| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কসম খোদার 
অবশ্যই কেন্দ্রীভূত হবে 
সমস্ত কিছু , 
বর্তমান মুজাদ্দিদকে কেন্দ্র করে , 
যাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই । 
কসম খোদার, 
অবশ্যই আমি পেয়েছি 
ইসলামকে, 
পূর্ণ উন্মাদ । 
মহান মুজাদ্দিদের অছিলায় 
খোদা ইসলামকে সামান্য সুস্থ করলেন 
এবং তার অছিলায় নাজিল করলেন 
কিছু বিশ্বাস - 
ফলশ্রুতিতে অনেক মানুষের সন্দেহ 
দূরীভূত হলো । 
হায় মানুষ ! 
তুমি চরম অকৃতজ্ঞ 
যার অছিলায় তুমি খোদাকে পেলে 
আজ তাকে অবহেলা করছো , 
না এবং কখনোই না  
তুমি কস্মিনকালেও পরকাল মুক্তি পাবে না । 
আমি কতো মানুষেরে 
খোদাকে দেখাইলাম 
খোদার সাথে কথা বলাইলাম 
তবুও তারা আমার পায়ে 
জীবন নিক্ষেপ করলো না । 
কেউ কেউ তো আমার মাঝে 
তাজাল্লীয়ে জাতকে উপলব্ধি করলো । 
আমি উন্মুক্ত চ্যালেঞ্জ করছি 
পৃথিবীর সবাই একত্র হও 
এবং আরো পৃথিবী একত্রিত করো , 
কসম খোদার 
তবুও তোমরা দেখাতে সক্ষম নও 
মহান খোদাকে । 
হে পৃথিবী আমাকে সাহায্য করো , 
আমি তো 
চরম ফেতনা থেকে রিজিক অন্বেষণ 
করি , আর আমাকে সাহায্য করা মানে 
খোদাকে সাহায্য করা । 
তাছাড়া আমি যা বলি 
তা মূলত খোদাই  বলে থাকেন । 
কোরান হাদিসের শব্দার্থ পড়েই 
তুমি আমাকে মূল্যায়ন করছো , 
কসম খোদার 
২০ বছর হক সুফির পায়ে পড়ে থাকো 
হয়তো সামান্য অর্থ বুঝতে পারবে । 
মহান খোদার অনুমতিক্রমে 
অবশ্যই আমি সাহিত্যকে, 
পূর্ণতা প্রদান করিবো । 
কারণ এটা গাজ্জালীর দোয়া  
এবং অবশ্যই আমি 
গাজ্জালীর স্থলাভিষিক্ত । 
বস্তুতপক্ষে আমি বর্ণনাকারী , 
বিশ্বব্যবস্থার । 
এইভাবে আমি প্রত্যেক সম্প্রদায়কে 
সতর্ক করবো 
এবং বলে দিবো 
প্রত্যেক সম্প্রদায়ের ইসলাম । 
যাহাতে জ্বিন ও মানুষেরা 
মুক্তি পাইতে পারে , 
জ্বলন্ত অগ্নি হইতে  । 
আর ইহাই 
মহাসফলতা । 
(  মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ  )               । 
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২৫  সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: !