নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

হাদি এবং বিএনপির শেষ সুযোগ

১৭ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:৩২

ওসমান শরিফ হাদি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি এবং ভালো মানুষ । পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে , ভালো , খারাপ এবং উভয়ের মাঝামাঝি । ভালো মানুষ একেবারেই কম , প্রায় সব মানুষ খারাপ এবং একেবারেই দুই একজন মাঝামাঝি । মাঝামাঝি দুই একজন সাধারণত মিডিয়ার নামাজি লোক । আপনার নিকট প্রশ্ন জাগতে পারে লক্ষ লক্ষ আলেম , তারপরও আপনি বলছেন ভালো মানুষ একেবারেই কম। হ্যাঁ এটাই ঠিক । পৃথিবীতে অধিক মানুষ, ভালো হওয়ার নাটক করে এবং মৃত্যুর সময় ঈমানহীন অবস্থায় মারা যায় । আর এজন্যই হক সুফিগণ রাষ্ট্র এবং ধর্ম এক করেন নাই ।



প্রায় সব খারাপ মানুষের মাঝে হাদির মতো ভালোরা গুলি খেয়ে মরবে এটা বাস্তবতা । হাদি বাস্তবতার শিকার । হাদির আইডল জিয়াউর রহমানও বাস্তবতার শিকার । আমিও বাস্তবতার শিকার হতে পারি । আল্লাহ ভালো জানেন । মহান আল্লাহর নিকট প্রার্থনা হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিন , আর যদি তাকে নিয়ে যান , তাহলে তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন । এটা আমরা মহান আল্লাহর নিকট ভিক্ষা চাই।



এবার বিএনপিকে নিয়ে বলি , বিএনপির একটা বিরাট অংশ এবার জামাতকে ভোট দেবে এবং আওয়ামী লীগেরও একটা অংশ জামাতকে ভোট দেবে । কারণটা সহজ হলেও বিএনপি এখনও জানার সামান্যতম চেষ্টা করছে না । বিএনপি মনে করছে , আমরাতো ক্ষমতায় চলেই গেছি । প্রিয় বিএনপি কাজটা মারাত্মক কঠিন । বিএনপিকে বলবো বর্তমান বিশ্বের দিকে তাকান , মানুষ কিসে আটকায় । মানুষ আটকায় দুটো বিষয়ের উপর । এক দুর্নীতিমুক্ত সমাজের দিকে এবং দ্বিতীয় হলো ধর্মের দিকে । সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া ইউরোপ এবং অন্যান্য ভালো রাষ্ট্রের মানুষরা আটকে আছে দুর্নীতিমুক্ত সমাজের দিকে । কারণ তাদের ধর্ম নেই এবং তারা ধর্মের প্রয়োজনও মনে করে না । তাদের শুধু প্রয়োজন দুর্নীতিমুক্ত সমাজ ।



জামাতের দুর্নীতির পরিমাণ শতকরা শূন্যের কাছাকাছি , অপরদিকে বিএনপি আওয়ামী লীগের দুর্নীতির পরিমান শতকরা নিরানব্বই এর কাছাকাছি । সমস্ত বিএনপিকে বলছি , উন্নয়নের ফুলঝুরি দিয়ে কোনোই লাভ হবে না , উন্নয়নের ফুলঝুরি হাসিনা কম দেখায় নাই । লাভ হয়নি । রাজনীতির জন্য দুটি জিনিস লাগে , ধর্ম এবং দুর্নীতি হীনতা । ভারতের মোদি রাজনীতি করছে ধর্মের নামে, আর ভালো রাষ্ট্রগুলো রাজনীতি করছে দুর্নীতি হীনতার মাধ্যমে । ইসরায়েলের মানুষ যতোই খারাপ হউক তবুও তারা দুর্নীতিমুক্ত সমাজ চায় । বিএনপি দুর্নীতিমুক্ত সমাজের প্রযোজনও মনে করে না । বিএনপি এখন ব্যাস্ত হাসিনার মতো উন্নয়ন পরিকল্পনা নিয়ে । আপনাদের ভরাডুবির জন্য আর কিছুর দরকার পড়বে না । বিএনপিকে প্রশ্ন করছি একটু আগে ৫ই আগস্ট থেকে আপনারা কি শিখলেন । তাহলে আপনারা কি ইতিহাস নামক বিষয়কে অস্বীকার করেন ।



জামাত এবার না পারলেও সামনের নির্বাচন সুষ্ঠু হলে , নিশ্চিত করে বলা যায় , তারা ক্ষমতায় আসবে । আল্লাহর ইচ্ছায় এটা মোটামুটি নিশ্চিত । কারণ তাদের আছে রাজনীতির প্রধান হাতিয়ার দুর্নীতি হীনতা এবং সাথে আছে দ্বিতীয় প্রধান অস্ত্র ধর্ম । একেবারে সোনায় সোহাগা । ( দুঃখিত ধর্মকে দ্বিতীয় বলার কারণ বৈশ্বিক ) । বিএনপির হাতে সময় মাত্র দুই মাস । দলীয় প্রধান থেকে পাতি নেতা পর্যন্ত অঙ্গীকার করুন দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করবেন । সব বিএনপিকে এখনই সব অন্যায়ের জন্য মাজলুমের নিকট ক্ষমা চাইতে হবে এবং যা যা পাওনা আছে তা পূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে । তা না হলে বিএনপির ভূমিধস পরাজয় কেউ ঠেকাতে পারবে না । ভূমিধস পরাজয় এবার না হলেও পরেরবার শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ ।



বিএনপি আওয়ামী লীগের দুর্নীতি কি কি, এটা বলার আগে এভাবে বলা উচিত যে , তাদের দুর্নীতির কথা শুনলে ইবলিশ শয়তানও গজবের ভয়ে দৌড়িয়ে পালাবে । এমন কোনো জায়গা নেই , যেখানে বিএনপি আওয়ামী লীগ দুর্নীতি করে নাই । মজার ব্যাপার হলো বড়ো দুর্নীতির জন্য সমস্যা কম । ভোট না দেওয়ার জন্য বেশি সমস্যা হলো ছোটো দুর্নীতি। কারণ ছোটো দুর্নীতির জন্যই প্রায় সব মানুষ ভুক্তভোগী । যেমন - দোকানে বাকি খাবে , কিন্তু টাকা দিবে না । ঘর ভাড়া নিয়ে ঘরমালিককে টাকা দিবে না, টাকা খেয়ে বিচার সালিশ অন্যায়ভাবে করবে , শ্রমিকের মজুরি ঠিকভাবে দিবে না । ঋণ করে টাকা ফেরত দিবে না , এভাবে বলতে গেলে রাতদিন পার হয়ে যাবে কিন্তু দুর্নীতির সংখ্যা বলে শেষ করা যাবে না । বিএনপির শেষ সুযোগ । সবার পাওনা মিটিয়ে দিন এবং হাতজোড় করে ক্ষমা চান । তাহলে ভোট পাবেন , নচেৎ কি হবে বলা যায় না । দয়া করে হাসিনার মতো উন্নয়নের ফর্মুলা দিবেন না , ফলাফল হাসিনার মতোই হবে । ১৬ বছর হাসিনার কথা শুনে বুক ভারি হয়েছে , এখন আপনাদের উন্নয়ন পরিকল্পনা শুনলে বুক ভারি হয় । পারলে দুর্নীতি হীনতার কথা শোনান এবং একটু ধর্মের কথা শোনান, সবারই লাভ ।



হাদির মতো সুন্দর মনের মানুষের স্বপ্ন হলো, গনতান্ত্রিক বাংলাদেশ । সকল হক সুফির স্বপ্ন হলো ইনসাফ পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা । যেখানে রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকবে এবং সকল ধর্মের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে । এটাই ওসমান হাদি , জিয়াউর রহমান এবং আমার মতো মানুষের স্বপ্ন । আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে একমাত্র বিএনপি । যদি বিএনপি উপরের কথাগুলি ভালোভাবে গ্রহণ করে , তাহলে সোনায় সোহাগা । তা না হলে হাদি জিয়া এবং আমার মতো মানুষগুলো মরতেই থাকবে এবং বাংলাদেশ ধ্বংস হতে থাকবে । যা আমরা কেউই চাই না । মহান আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন । আমীন ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জামাতের দুর্নীতির পরিমাণ শতকরা শূন্যের কাছাকাছি ,
....................................................................................
আপনাকে কে এই তথ্য দিয়েছে ?
আপনি কি চা বিক্রেতা , ফেরিওয়ালার কাছে গিয়েছেন ?
কান পাতুন অনেক চমকপ্রদ তথ্য পাবেন ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদের মন্ত্রনালয়ে খুনী হাসিনা আতশ কাঁচ দিয়ে খুঁজেছে তাদের দুর্নীতি ধরার জন্য কিন্তু পায়নি। শঙ্খ দাদা সেটা জানেন?

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: জামাত খারাপ। যারা জামাতের বন্দনা করে তারা আরো বেশি খারাপ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৬

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপিকে নিয়ে আপনার ভাবতে হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.