| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হে আল্লাহ আপনার অশেষ মেহেরবানি যে , অবশেষে আপনার দয়ায় হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে , আশা রাখি আপনার দয়ায় গাজায় তথা পুরো ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ । আপনার কৌশল বুঝবে , এমন সাধ্য আছে কার ?  
                       এ চুক্তি স্বাক্ষর পর্যন্ত সবচেয়ে বড়ো অবদান আপনার দয়া । পরবর্তীতে বড়ো অছিলা সারা পৃথিবীর সাধারণ মানুষের । সাধারণ মানুষরা যদি এভাবে আন্দোলন না করতো , তাহলে এতো তারাতাড়ি ফলাফল আসতো না । হে আল্লাহ যে এবং যাহারা আপনার সন্তুষ্টির আশায় গাজার পাশে দাড়িয়েছে , তাদের সবাইকে মহাকল্যাণ দান করুন এবং হেদায়েত দান করুন । ইসরায়েলকে যদিও বিশ্বাস করা যায় না , তদুপরিও আপনি ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিত করুন । সবশেষ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করুন । হে আল্লাহ আপনার দয়া দ্বারা ফিলিস্তিনকে পরিবেষ্টিত করে রাখুন । 
(  মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ  )         । 
২| 
১০ ই অক্টোবর, ২০২৫  সকাল ৭:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন: 
আল্লাহ এবারের যুদ্ধে তুনি যাদের নিয়ে গেছ, তাদের ফেরত দাও; তারা যেন ফিলিস্তিনে তোমার দীন প্রার করতে পারে।
৩| 
১০ ই অক্টোবর, ২০২৫  সকাল ৯:৪৪
অগ্নিবাবা বলেছেন: হে আল্লাহ এইবার দয়া করে আপনি শহীদ হয়ে মানব জাতিকে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিন।
৪| 
১০ ই অক্টোবর, ২০২৫  দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: আল্লাহপাক আমাকে হেদায়েত দেননি, এজন্য আমি বেলাইনে আছি।
৫| 
১০ ই অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৩৬
বিজন রয় বলেছেন: আল্লাহ ৬৭০০০ তুলে নিল তার হিসাব কার কাছে চাইবেন?
৬| 
১১ ই অক্টোবর, ২০২৫  দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: কারো মন্তব্যের উত্তর দেন নি!!!
খুব ব্যস্ত নাকি?
৭| 
১১ ই অক্টোবর, ২০২৫  রাত ৯:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: এই চুক্তি বেশীদিন স্থায়ী হবে না।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০২৫  ভোর ৬:৪১
ঢাকার লোক বলেছেন: আল্লাহ এমন একটা ব্যাবস্থা কায়েম করে দিন যেন এই এলাকার জনগণ, ইহুদি- খ্রিস্টান- মুসলমান নির্বিশেষে, একে অপরের প্রতি বিদ্বেষ ভুলে মিলে মিশে শান্তিতে বাস করতে পারেন।