর্তী প্রয়োজন হলো - 
জ্ঞান বিজ্ঞানের ব্যাপক চর্চা করা , 
আর এজন্য 
পর্দার সাথে 
বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় তৈরি করা কর্তব্য 
এবং সেখানে 
ব্যাপক গবেষণা করা কর্তব্য । 
হে আল্লাহ 
মুসলমানদের চতুর্থ প্রয়োজন হলো - 
ব্যাপক অর্থ ও ব্যাপক অস্ত্র অর্জন করা 
এবং এজন্য ব্যাপক ব্যাবসা ও ব্যাপক গবেষণা 
করা কর্তব্য । 
ওগো আল্লাহ 
এই চারটি বিষয় মুসলমানদের জন্য আপনি 
কবুল করুন 
এবং অতি দ্রুত কবুল করুন । 
অবশ্যই আপনি অতি দ্রুত দোয়া কবুলকারী 
এবং মহান । 
(  জাহাঙ্গীর আলম আকন্দ  )              । 
২| 
৩১ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:১৫
কামাল১৮ বলেছেন: একটা প্রবাদ আছে ,——ছাগলে কিনা খায়।
৩| 
৩১ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের কর্মকান্ডে আবাবিল পাখি এসে আমাদেরই পাথর নিক্ষেপ করবে।
৪| 
৩১ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: প্রার্থনায় কাজ হয় না। হবেও না।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০২৩  সকাল ৮:২৭
অগ্নিবেশ বলেছেন: বাংলাদেশ টিমের জন্য একটু প্রার্থনা করেন, আল্লাহ চাইলে অন্যসব দেশের প্লেয়ারগন বিষপান করে শাহদাত বরন করবে, এই ফাঁকে বাংলাদেশ বিশ্বকাপ পেয়ে যাবে।