নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে আল্লাহ
বর্তমান মুসলমানদের নিয়তি হলো -
ক্রমান্বয়ে দুর্বল হওয়া ,
হে প্রভু , এজন্য
মুসলমানদেরকে রক্ষা করো
এ প্রার্থনা করবো না ,
বরং মুসলমানদেরকে ঈমানের সাথে
মৃত্যু দাও
এ প্রার্থনাই করবো ।
এভাবে ঈমানের সাথে মৃত্যু দাও
সে সমস্ত অমুসলিমকে
যারা এক আল্লাহতে
গভীর বিশ্বাস করে
এবং মধ্যপন্থী মুসলমানদেরকে
শত্রু মনে করে না ,
বরং ভালবাসে ।
হে প্রভু
ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য
প্রথমত , তোমার উপর
অভিমান থেকে রক্ষা করো ,
কারণ তোমার উপর অভিমান
মানে , খোদাদ্রোহী হওয়া
এবং তোমার উপর জিদ করে
ইবাদত ছেড়ে দেওয়া ।
দ্বিতীয়ত ,
অপমান অপদস্ত থেকে
রক্ষা করো ।
কারণ অপমান অপদস্ত হলে
ইবাদতের স্বাদ পাওয়া যায় না
এবং কেউ কেউ আত্মহত্যা করে ।
তৃতীয়ত ,
শরিয়তকে একেবারে সহজ করো
যাতে মানুষ সহজ ইবাদত দ্বারা
পরকাল মুক্তি পাইতে পারে ।
শীতে যেনো সবাই তায়াম্মুম করে
নামাজ পড়তে পারে
(যেহেতু বর্তমানে মানুষ দুর্বল এবং বর্তমানে দশ ভাগের নয় ভাগ আমল ছেড়ে দিলেও পরকাল মুক্তি)
এবং টিভি নেটে গান নাটক সিনেমা
দেখতে পারে
এবং দাড়ি টুপিও ছাড়তে পারে ।
হে আল্লাহ
সব মুসলিম এবং ফিলিস্তিনিদেরকে
ঈমানের সাথে মৃত্যু দাও
এবং ঈমানের সাথে মৃত্যু দাও
পুরো মধ্য প্রাচ্যের মুসলমানদেরকে
এবং ঈমানের সাথে মৃত্যু দাও
ঐসমস্ত মুসলিম ফেরকা ও অমুসলিম জাতিকে
যারা ফিলিস্তিনকে সমর্থন করে
এবং ভালবাসে ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: ইমান সাহেব ইমান নেই।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর কবিতা
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৯
কামাল১৮ বলেছেন: আল্লাতো গাজাবাসীকে রক্ষা করলো না। জিহবার কাছে পরাজিত হলো।কি দরকার ছিলে অরক্ষিত কিছু ইহুদি মেরে পুরা গাজাবাসীকে ঝুকির মধ্যে ফেলা।একেই বলে সুখে থাকতে ভুতে কিলায়।বাকি বন্দীদের ছেড়ে না দিলে ট্রাম্প এসে লঙ্কাকান্ড ঘটাবে।