| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সম্ভবত যুক্তরাষ্ট্রের ধ্বংস শুরু হয়ে গেছে । ট্রাম্পের উদ্ভট কথাবার্তা এবং উদ্ভট কাজের জন্য যুক্তরাষ্ট্র বন্ধুহীন হয়ে পড়ছে । এভাবে চলতে থাকলে আগামী ১ - ২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি একেবারে খারাপ অবস্থায় পৌঁছবে । আর সেই সুযোগে চীন সারা বিশ্বের সাথে সুসম্পর্ক করে তাদের অর্থনীতি অসম্ভব শক্তিশালী করে তুলবে । 
                   ধনী লোক যদি গরিবকে খাবার ও ঔষধ না দিয়ে শুধু নিজেই খায় এবং চিকিৎসা করে, তবে খুব শীঘ্রই গরিব ধনীদেরকে আঘাত করে খাবার ও ঔষধ ছিনিয়ে নিবে , এমনকি ধনীদেরকে হত্যা পর্যন্ত করবে । এটা বুঝার জন্য ধার্মিক হতে হয় না । আবার কেউ যদি ভাবে আমি পৃথিবীর সব দেশ থেকে পৃথক হয়ে চলবো, তাহলে সে দেশ ১০ বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে । এটা বুঝতে পিএইচডি করা লাগে না । ট্রাম্প এবং ইলন মাস্ক নিজেদের এক স্রষ্টায় বিশ্বাসী দাবি করে , অথচ তাদের কাজ অবিশ্বাসীদের মতো । তারা দুর্বলদের খাবার ঔষধ কেরে নিচ্ছে এবং জাতিগত নিধন চালাচ্ছে । যার দ্বারা ইলন মাস্ক তার ব্যবসার বারোটা বাজাচ্ছে, কারণ সারা পৃথিবী তাকে পরিহার করে চলবে । এই সুযোগে চীন রাশিয়া পৃথিবীতে পরিচালক হবে । 
                   বর্তমান পৃথিবীতে সবচাইতে নিপীড়নের শিকার ফিলিস্তিন জাতি । আপনি নাস্তিক হলেও জেনে রাখেন একজন ফিলিস্তিনের অভিশাপে প্রকৃতি আপনাকে ধ্বংস করবে । এটা কিছু দেরিতে হলেও ঘটবে । আর যদি স্রষ্টায় বিশ্বাসী হন , তাহলে স্রষ্টা আপনাকে নরকে তো দিবেনই , দুনিয়াতেও আপনি শাস্তি পাবেন ইনশাআল্লাহ । 
                   ট্রাম্প নির্বাচনের সময় যেমন ডাক্তারদের কথানুযায়ী খাবার ঔষধ খেয়েছেন এবং উদ্ভট আচরণ করেন নাই । এখনো এবং সারাজীবন ট্রম্পের কর্তব্য হলো - ডাক্তারদের কথানুযায়ী চলা, তা না হলে যুক্তরাষ্ট্রের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। তাছাড়া ট্রাম্পের মন্ত্রীসভাও সুস্থ চিন্তার মাধ্যমে হয় নাই । যার ফলে যুক্তরাষ্ট্র সকল দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে পড়বে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি একেবারে দুর্বল হয়ে পড়বে , যেখান থেকে পুনরায় বিশ্বমোড়ল হওয়া একেবারে অসম্ভব । আর এসবকিছুই হবে ফিলিস্তিনিদের অভিশাপে । 
(  মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ  )          । 
২| 
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫  ভোর ৬:৩৭
নকল কাক বলেছেন: যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ উজ্জল
৩| 
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৭:১১
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ট্রাম্প এবং ইলন মাস্ক দুইজনই সাকসেসফুল বিজনেসম্যান। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার করার থেকেও সুপার বিজনেস ইকোনমি তৈরি করার চেষ্টা বেশি করবেন বলে আমার ব্যক্তিগত ধারনা।
৪| 
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৮:২২
আহরণ বলেছেন: অভিশাপে কিছুই হবে না............ @ ভাইয়া। এখন আল্যার কোন শক্তি নেই।
৫| 
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৮:২৮
কামাল১৮ বলেছেন: চীনারাকি বিশ্বাসী।তারা কোন শ্রষ্টায় বিশ্বাস করে।আল্লাহ না গড নাকি ইয়াহুয়ে বা জিহোবা। তারা উৎপাদনে বিশ্বাস করে।মনোযোগ দিয়ে উৎপাদন করে।প্রার্থনা করে সময় নষ্ট করে না।মসজিদ মন্দির সব ভেঁঙ্গে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে।
৬| 
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: ভুল লিখেছেন। একটা লাইনও সঠিক নয়।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫  ভোর ৫:৪৭
আহরণ বলেছেন: যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ উজ্জল............... @ ভাইয়া?