| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রিয় বৎস 
ইসলামের পাঁচ স্তম্ভ মান্য করো 
এবং 
সমস্ত সৃষ্টির, সামান্য হকও 
নষ্ট করো না, 
এমনকি তোমার সামান্য আচরণ দ্বারা 
যেনো কোনো সৃষ্টি , সামান্যটুকুও কষ্ট না পায় । 
অতঃপর সমস্ত সুন্নি হক সুফিকে 
জীবনের চাইতে বেশি ভালবাসো 
এবং  
তাদের মতো করে ইসলামের পাঁচ স্তম্ভ 
মান্য করার সর্বোচ্চ চেষ্টা করো । 
আমি দৃঢ়তার সাথে বলছি 
আর কিছুই লাগবে না 
এবং 
তোমার কোনও ভয় নাই 
এবং তুমি কখনোই চিন্তিত হবে না । 
ইনশাআল্লাহ তুমি জান্নাতি । 
দুনিয়াতে যদি জান্নাতের সুখ 
অনুভব করতে চাও , 
তবে সুফিদের মতো তাহাজ্জুদ পড়ো । 
এতটুকুই বর্তমানের ইসলাম  
কাঠমোল্লারা যা বলে  
তা বর্তমানের ইসলাম নয় । 
কারণ এখন আদেশ নিষেধের 
১০ ভাগের ১ ভাগ আমল করলেই 
পরকাল মুক্তি । 
দাড়ি টুপি রাখা না রাখা 
তোমার ইচ্ছাধীন । 
টিভি নেট দেখা না দেখা 
তোমার ইচ্ছাধীন । 
টাখনুর নিচে প্যান্ট পড়া না পড়া 
দোমার ইচ্ছাধীন । 
সুফিগণ নামাজ শিখেছেন 
আরেক সুফির সোহবতে থেকে , 
তোমাকে অবশ্যই সোহবত গ্রহণ করতে হবে , 
কিন্তু এখনতো সব সুফিই ভন্ড , 
তাহলে কি করবে ? 
আকাশ মাটি চৌচির করে ফেলো 
এবং খোদার সাহায্য চাও , 
দূর্ভাগা না হলে 
ইনশাআল্লাহ অবশ্যই 
সত্য সুফির খোঁজ পাবে  । 
এখন তুমি প্রশ্ন করতে পারো 
আপনি কার সোহবত গ্রহণ করেছেন ? 
আমার উত্তর হলো - 
ওয়ায়েস কারনী যেভাবে রাসুল সাঃ 
এর সোহবত গ্রহণ করেছেন , 
আমিও তেমনি ওয়ায়েস কারনী , 
আঃ কাদের জিলানী রঃ সহ পূর্ববর্তী 
সুফিদের সোহবত গ্রহণ করেছি । 
কিন্তু এই সোহবত 
অত্যন্ত বিপদজনক এবং কঠিন 
আমি চড়া মূল্য দিয়ে তা শিখেছি । 
তার চাইতে বরং 
তুমি আকাশ জমিন ভেদ করে 
সত্য সুফি খুঁজতে থাকো 
ভাগ্য ভালো হলে , সত্য সুফির খোঁজ পাবে 
ইনশাআল্লাহ । আর এটা 
অত্যন্ত সহজ পদ্ধতি । 
সত্যিই যদি হক সুফি খুঁজে পাও 
তবে তার পায়ের ধুলি হয়ে যাও 
এবং তার পায়ে গড়াগড়ি খাও । 
অর্থাৎ তার পায়ে জীবন নিক্ষেপ করো । 
তাহলে তুমি নামাজ রোজা শিখতে পারবে 
ইনশাআল্লাহ  । 
(  মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ  )            । 
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: মূলত ''আমল'' দিয়ে কিচ্ছু হয় না।