| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কসম আল্লাহর
যদি সে মৃত্যুবরণ করে
অথবা তাকে হত্যা করা হয়,
তবে অবশ্যই তোমরা
অন্ধকারের অতল গহ্বরে
হারিয়ে যাবে
এবং তোমাদের ঠিকানা হবে জাহান্নাম ।
হে মানবজাতি
বর্তমানের মতো অবস্থা হয়েছিলো
গাজ্জালীর সময়
অতঃপর গাজ্জালী আসলেন
আর মহান আল্লাহর ইচ্ছায়
গাজ্জালী সকল অন্ধকার
দূরীভূত করলেন ।
প্রায় হাজার বছর পর
আজ মানুষ বুঝতে পারছে না
সে কার অনুসরণ করবে ।
অবশ্যই অবতরণ করেছেন
মহামানব ,
সম্ভবত তিনি বেঁচে যাবেন
আর আল্লাহর ইচ্ছায়
তোমাদের উদ্ধার করবেন ।
তিনি ইসলামের ব্যাপক সংস্কার করবেন
এবং টিভি নেট দেখা মুবাহ করবেন ( কিছু ব্যতীত )
কিছু মোল্লা তো আছেন
যারা বলে আমরা হক সুফিদের অনুসারী
অথচ তারা গানের বিরুদ্ধে কিতাব লিখে
এবং অশ্লীলতার সাগর, টিভি নেটে ওয়াজ করে বেড়ায়
কসম আল্লাহর , সকল সৃষ্টির লানত
তাদের উপর ।
অবশ্যই মহান আল্লাহ তাকে
যোগ্যতা দিয়েছেন
এবং সম্ভবত তিনি বহু কারামতের
অধিকারী হবেন ।
আল্লাহ চাহেন তো তিনি মৃতকে
জীবিত করবেন ইনশাআল্লাহ ।
অতঃপর সুফি মৌলবাদসহ সকল মৌলবাদ
ইমাম মাহদি পর্যন্ত স্থগিত করবেন ।
অতঃপর আহলে হাদিস , সালাফি , ওহাবি , শিয়া, খারেজী , কাদিয়ানীসহ সকল ভ্রান্ত মতবাদ
ধ্বংস হইবে । জয়ী হইবে শুধু হযরত আঃ কাদের জিলানী রঃ এর ইসলাম এবং সকল হক সুফিদের
ইসলাম ।
মোল্লারা তো সারা রাত দিন রাসুল সাঃ এর প্রশংসা করে বেড়ায় , অনেক সময় তা শিরকের পর্যায়ে চলে যায় । অথচ বেশি প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার হলেন মহান আল্লাহ ।
আরে মূর্খ , তুই তো আল্লাহকেই চিনতে পারিস নাই,
আল্লাহর প্রশংসা করবি কি করে ?
কসম আল্লাহর রাসুল সাঃ শুধু দাড়ি টুপি
সুন্নত রেখে যান নাই ।
সবচাইতে বড়ো সুন্নত রেখে গেছেন
মানবাধিকার , বিনয় ও উত্তম ব্যবহার ।
যার মধ্যে এগুলো পাবে , সে হলো
প্রকৃত নবীর অনুসারী ।
কসম আল্লাহর, রাসুল সাঃ কে
আমার চাইতে বেশি তোমরা চিনো না
এবং আমার চাইতে বেশি ভালবাসো না ।
ওয়াজের ৮০ ভাগ সময় আল্লাহর প্রশংসা করার
চেষ্টা করো এবং ২০ ভাগ সময় রাসুল সাঃ এর
প্রশংসা করার চেষ্টা করো ।
আরো অতিরিক্ত সময় মাজহাব ও তরিকার ইমামদের
প্রশংসা করো । তবেই সঠিক হক আদায় হবে
ইনশাআল্লাহ ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
©somewhere in net ltd.