নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ধৈর্য এবং ফিলিস্তিন

০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ৩:১৮

হে ইসরায়েল
তোমরা মনে করছো ?
তোমরা জিতে গেছো ?
কখনোই নয় ,
তোমরা তোমাদের বিবেকের নিকট
হেরে গেছো ।
আর এটাই তোমাদের সর্বোচ্চ
পরাজয় ।



হে ইসরায়েল
অল্প কয়েকদিন ,
যখন তোমরা মৃত্যুবরণ করবে
তখন তোমরা চরম উপলব্ধি করবে ,
যে ,
কে জিতেছে , আর কে হেরেছে ?



হে ফিলিস্তিন
তোমরা ধৈর্যশীল হও
এবং মৃত্যুবরণ করো ,
কারণ
মৃত্যুর পরই তোমাদের সুখ ।
আর যারা আহত হয়েছো
তারাও বেশি ধৈর্যশীল হও ,
যাতে তোমরা
খোদার পরীক্ষায় পাশ করতে
পারো ।



হে ফিলিস্তিন
এই কষ্ট তোমাদের কর্মফল নয়
বরং তকদিরে লিখিত কষ্ট ,
আর তোমরা ততটুকুই কষ্ট ভোগ করবে
যতটুকু তোমাদের ভাগ্যে লেখা আছে ।



অতএব ধৈর্যশীল হও
এবং পরীক্ষায় পাশ করো
এবং শাহাদাত লাভ করে
জান্নাতের অধিকারী হয়ে যাও ।



( ডাঃ আকন্দ ) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.