নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা পৃথিবী বিএনপিকে বলেছিল একটি দলকে ছাড়তে , কিন্তু বিএনপি ছাড়ে নাই । তবে শেষমেশ ইউরোপ আমেরিকার আশ্বাসে তাদেরকে ছেড়েছিল। কিন্তু এখন আবার সেই দলের সাথে হরদম মরদম সম্পর্ক । অথচ বিএনপি জানেই না আগামী ৫ - ১০ বছরের মধ্যে সেই দল বিএনপিকে ক্যানসারের চাইতে দ্রুত খেয়ে ফেলবে , কারণ তারা ৫ বছর থেকে বৃদ্ধ পর্যন্ত লোককে ধর্মের নামে ব্রেন ওয়াশ করে ।
বৈষম্য বিরোধী ছাত্ররা মনে মনে ভাবছে , আমরা দেশকে ইউরোপের চাইতে সুখী দেশ বানাবো , যেখানে সব লোকের সমান অধিকার থাকবে । অথচ তারা কিছু লোকের দ্বারা ব্যবহার হয়ে এদেশকে ধর্মান্ধ বানাতে চলছে । অথচ হক সুফিগন কখনোই রাষ্ট্রকে ধর্মান্ধ বানাননি ।
দেশ যেভাবে মৌলবাদীদের হাতে যাচ্ছে , আমি মনে করি - সেখানে ভারতের সরকার বা ভারতের বিরোধী দল কেউই তা হতে দিবে না , তারা আবার আওয়ামিলীগকে দিয়ে কোনো বিপ্লব হয়তো ঘটাতে পারে । যেটা মোটা বুদ্ধির বিএনপি বুঝতেই পারবে না । সরকার এবং বিএনপি জাতীয় পার্টিকে শত্রু মনে করছে , অথচ জাতীয় পার্টি হলো তাদের প্রধান শুভাকাঙ্ক্ষী । ছাত্র জনতা গর্দভের মতো জাতীয় পার্টিকে ধ্বংস করতে চাইছে ।
প্রিয় শান্তিকামী দেশবাসী বিএনপি ধ্বংস হতে পারে , কিন্তু আওয়ামীলীগ কখনোই ধ্বংস হবে না । অথচ সরকার ও সরকার পক্ষের দলেরা আওয়ামীলীগ ধ্বংস করতে চাইছে , যা অলীক কল্পনা । শান্তিকামী মানুদের উচিত এদেশ থেকে শান্তি প্রিয় দেশে চলে যাওয়া , তাছাড়া কোনো উপায় দেখছি না ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির সাহায্য ছাড়া আওয়ামী লীগ কোনদিন রাজনীতিতে ফেরত আসতে পারবে না। যে লিখেছে তার অনেক এনালাইসিস ভুল।
৩| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫০
আহরণ বলেছেন: বিএনপির জন্ম সামরিক জান্তার পকেট থেকে। গত ৫৩ বছরে বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু দেশের জন্য কিছুই করতে পারে নি। বিএনপির ট্রামকার্ড হচ্ছে 'ভারত জুজু' এবং মিথ্যা বেসাতি। বিশ্বায়নের এই যুগে বিএনপি কি পারবে সম্পদহীন ২০ কোটি মানুষের বাংলাদেশ কে চালিয়ে নিতে?
৪| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫১
জুল ভার্ন বলেছেন: স্বপ্নদোষ।
শয়তানের ধ্বংস হবে সব শেষে।
৫| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৮
ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগ ক্ষমতার বাইরে বেশি শক্তিশালী ও একতাবদ্ধ! আওয়ামিলীগ অপ্রতিরোধ্য , এবার যখন ফিরবে সাইক্লোনের মত শক্তি নিয়ে ফিরবে! এবার ফেরার প্রধান কারন হবে নব্য রাজাকারের আওলাদ’দের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। কোন ইনডেমিনিটি কাজে আসবেনা। শতভাগ আইনের শাসন কায়েম হবে ইংশাআল্লাহ্ ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:১৫
নান্দাইলের ইউনুছ বলেছেন:
বিম্পি এখন পুরাই ফর্মে ।
এখন নির্বাচন হলে ১৮০ টি সিট কনফার্ম।