| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
               ( এক )  
            =======
যদি আমাকে হত্যা করা হয় 
অবশ্যই বিপর্যয় আসবে , 
মহাবিপর্যয় 
এবং তীব্র ও ভয়ংকর বিপর্যয় , 
যাহাতে কোনই সন্দেহ নাই  । 
পৃথিবীজুড়ে ধ্বংসলীলা চলবে 
রক্তস্রোত বয়ে যাবে ধরায় । 
হে মানুষ আমার আনুগত্য করো 
ইচ্ছায় অথবা অনিচ্ছায় 
অবশ্যই আমি এক মহানিদর্শন 
মহাবিশ্বের জন্য  । 
          (  দুই   ) 
       ========
তুমি মসনবী লিখবে 
আর রাতে ঘুমিয়ে থাকবে 
কস্মিনকালেও সম্ভব না । 
রাত জাগো 
আর প্রভুর সাথে 
প্রেম করো । 
হে মানুষ 
কোরান বুঝতে চাও 
তবে মসনবী পড়ো , 
কারণ এটাই 
ফার্সি ভাষায় কোরান । 
হে মানুষ 
আমিই বর্তমানের 
মসনবী , 
অতএব , আমার 
পূর্ণ আনুগত্য করো । 
আর ইহা ব্যাতীত
সবকিছুই ধ্বংস । 
(  মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ  )         । 
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০২৫  দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: ভালো।