| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হে প্রভু 
আমাদেরকে সহজ ইসলাম দাও 
কারণ , আমরা অতিশয় দুর্বল । 
আর যারা পূর্ণ ইসলাম চর্চা করে 
তারা তো নিজেদের উপর জুলুম করছে । 
হে প্রভু 
যারা আমাদের উপর পূর্ণ ইসলাম চাপিয়ে দেয় 
তাদের হাত থেকে আমাদের রক্ষা করো 
এবং 
আমাদের জন্য 
ইসলামকে সহজ করে দাও । 
তবে হে মানুষ 
যদি পূর্ণ শান্তি চাও 
তাহলে পরিবার সমাজ রাষ্ট্রে 
পূর্ণ পর্দা প্রথা চালু করো 
এবং পুরুষরাও নিজেকে সংযত রাখো । 
শিক্ষা স্বাস্থ্য কর্ম , সব জায়গায় 
নারী পুরুষের জন্য 
আলাদা পৃথিবী গড়ে তুলো । 
আর 
এটাই সত্য যে , 
যতো পর্দা করবে 
ততো শান্তি পাবে । 
(  ডাঃ আকন্দ  )              । 
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৪  সকাল ৯:২৬
আলামিন১০৪ বলেছেন: ‘তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো? (সাবধান!) কখনো যদি কোনো (জাতি কিংবা) ব্যক্তি (দ্বীনের অংশবিশেষের ওপর ঈমান আনয়নের) এ আচরণ করে, তাদের শাস্তি এ ছাড়া আর কি হবে যে, পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, পরকালেও তাদের কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ করা হবে; তোমরা যা করেেছা, আল্লাহতায়ালা সেসব কিছু থেকে মোটেও উদাসীন নন’- সূরা বাকারা-৮৫