![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরে একটা দিবাস্বপ্ন দেখছি যে android মোবাইল দিয়ে WiFi ব্যাবহার করছি।তাই হয়তো এমন উদ্ভট একটা নৈশস্বপ্ন দেখার দুর্ভাগ্য আমার হল।
এক পড়ন্ত বিকেলে (কোথা থেকে ,কি উদ্দেশ্যে , কোন জায়গায় জানি না) কোন এক সুন্দর নির্জন রাস্তায় আমার বহুদিনের পুরনো ব্যাগখানা কাঁধে ঝুলিয়ে হাঁটছি। অনুভুত হল একটি রিক্সা খুব দরকার । স্বপ্নতো তাই মনেহয় খুব সহজেই একটা রিক্সা এনে রাস্তায় বসায় দিতে পারলাম ।
উরে বাপরে !!! রিক্সাওয়ালার যা ভাব সাব। প্যাসেঞ্জার এর সিটে বসে ,পা দুটো চালকের সিটে রেখে দুলাচ্ছে আর মনের সুখে গুণ গুণ করে গান গাইছে। উপায়ন্তু না দেখে গেলাম উনার কাছেই। (ভাব সাব দেখে “উনি” বলে সম্বোধন করতে বাধ্য হলাম । )
গিয়ে বললাম , “ মামা যাবেন ? ( কই যাইতে চাই তা তখন আমি নিজেও জানি না !!)”
সামান্য মুচকি হেসে, আমার দিকে না তাকিয়েই বলল , “না, মামা যামু না।”
উনার হাতে মোবাইল দেখে আমি অবাক হয়েই কিছুক্ষণ উনার দিকে তাকিয়ে থাকলাম। আমি তাকিয়ে আছি দেখে জোরে হেসে বলল, “ আর কইয়েন না মামা, নতুন মোবাইল কিনছি তাই “উই ফুই” ইউছ কইরে গান নামাইতাছি। এইযে দেখতাছেন আমার পিছনে যে ভার্সিটি , এইডার টোটাল ডাই নাকি “উই ফুই” করা। এইহানে খারাইলেও নাকি পাওয়া যায়। তাই টেরাই করতাছিলাম। পরথমে পারতাছিলাম না। কি জানি “পেস ওয়ার্ড” না কি জানি দিবার কয়। পরে এক চশমা পরা মোঠা আফামনি আইসা ঠিক কইরে দিল । এখন নামতাসে। ইস্পিরিড তো দেহি ভালই।”!!!!
খুব বেশি অবাক হয়েছিলাম তো তাই মনের অজান্তেই হেসে ফেলে কি ভেবে যে জিজ্ঞেস করলাম জানি না ,বললাম , “মামা, এখন কি গান নামাচ্ছেন?”
মামা উত্তর দিল, “ ও সখিনা গেসস কিনা ভুইলা আমারে ……. এইডা আমার খুবই ভালা লাগে।” !!!!!!
ঠিক ওই সময়ই আমার মোবাইলে কল আসলো। উনার কাছে android মোবাইল দেখে আমি আমার মোবাইলটা বের করতে লজ্জা পাচ্ছিলাম। যেহেতু কলটা ধরতে হবে আবার উনাকে দেখানোও যাবে না আমার মোবাইল তাই দ্রুত পদক্ষেপে জায়গা থেকে পলায়ন করছিলাম ভয় নিয়ে। এমন সময় ঘুম ভেঙে গেল । ঘুম থেকে উঠে দেখি আসলেই কল এসেছে।
তাই মোবাইল টা রিসিভ করে বললাম, “ হুম, বল......”
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
নিশ্চুপ আওয়াজ বলেছেন:
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
রিফাত হোসেন বলেছেন: বহু দেরী
দামি কমায় না internet ar
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
মদন বলেছেন: ট্যাবলেটে এ আইসা পরেন http://www.tabletbd.com/
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
নিশ্চুপ আওয়াজ বলেছেন: দিলে আরও কষ্ট বাড়ল :প
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
এক্সপেরিয়া বলেছেন: ওয়াইফাই হটস্পট
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
নিশ্চুপ আওয়াজ বলেছেন: হুম
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
সুলাইমান হাসান বলেছেন: মজা পেলুম
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
নিশ্চুপ আওয়াজ বলেছেন:
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
নেংটি ইদুর বলেছেন:
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
নিশ্চুপ আওয়াজ বলেছেন:
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
আমি ব্লগার হইছি! বলেছেন: মজার স্বপ্ন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
নিশ্চুপ আওয়াজ বলেছেন: এইত ভাই দেইখা ফেললাম :প
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
নতুন ব্লগ বলেছেন: কিনার ইচ্ছা আছে। . টাকা হইলে কিনব।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
নিশ্চুপ আওয়াজ বলেছেন: ho vai !! amaro eki iccha ase ..
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
আতিকুল০৭৮৪ বলেছেন: