| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদ জিয়া ছিলেন মহান আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং বন্ধু । শহীদ জিয়া মহান আল্লাহকে গভীরভাবে ভালবাসতেন এবং মহান আল্লাহও শহীদ জিয়াকে ভালবাসতেন । শহীদ জিয়ার আদর্শ ছিলো কোরান হাদিসের পক্ষে এবং যুগ অনুযায়ী । কিন্তু পরিতাপের বিষয় শহীদ জিয়া চলে যাওয়ার পর বিএনপি দুর্নীতিযুক্ত হয়ে গিয়েছিল । এখন বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ । আশা রাখি জিয়া পরিবার পুনরায় শহীদ জিয়ার আদর্শে দুর্নীতিমুক্ত দেশ গড়বেন ইনশাআল্লাহ ।
বিএনপির এই সংকটকালে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ , মহান আল্লাহ তাকে সুস্থ করুন এবং দেশের কাজে তিনি অবদান রাখুন এই প্রার্থনা আমাদের সবার । তবে বিএনপির সামনে অনেক বড়ো চ্যালেঞ্জ , সেটা হলো বিএনপি দুর্নীতিমুক্ত দল না , এজন্য বিএনপির একটা বড়ো অংশ দল ত্যাগ করে , অন্য দলকে ভোট দিতে চাচ্ছে । যেটা বর্তমান বাংলাদেশের জন্য অস্তিত্ব সংকট। বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ , অথচ একটি জোট বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গনতন্ত্রকে মুছে দিতে চাচ্ছে , যা প্রিয় মাতৃভূমির জন্য চরম অস্তিত্ব সংকট । মহান আল্লাহর ক্ষমতাধর অলীগন রাষ্ট্র এবং শরিয়ত একত্র করেন নাই । অথচ এখনকার মূর্খ মোল্লারা রাষ্ট্র এবং শরিয়ত একত্র করার জন্য উঠেপড়ে লেগেছে । যা কখনোই রাষ্ট্রের জন্য ভালো হবে না ।
এখন বিএনপির করণীয় হচ্ছে , দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার গ্রহণ করা এবং সব মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। দেশের ৩৫ - ৪০ ভাগ মানুষ ভোটদানে বিরত থাকলে , সেটা তো সুন্দর নির্বাচন হলো না । এজন্য বিএনপির দায়িত্ব হলো দেশ বাঁচানোর জন্য ৪০ ভাগ মানুষকে বুঝানো যে , দেশকে বাঁচাতে হলে সব হিংসা বিদ্বেষ ভুলে বিএনপিকে ভোট দিতে হবে , তা না হলে দেশ মারা যাবে ( নাউজুবিল্লাহ) এবং দেশ হাজার বছর পিছিয়ে যাবে । এজন্য সব ঝগড়াঝাটি বাদ দিয়ে বিএনপির পক্ষে কাজ করা এবং ভোট দেওয়া সবার প্রধান দায়িত্ব । তা না হলে দেশকে বাঁচানো যাবে না ( নাউজুবিল্লাহ )।
তবে গত ১৬ বছর যারা বড়ো বড়ো অপরাধ করেছে , তাদেরকেও বিচারের আওতায় আনা বিএনপির অন্যতম দায়িত্ব । কিন্তু এখন সবচাইতে বড়ো দায়িত্ব হলো দেশকে বাঁচানো ইনশাআল্লাহ । এখনতো ধর্মের নামে অধর্ম চলছে । ইসলাম কি এবং দেখতে কেমন তা বুঝার মতো আধ্যাত্মিক লোক প্রকাশ্যে নেই । তাই বিএনপিকে সতর্ক থাকতে হবে , সবার নিকট থেকে ধর্মীয় ব্যাখ্যা নেওয়া যাবে না । বরং বিএনপির দায়িত্ব হলো , শহীদ জিয়াকে আদর্শ মেনে চলা । তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন , সেভাবে দেশ পরিচালনা করা ।
শহীদ জিয়া নামাজ রোজা করতেন , অথচ এখনকার বিএনপির নেতাকর্মীরা নামাজ রোজা করে না । জিয়াউর রহমান দুর্নীতি সহ্য করতে পারতেন না । অথচ বর্তমান বিএনপির নেতাকর্মীরা দুর্নীতিগ্রস্থ । সামনের জাতীয় নির্বাচনে বিএনপিকে প্রধান অঙ্গীকার করতে হবে যে , আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়বো এবং কোরান হাদিস বিরোধী আইন করবো না । বিএনপির জন্য গুরুত্বপূর্ণ উপদেশ হলো, শহীদ জিয়া যেভাবে নামাজ রোজা করেছেন , দলীয়ভাবে বিএনপি যদি এমন চর্চা না করে , তবে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে । তবে কোনোভাবেই ধর্ম এবং রাষ্ট্র একত্র করা যাবে না ।
বিএনপির আজকের এই অবস্থার জন্য বিএনপির হাইকমান্ড দায়ী । আমরা বিএনপির অনেক মহাসচিবকে দেখেছি - যারা গভীরভাবে আল্লাহকেই বিশ্বাস করতেন না , আর নামাজ রোজা সেটা কখনোই চর্চা করতেন না । এভাবে হলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে । এজন্য বিএনপির দায়িত্ব হলো - একজন ভালো মুসলিমকে মহাসচিব নিয়োগ দেওয়া এবং দলীয়ভাবে নামাজ রোজার চর্চা করা । তবে বিএনপির যারা অমুসলিম , তারা যেনো তাদের ধর্মকে স্বাধীনভাবে চর্চা করতে পারে সেটাও নিশ্চিত করা বিএনপির দায়িত্ব । আর বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে এবং সবাই যেনো যার যার ধর্ম চর্চা স্বাধীনভাবে করতে পারে , সেটা নিশ্চিত করতে হবে । এটাই গনতন্ত্রের সৌন্দর্য। মহান আল্লাহ বিএনপি এবং তারেক জিয়াকে সফল করুন । আমীন ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:১০
আলামিন১০৪ বলেছেন: মুনাফিক!
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গত ১৬ বছর যারা বড়ো বড়ো অপরাধ করেছে , তাদেরকেও বিচারের আওতায় আনা
.........................................................................................................................
তাহলে কি বিএনপির আমলে যেসব হত্যাক্ন্ড ঘটেছে
তা সব মাফ হয়ে যাবে ?
আপনি কি মৃতদের জীবন ফেরায়ে দিতে পারবেন ?