নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা সত্যের পক্ষে

আকাশ ইকবালট

সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।

আকাশ ইকবালট › বিস্তারিত পোস্টঃ

চুমু কি যৌন মিলন???

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

চুমু কি যৌন মিলন???
গত কিছু দিন আগে জার্মান থেকে মুক্তমনা সাম্মি হক একটি ইভেন্ট খুলেছিলো “ বিশ্ব ভালোবাসা দিবসে পুলিশের সামনে প্রকাশ্যে চুমু খাবো” এই নামে। ইভেন্টি খোলার কারণ হলো গত বছর ভারতে এই বিষয়ে পুলিশ অনেক হয়রান করেছিল প্রেমিক প্রেমিকাদের। তার প্রতিবেদ ইভেন্টি খুলেছিল। ইভেন্ট খোলার পর হাজার হাজার পুরুষ তাকে কত লক্ষবার ভার্চুয়াল ধর্ষণ করেছে গুনে শেষ করা যাবে না। এমনকি একজন আওয়ামীলীগ নেতা ইভেন্ট খুলেছে টাকা তোলার জন্য। এবং আরো বলেছেন, ১৪ তারিখ পর্যন্ত তিনি সুশীল হয়ে থাকবেন এবং মোটা তাজা হয়ে প্রস্তুতি নিচ্ছেন। সে সাম্মি হককে হুমকি দিয়েছে যে, টাকা তুলে জার্মান গিয়ে তাকে ধর্ষণ করবে। অবশ্য এই কথা সাম্মি হক ডয়চে ভেলকে জানিয়েছে। অনেক তরুণ তরুণী এই ইভেন্টকে স্বাগতম জানালেও তার থেকে বেশী ফেসবুক ব্যবহারকারী স্বাগত জানানোর পরিবর্তে বিভিন্ন ভাবে নোংরামী করছে। অশ্লীল কাজ বলে গালাগালী করছে। তারা বলছে প্রকাশ্যে চুমু খাওয়া নাকি যৌন কাজ। প্রকাশ্যে চুমু খাওয়া নাকি খারাব কাজ। সম্মান হারায়। এই নিয়ে সবার বিবেক নাড়ে। আসলে কি তাই?
ইভেন্টা যেহেতু একটা নারী খুলেছে তাই, পুরুষতান্ত্রিক সমাজে আগুন লেগে গেছে। তারা ভালোবাসায় ধর্ষণ খুঁজে পেয়েছে এবং ধর্ষণে ভালোবাসা। ইসলামী মৌলবাদীরা নারীদের ধর্ষণ করে নিজেদের নিজে গর্ব বোধ করে। কিন্তু স্যাকুলার আওয়ামীলীগের নেতারাও যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিচ্ছে তার বিরল। ওহ আমি বিরল বলছি কেন? এটাতো তাদের পুরানো ব্যাপার। গত কিছুদিন আগেও নারায়নগঞ্জে এক হিন্দু পরিবারের মেয়েকে সবার সামনে ধর্ষণ করেছে।
আমরা উন্নত দেশ গুলোর দিকে তাকালে দেখতে পাই মা তার সন্তানকে আদর, ¯েœহ করে চুমু দেয়। ঠিক তেমনি ভাই তার বোনকে, বা বন্ধু তার বান্ধবীকেও। আবার অনেক সময় দেখা যায় নতুন কারো সাথে পরিচয় কালেও চুমু খায়। কই তখন তো ওই খানে কারো বিবেক নড়ে না। শুধু বাংলাদেশের মত এমন একটি উন্নয়শীল দেশে হলে যত সব দোষ।
লুকিয়ে বা আরালে অনেক প্রেমিক তার প্রেমিকাকে চুমু খায় তখন সেটা দোষ হয় না। কিছু দিন আগেও বার বার পত্রিকায় এসেছে মাদ্রাসায় হুজুর গন ছোট্ট ছোট্ট শিশুদের জোর পূর্বক ধর্ষণ করেছে। গত ছয় মাসে প্রায় ৬-৭ টার মত ঘটনা ঘটেছে। কই তখন তো কাউকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে দেখিনি।
গ্রামের ভখাটেরা প্রায় স্কুল কলেজের মেয়েদের ইভটিজিং করছে । কই তখন তো
সাম্মি হক কে যারা যারা ধর্ষণের হুমকি দিচ্ছে তাদের সবার ফেসবুকে ঢুকলে দেখা যাবে প্রোফাইলে হিন্দু, মুসলিম লেখা আছে।
এরা শুধু ধর্ষণ করার হুমকি দিচ্ছে না। অনেক নোংরা নোংরা পিক শেয়ার করছে। গালি দিচ্ছে।
তারা বলছে প্রকাশ্যে চুমু খাওয়া নাকি নোংরা কাজ। যৌন কাজ।
চুমু একটি শারীরকি আবদেন। বাংলাদশেরে বশেরি ভাগ নারী পুরুষ ঠকি মতো চুমু কি ভাবে খতেে হয় তাই জানে না। অথচ অশ্ললি কথার্বাতা শুরু হয়ে গছে।ে আরে যার ভালো লাগে সে খাব।ে যার লাগবে না সে খাবে না। তবে সুন্দর চুমু হৃদয় আলোড়তি কর।ে বুকরে ভতিরে ঝনঝনানি দয়ে।
চুমু নয়িে অশ্ললিতা নয়, চাই আবগে,ভালোবাসা। তবইে হয় সুন্দর চুমো।
চুমু কোন অশ্ললি শব্দ নয়। চুমু শুধু মাত্র একটি শব্দ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.