নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
প্রস্তাব ১। মন্তব্য ও উত্তরের জন্য নির্ধারিত বক্সে ছবি না রাখা।
কারণ ১. ছবির কারণে লেখার মার্জিন ঠিক থাকে না।
কারণ ২. এই ছবি থাকা বা না থাকায় কিছু আসে যায় না।
প্রস্তাব ২। "বলেছেন:" এই শব্দটা বাদ দেয়া।
কারণ ১. এই শব্দটা প্রথম লাইনের সৌন্দর্য নষ্ট করে।
কারণ ২. লেখার শুরুটাতে লেখার গাম্ভীর্যকে হালকা করে দেয়।
প্রস্তাব ৩। মন্তব্যের ঘরের টাইম লাইনের নিচে একটা লাইনে মন্তব্য-দাতার নাম রাখা যেতে পারে। তারপর মন্তব্য-দাতার নামের ঠিক নিচের ঘরে মন্তব্য লেখা যাবে।
কারণ ১. প্রস্তাব ১ এবং প্রস্তাব ২ অনুসারে ছবি ও "বলেছেন:" শব্দ না থাকলে মন্তব্য লেখার ঘরটা সোজা হয়ে যাবে।
প্রস্তাব ৪। মন্তব্যের ঘরের অনুরূপ মন্তব্যের উত্তরের ঘরটাকেও সাজানো যেতে পারে।
বর্তমান লেআউট
প্রস্তাবিত লেআউট
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যবান মতামতের জন্য।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২
মলাসইলমুইনা বলেছেন: এখনকার লে আউটটা কিন্তু একেবারে খারাপ লাগে না তবে দুই নং প্রস্তাবের সাথে একমত | "বলেছেন" কথাটা খুবই বিরক্তি কর লাগে মাঝে মাঝেই | এই "বলেছেন" কথাটার জন্য দু লাইনের একটা কবিতা দিলে চাইলেই বিশাল ঝামেলা | ডিসফিগার হয়ে যায় লাইনগুলো | সেটা আবার ঠিক করো সময় নিয়ে | উটকো ঝামেলা মনে হয় | ধন্যবাদ |
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনি যখন "মন্তব্যের উত্তর দিন" চিহ্নে ক্লিক করবেন, তখন চারকোনা পরিষ্কার একটা ঘর আসবে। উত্তর লেখার পর "মন্তব্য প্রকাশ করুন" এ ক্লিক করলে, "লেখক বলেছেনঃ" সহ আপনার উত্তর প্রকাশ হবে। এখানে এডিট করার কোন সুযোগ নাই। ফলে মার্জিন বাঁক হয়ে প্রকাশ হবে।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
মোঃ তানজিল আলম বলেছেন: এই লে আউট টাই ঠিক আছে। শুধু ওমুক বলেছেন , এই লেখাটুকুর পরে একলাইন স্পেস থাকার পরেই মন্তব্য টা লিখা যেতে পারলেই ভালো হয়।
"আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্তমান লে-আউটই ঠিক আছে।"
এর থেকে যদি এরকম হত,
"আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।" বর্তমান লে-আউটই ঠিক আছে।"
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যবান মতামতের জন্য।
শুধু "বলেছেনঃ" বাদ দিলে আপনার প্রস্তাবটা অনেকটা আমার প্রস্তাব ৩ এর মতই।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বলেছেন কথাটা বাদ দেয়া উচিত।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যবান মতামতের জন্য।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
বারিধারা বলেছেন: যাদেরকে কমেন্ট ব্যান করা হয়, তারা কোন ব্লগে ভিজিট করলে যেন কমেন্ট অপশন না থাকে, সেটারও ব্যবস্থা করা উচিত। আগে এরকম ব্যবস্থা ছিল। কে জানে সামু ব্লগারদের হয়রানি করার জন্যই বোধ হয় এই অপশন রেখে দিয়েছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আমি শুধু লেআউট নিয়েই এখানে প্রস্তাব করেছি।
ব্লগের নীতিমালা নিয়ে আমার কোন প্রস্তাব নাই।
কারণ ব্লগ সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে।
যারা ব্লগ পরিচালনা করে, তারা তাদের উদ্দেশ্য পূরণের জন্য নীতিমালা তৈরি করে।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্তমান লে-আউটই ঠিক আছে।