![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে প্রভু , আমাকে উঠিয়ে নিয়ো না
অথবা
কারো দ্বারা আমাকে হত্যা করো না ।
কারণ
আমি মরে গেলে , সত্য হেরে যাবে
এবং
হযরত আঃ কাদের জিলানী রঃ এর ইসলাম
হেরে যাবে
ইমাম গাজ্জালী রঃ এর ইসলাম হেরে যাবে
মাওলানা রুমি রঃ এর ইসলাম হেরে যাবে
এবং আল্লামা ইকবাল রঃ এর ইসলাম হেরে যাবে ।
হে আল্লাহ
আমাকে , কলম ও জিহ্বার স্বাধীনতা দাও
কোটি কোটি ডলার দাও
২০ - ৫০ জন পবিত্র মুরিদ দাও ,
যাহারা আমার পায়ে জীবন নিক্ষেপ করবে
এবং তাদের কণ্ঠস্বর আমার কণ্ঠস্বরের থেকে
নিচু করবে ।
অতঃপর , আমাদেরকে
শতভাগ পুলিশি নিরাপত্তা দাও ,
যাহাতে আমি আমার মুরিদদের ,
বর্তমান পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী করতে পারি
এবং আমি বর্তমান পৃথিবীর সর্বোচ্চ মহাজ্ঞানী
হতে পারি ।
আমি কথা দিচ্ছি প্রভু
আপনার দয়ায়
বর্তমান পৃথিবীকে বদলে দেবো
এবং বর্তমান পৃথিবী
শান্তির পৃথিবীতে পরিণত হবে
ইনশাআল্লাহ ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২| ০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৮
বিজন রয় বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিন।
৩| ০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৩
সুলাইমান হোসেন বলেছেন: খুবই সুন্দর প্রার্থনা
৪| ০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০১
মৌরি হক দোলা বলেছেন: চমৎকার প্রার্থনামূলক কবিতা।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিন