নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

সিরিয়ায় বাশারের পতন

২১ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৪২

সিরিয়ায় বাশার আল আসাদের ২ যুগের শাসনের অবসান হয়েছে । এটা মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কূটনৈতিক ফল । যার প্রমাণ - বিদ্রোহী প্রধান জোলানি ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালানোর পরও নিশ্চুপ । একটা রাষ্ট্রের উপর এভাবে কেউ নগ্ন হামলা চালাতে পারে , তা ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ প্রমাণ করে । ইসরায়েল এই হামলার সাহস পেয়েছে একমাত্র যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের জন্য ।



আফগানিস্তানকেও যুক্তরাষ্ট্র দান করেছিল তালেবানকে । কিন্তু তালেবান মুনাফেকি করেছে , যা কথা দিয়েছিল , তা রাখেনি । কিন্তু সিরিয়ার এইস টি এস কথা রাখতে বাধ্য থাকবে , যার প্রমাণ ইসরায়েলের বর্তমান হামলা ।



প্রিয় ইউরোপ তোমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করো । কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পৃথিবীতে চরম অবিচার এবং অন্যায়ের যুদ্ধ চালু করেছে । যা মনুষ্যত্বকে এবং বিবেককে ধ্বংস করছে । এই সকল অন্যায় যুদ্ধকে সমর্থন করলে তোমরা সততা ও ন্যায় হারিয়ে ফেলবে। এখনও ইউরোপের মানুষের মনে কিছুটা সততা ও ন্যায় অবশিষ্ট আছে । যা পৃথিবীর অন্য কোনো জাতি এমনকি মুসলিম জাতির মধ্যেও নেই।



প্রিয় ইউরোপ তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখতে পারো । ইসরায়েলের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করো । তা না হলে তোমাদের হৃদয়ে অবশিষ্ট সততা ও ন্যায় ধ্বংস হয়ে যাবে এবং তোমরা অসুখী জাতিতে পরিণত হবে ।



সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল যা করছে, তা সার্বভৌমত্ব লংঘন । এটার বিরুদ্ধে ইউরোপকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে । বাশার আল আসাদ একজন চরম স্বৈরশাসক ছিলো , যার পতনে অনেকেই খুশি । কিন্তু ইসরায়েলের কর্মকান্ডে কেউ খুশি না । মহান আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন । আমীন ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০৭

সৈয়দ কুতুব বলেছেন: বাশার আল আসাদ ইরানের পেটে ঢুকে গিয়ে নিজের বিপদ বাড়িয়েছেন।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮

সাইফুলসাইফসাই বলেছেন: আমীন

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: সারা বিশ্ব জুরে একদিন ধর্মের পতন হইবে। তারপর বিশ্বে সমস্ত অশান্তি দূর হইবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.