নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রাম্প প্রেসিডেন্ট হলে ফিলিস্তিন , ইরান এবং মুসলমানদের কষ্টের সীমা থাকবে না । তবে আশার আলো হলো - সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাই পুরো মুসলিম বিশ্বকে বাঁচানোর অছিলা হয়ে যাবে । এজন্য মোহাম্মদ বিন সালমানকে ইরানের সাথে গভীর সম্পর্ক গড়তে হবে এবং ব্যাপক অস্ত্র তৈরি করতে হবে ।
আর যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হয়, তাহলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে না , কিন্তু ট্রাম্প আসলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে । তাছাড়া কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে মুসলমানরা মোটামুটি বাঁচতে পারবে এবং ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে , কিন্তু ট্রাম্প আসলে ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করবে ।
প্রিয় মুসলিম , ট্রাম্প জিতে যাওয়ার সম্ভাবনা বেশি , কিন্তু যদি সব মুসলিম মহান আল্লাহর নিকট প্রার্থনা করে , তাহলে - কমলা হ্যারিস পাশ করবে ইনশাআল্লাহ ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২| ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩৪
ঢাবিয়ান বলেছেন: যুক্তরাস্ট্রের ক্ষমতায় যেই আসুক তাতে আসলে কোণ হেরফের হয় না তাদের সিস্টেমে। কারন সেখানে ব্যক্তির মতামত নয় কেবিনে্ট, প্রসাষন, সিয়াইএ এরাই মুল ক্ষমতার চাবিকাঠি।
৩| ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৭
আহরণ বলেছেন: ভাইয়া, এ্যামেরিকানরা এ্যামেরিকার স্বার্থ চিন্তা করেই ভোট দিবে। কোথার কোন বাংলাদেশের মানুষ আল্যার কাছে কী প্রার্থনা করে সেটা একেবারেই অবান্তর বাজে কথা।
যদি তাই হবে তো বাংলাদেশের মানুষ এত এত প্রার্থনা করে কী ঘোড়ার ডিম পেয়েছে?
৪| ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৪
ক্লোন রাফা বলেছেন: আমেরিকার নির্বাচন শুভংকরের ফাঁকি ‼️ ইলোক্টোরাল কলেজই প্রকৃতপক্ষে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত করে! এবং সেটা হলো লবিং ও টাকার খেলা। পপুলার ভোটে জিতেও নির্বাচিত হয়নি আলগোর। আমেরিকানরা সারা বিশ্বের স্রোতের বিপরীতে ভোট দেয়। যুদ্ধ না থাকলে আমেরিকার অর্থনীতিতে ধ্বস নামবে। কাজেই তারা হত্যা করতেই থাকবে।ভিয়েতনাম যুদ্ধের পর থেকে মুসলিম হত্যা করাই তাদের মিশন।
ধন্যবাদ॥
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৩
প্রহররাজা বলেছেন: আমেরিকায় বসবাসরত মুসলিমদের চাইতে বাংলাদেশের মুসলিমদের ট্রাম্প নিয়ে বেশী ভয়।