নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমান এবং নির্বাচন

১০ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৬:৪২

তারেক রহমানের মধ্যে আমি এক মহাপরিবর্তন দেখতেছি । হাওয়া ভবনের তারেক আর বর্তমান তারেক আকাশ পাতাল ব্যবধান । বর্তমান তারেক জিয়াউর রহমানের রক্তের বহিঃপ্রকাশ । আসলে রক্ত কথা বলে । যেটা তারেক রহমান বর্তমানে বলছেন ।



বর্তমান তারেকের মধ্যে আমি সমূহ সম্ভাবনা দেখছি । বর্তমান বাংলাদেশে তারেক রহমানের বিকল্প কিচ্ছু নেই এবং এটাই চরম বাস্তবতা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি , যে তারেককে এখন আমি দেখছি , সে তারেক বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর সক্ষমতা রাখেন । কিন্তু বড়োই পরিতাপের বিষয় , বাংলাদেশের সম্ভাবনাময় মানুষগুলোকে হত্যা করা হয় , নতুবা মহান আল্লাহ উঠিয়ে নেন । অর্থাৎ বাংলাদেশের ভাগ্যটাই ভালো না । চলুন সবাই আমরা বাংলাদেশের সৌভাগ্য প্রার্থনা করি । যেনো মহান আল্লাহ ভালো মানুষগুলিকে রক্ষা করেন এবং ভালো মানুষগুলোকে দেরিতে উঠিয়ে নেন ।



তারেক রহমানের উচিত হবে , দুনিয়ার কোনো লোকের বুদ্ধি না নিয়ে , বরং বড়ো বড়ো আল্লাহর অলিদেরকে সর্বোচ্চ ভালবাসা এবং তাদের অছিলা দিয়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা । যাতে মহান আল্লাহ সঠিক সিদ্ধান্ত অন্তরে ঢেলে দেন ।



সামনে নির্বাচন , সকল মানুষের উচিত হবে , পরিপূর্ণ তারেক রহমানের হাতকে শক্তিশালী করা । যাতে বাংলাদেশ একটি গনতান্ত্রিক ও উন্নত দেশে পরিণত হতে পারে । আসুন আমরা সবাই একমাত্র তারেক রহমানের দিকে তাকিয়ে বিএনপিতে ভোট নিশ্চিত করি । তবেই বাংলাদেশ সঠিক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্তমান তারেকের মধ্যে আমি সমূহ সম্ভাবনা দেখছি ।
.................................................................................
আমরা সবাই আশাবাদী
ভবিষ্যৎ কথা বলবে,
বাংলাদেশ কোন পথে চলবে ???

২| ১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো হলেই ভালো।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০১

রাসেল বলেছেন: তারেক রহমানের মধ্যে আপনি কী ধরণের পরিবর্তন দেখেছেন, দয়া করে জানান। আমরাও এটা যাচাই করতে চাই।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:১৫

নূর আলম হিরণ বলেছেন: তারেক জিয়া নামাজ কালাম কেমন পড়ে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.