নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

এনসিপির করণীয়

২২ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:১১

আমি লক্ষ্য করি , বিএনপির কেন্দ্রীয় নেতারা বুকে পাথর চাপা দিয়ে শুধু একজনের গুণ কীর্তন করে এবং সর্বোচ্চ তেল দেয় । আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির শতভাগ লোক চায় তারেক রহমান প্রধানমন্ত্রী হোক , কিন্তু বিএনপির ৮০ ভাগ লোক চায় তারেক রহমান দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হউক । কারণ এর বেশি হলে সে নিশ্চিত স্বৈরাচার হবে । যাতে কোনই সন্দেহ নাই ।



প্রিয় এনসিপি , বিএনপিকে জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠায় বাধ্য করতে হবে। সবার আগে প্রধানমন্ত্রীকে পরিপূর্ণ জবাবদিহি করতে হবে , পরে মন্ত্রীদেরকে এবং পরে সবাইকে জবাবদিহি করতে হবে । তবেই স্বৈরাচার তৈরি বন্ধ হবে ইনশাআল্লাহ । বিএনপি স্বৈরাচার হবে , এটা ভেবে কোনোভাবেই উগ্রবাদী এবং মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনা যাবে না । মৌলবাদী এবং উগ্রবাদীরা কখনোই বাংলাদেশী হতে পারে না । কোনো সভ্য এবং শিক্ষিত মানুষ কখনোই মৌলবাদী এবং উগ্রবাদীদের ক্ষমতায় আনতে পারে না । বর্বর এবং মূর্খরাই কেবল তাদেরকে ক্ষমতায় আনতে পারে ।



টিভি নেটে ওয়াজ মাহফিল প্রচার করেও মূর্খ মৌলবাদীরা বলবে গান নাটক সিনেমা দেখা যাবে না । এটা চরম ভণ্ডামি । এদের থেকে একশো হাত দূরে থাকুন । এরা চরম হিংসুক এবং এই হিংসাই এদেরকে চিরজাহান্নামি করবে । যাই হউক , বিএনপি আওয়ামিলীগের চাইতে হাজার গুণ স্বৈরাচার হলেও বিএনপিকে সমর্থন এবং ভোট দিতে হবে এবং বিএনপির সাথে জোট করতে হবে । তবে বিএনপিকে জবাবদিহি মূলক সরকার পরিচালনার জন্য চাপ প্রয়োগ করতে হবে । এই একবিংশ শতাব্দীতে কোনোভাবেই উগ্রবাদী এবং মৌলবাদীকে ক্ষমতায় আসতে সাহায্য করা যাবে না ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা .............

২| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: এনসিপি হলো সমাজের আগাছা।

৩| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: জামাতের আরেকটা শাখা হলো এনসিপি।
এনসিপির যারা জয়গান করে তারা জামাতি। পুরো জাতি জামাতিকে ঘৃণা করে।

৪| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৫

সৈয়দ কুতুব বলেছেন: এনসিপি কিছুই করতে পারবে না। কারণ এই দলটির নেতাদের রাজনীতি করার ইচ্ছা কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.