নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ১ম পর্ব

১১ ই মে, ২০১৮ রাত ১০:২১

উত্তরাধিকার এবং তাদের অংশ
১. যদি মৃতব্যক্তির স্বামী বা স্ত্রী না থাকে কিন্তু সন্তান থাকে তাহলে --
সেই সন্তান বা সন্তানরা মৃতব্যক্তির সব সম্পদের উত্তরাধিকার হবে।

২. যদি মৃতব্যক্তির স্বামী বা স্ত্রী থাকে কিন্তু সন্তান অথবা পিতা-মাতা কেউই না থাকে তাহলে --
স্বামী বা স্ত্রী মৃতব্যক্তির সব সম্পদের উত্তরাধিকার হবে।

৩. যদি মৃতব্যক্তির স্বামী বা স্ত্রী এবং নাবালক সন্তান (১৮ বছরের নিচে) থাকে তাহলে --
(ক) স্বামী বা স্ত্রী মৃতব্যক্তির অর্ধেক (১/২) সম্পদের উত্তরাধিকার হবে এবং
(খ) সন্তান বা সন্তানরা অবশিষ্ট সম্পদের উত্তরাধিকার হবে।

৪. যদি মৃতব্যক্তির স্বামী বা স্ত্রী এবং সন্তান থাকে তাহলে --
(ক) স্বামী বা স্ত্রী ১৫ হাজার ডলার এবং মৃতব্যক্তির বাকি সম্পদের অর্ধেক (১/২) সম্পদের উত্তরাধিকার হবে এবং
(খ) সন্তান বা সন্তানরা অবশিষ্ট সম্পদের উত্তরাধিকার হবে।

৫. যদি মৃতব্যক্তির স্বামী বা স্ত্রী এবং পিতা-মাতা থাকে কিন্তু কোন সন্তান না থাকে তাহলে --
(ক) স্বামী বা স্ত্রী ১৫ হাজার ডলার এবং মৃতব্যক্তির বাকি সম্পদের অর্ধেক (১/২) সম্পদের উত্তরাধিকার হবে এবং
(খ) পিতা-মাতা অবশিষ্ট সম্পদের উত্তরাধিকার হবে।

৬. যদি মৃতব্যক্তির পিতা-মাতা থাকে কিন্তু কোন স্বামী বা স্ত্রী বা সন্তান না থাকে তাহলে --
সেই পিতা-মাতা মৃতব্যক্তির সব সম্পদের উত্তরাধিকার হবে।

৭. যদি মৃতব্যক্তির আপন ভাই-বোন থাকে কিন্তু কোন স্বামী বা স্ত্রী, সন্তান বা পিতা-মাতা না থাকে তাহলে --
সেই ভাই-বোন মৃতব্যক্তির সব সম্পদের উত্তরাধিকার হবে।
(Maryland Code, Estates and Trusts, Title 3, Subtitle 3)

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ২য় পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৩য় পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৪র্থ পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৫ম পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৬ষ্ঠ পর্ব

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: জানলাম।

১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ধন্যবাদ আপনাকে।
আপনার জানার আগ্রহ আছে বলেই জানলেন।
আজকাল তো কেউ কিছু জানতে চায় না। কারণ সবাই সব কিছুই জানে।
আমার আবার জানার আগ্রহ প্রবল।
তাই সবসময় জানার চেষ্টা করি।
নতুন কিছু একটা জানলে বা শিখতে পারলে লিখে রাখি, যাতে পরে মনে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.