নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমাকে চিনব বলে বিনিদ্র রজনী কাটিয়েছি একা একা, পাই নি একটুও কূল-কিনারা কিংবা তার কেশমাত্র দেখা। এভাবেই না চিনতে চিনতেই কি মহাকালের পথে আঁচড় কাটবে শেষ রেখা?
কয়দিন আগে কে যেন ফুঁফিয়ে কেঁদে উঠেছিল যে ব্লগের সেই সুদিন মানে ‘তুমি আর নেই সেই তুমি’। আমিও অফলাইনে হলেও অনেকের মতো কেঁদে দিয়েছি ব্লগের দুর্দশায় । উপরওয়ালা আমাদের এই কাঁদাকাটি সুনজরে নিয়েছেন। তার চাক্ষুষ প্রমাণ দেখছি কয়দিন ধরেই।
ছাকিবের নতুন ছবির মতো বলতে হয় ‘ভাইজান এলো রে’ মানে ব্লগের ‘সুদিন বুঝি এল রে’।
গত কয়েকদিন ধরেই দেখছি নকিবের উপর ভূতের কু-নয়ন পড়েছে। সেদিন আমি এক আত্মীয়ের বাসার ড্রয়িং রুমে বসে অফলাইনে আলোচিত পাতার নকিব সাহেবের পোস্ট ওপেন করেই আক্কেলগুড়ুম। পাশে বসা কাজিন রঙ্গিলা ছবি দেখে ‘ছিঃ ভাইয়া ছিঃ’। এই গুড়ুম খেয়ে কিছুক্ষণ বেয়াক্কেলের মতো ঝিম মেরে বসে থেকে মনে হচ্ছিল ‘সামুর পিণ্ডি চটকাই’।
এর আগে দেখলাম সূর্যের (সূর্যের একটি সমার্থক শব্দ অর্ক) কিরণ (নূর) একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলেও ফিজিক্সের সব থিওরিকে মিথ্যা প্রমাণিত করে আলাদাভাবে নানামুখী আলোর বিচ্ছুরণে নিয়োজিত হল। আমরা আমজনতাও দুই পক্ষের আলোর মিছিলে একটু হোলি খেলে নিলাম। ব্লগও গরম থাকল।
এরপর এল ‘...তুমি কে? ভাইজান। হঠাৎ ভাইজান কবিদের দৌড়ের উপর উঠালেন ক্যানে বুঝলাম না? তবে ব্লগের তাপমাত্রা যে বাড়ছে তা আন্দাজ করা যায়। এটাই তো পাঠকেরা চায়। ব্লগ গরম হোক। কেউ পুড়ে মরুক। কেউ তাতে শীতের ওম নিক। কেউ আলু পুড়ে খাক। এতেই তো আবার সোনা ফলবে এখানে। যেমনটা ফলেছে অতীতে।
ওদিকে দেখছি পলাশের বনেও আগুন ধরেছে। অনেকেই দেখছি বাড়িঘর পোড়া দেখছে। বরাবরের মতোই সূর্যের তাপে নয় চাঁদের আলোর তাপে মৃদমন্দ আগুন শিখা নিয়ে জ্বলে উঠার দিনক্ষণ গুনছে। সেই আগুনে আমিও ঝাঁপ দেওয়ার চিন্তা করছি। এখন গায়ে ওম নিচ্ছি। দেখি তাপমাত্রা বাড়ে না কমে।
ওদিকে আমারেও একজন আলখেল্লা পরা 'নরাধম' হেদায়েত প্রাপ্ত হয়ে মিষ্টি স্বরে কুরুচিপূর্ণ গালি দিয়েছিল। সাথে সাথে নিজের ভুল বুঝতে পেরে গালি উইথড্র করেছে। (দেশে এই শুভবোধের মানুষের বড়ই দরকার; বুঝতে হবে গালি-অশ্লীল ছবি কোনো সমাধান নয়)। সেখানেও তাপমাত্রা বাড়তে পারত; কিন্তু এই অধম যখন দেখল সেটা হবে অপাত্রে... প্রদর্শন; আগুনে কুমেরুর শীতল বরফ ঢেলে বান্দা বিদায়।
অতি অল্প সময়ে ব্লগের এই রমরমা অবস্থা বেশ উপভোগ করছি। যদিও অনেকের পোস্ট পড়লেও অনলাইনে গিয়ে মন্তব্য করা সময়ের কারণে হয়ে উঠছে না।
তাই দুপুর বেলা ‘ওঠ ছুড়ি তোর বিয়ে’র মতো এইটি লিখে পোস্ট করে ব্লগের সুসময়ের আগমনী সুরকে স্বাগত জানালুম।
*মিথ্যার ফুলঝুরি-অশ্লীলতা-গালাগালিযুক্ত ক্যাচাল কখনই ভালো মানুষের কাজ হতে পারে না। তর্ক-বিতর্ক সবসময়ের জন্যই সাধুবাদ জানাই যদি তা সীমা অতিক্রম না করে!!!
শুভ ব্লগিং।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
আখেনাটেন বলেছেন: ধন্যবাদ।
সুস্থ ব্লগিং এ মিলেমিশে থাকি আমরা সকলে।
২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮
ওমেরা বলেছেন: ব্লগের অবস্থা ভালই আছে কেউ কেউ এমনি এমনি হা হুতাশ করে । তবে ব্লগার নকিব ভাইয়ার ব্যাপারটা অবশ্যই দুঃখ জনক ।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭
আখেনাটেন বলেছেন: ব্লগের অবস্থা ভালই আছে কেউ কেউ এমনি এমনি হা হুতাশ করে । --হুম; সব দিক বিবেচনায় নিলে ভালোই বলতে হয়।
আর হ্যাঁ, ব্লগার নতুন নকিবের জন্য সমবেদনা। উনার নিজেরও প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে আরো একটু সতর্ক হওয়া দরকার বলে মনে করি।
সবাই সুন্দর ব্লগিং এর ছায়াতলে আসুক এই কামনা।
৩| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৯
নীল মনি বলেছেন: এই আলসেমিটুকু ছাড়তে হবে যে, অনলাইন হয়ে কমেন্ট করতে হবে না হলে জরিমানা করা হবে।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২
আখেনাটেন বলেছেন: এই আলসেমিটুকু ছাড়তে হবে যে, অনলাইন হয়ে কমেন্ট করতে হবে না হলে জরিমানা করা হবে। -- এটা একটা দুর্বলতা বলতে হবে আমার। এটা হওয়ার কারণও অাছে। একটি পোস্ট পড়ে ভালো লাগা মন্দ লাগাগুলোর ব্যাপারে লিখতে গেলে সময় লাগে। ফলে ব্লগে বেশ কিছুক্ষণ থাকলেও অনেক পোস্ট পড়া হয়ে উঠে না। কিন্তু লগ ইন ছাড়া অনেকের পোস্টই পড়ি। মন্তব্যও করার চেষ্টা করি অনলাইনে এসে।
ভালো থাকুন ব্লগার নীল মনি। সুস্থ ব্লগিং এর শুভেচ্ছা।
৪| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আখেনাটেন কেন, আমেনহোতেফ দিতেন বা আহমুস।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫
আখেনাটেন বলেছেন: হা হা হা; ব্লগার প্রান্তর পাতা সেক্ষেত্রে যে আপনাকে অাখেনাটেনের জীবনীটা যে আর একবার পড়তে হয়। (ধরে নিয়েছি আপনি আগেও পড়েছেন)।
শুভ ব্লগিং।
৫| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩
তারেক_মাহমুদ বলেছেন: ব্লগে সুদিন ফিরে আসুক, ব্লগ আবর্জনা মুক্ত হোক এটাই প্রত্যাশা।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫
আখেনাটেন বলেছেন: ব্লগে সুদিন ফিরে আসুক, ব্লগ আবর্জনা মুক্ত হোক এটাই প্রত্যাশা। -- সহমত।
সুদিন ফিরে আসুক।
ভালো থাকুন ব্লগার।
৬| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগের সুসময় আসুক। আর ব্লগার নাকিবের জন্য শুভকামনা ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:০১
আখেনাটেন বলেছেন: ব্লগের সুসময় আসুক। আর ব্লগার নাকিবের জন্য শুভকামনা । --সহমত।
তর্ক-বিতর্কে ব্লগপাড়া সরগরম হয়ে উঠুক। শুধু ভূতের কু-নয়নে দেখা বন্ধ হোক।
৭| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১
শায়মা বলেছেন: ভাইয়া আমার অবস্থাও তোমার মতন!
আমি মহা সুখে নকিবভায়ার ব্লগখানা খুলিয়া, পাশাপাশি ইউটিউবে পাপেট শো দেখছিলাম। আমার চেয়ারের পিছেই দাঁড়িয়ে চুলে তেল দিয়ে দিচ্ছিলো সুফিয়া বুয়া। হঠাৎ আমি অভ্যাসবশত পাপেট শো স্ক্রিন নামিয়ে যেই না ব্লগাস্ক্রিন উঠালাম!!!!!
আমার চক্ষু চড়কগাছ আর পিত্ত নরকগাছে উঠে গেলো। সুফিয়াবুয়া চুলে তেলের হাত থামিয়ে নিথর হয়ে গেলো!
আমি মনে মনে ইন্নানিল্লাহহে ওয়াইন্না ইলাইহে রাজীউন.....
এরপর থেকে মনে হয় আমি কি বেঁচে আছি নাকি মরেই গেছি....
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭
আখেনাটেন বলেছেন: আমার চক্ষু চড়কগাছ আর পিত্ত নরকগাছে উঠে গেলো। সুফিয়াবুয়া চুলে তেলের হাত থামিয়ে নিথর হয়ে
গেলো! --- হা হা হা; আমারও তো গুড়ুম অবস্থা; ঐ কাজিনের সাথে আগামী কয়েক হপ্তা যেন না দেখা হয় সেই দোয়া করছি;
ইজ্জতের ছাওয়াল মাইরি। প্যাকটিস পাঞ্চার (গ্রামের শিক্ষিত ভাষায় ) হয়ে গেছে।
নকিব ভাইরের জন্য এক গামলা সমবেদনা।
৮| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ গুরুত্বপুর্ণ কথামালা সমৃদ্ধ পোষ্টটির জন্য ।
কামনা করি সকল কুরুচি বিদায় নিয়ে ব্লগে সুরুচির আবাদ চলুক ।
পরিবাবের সকলকে নিয়ে যেন এ ব্লগের লেখাগুলিকে উপভোগ করা যায়
এ কামনাই রইল ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১২
আখেনাটেন বলেছেন: কামনা করি সকল কুরুচি বিদায় নিয়ে ব্লগে সুরুচির আবাদ চলুক । -- সুস্থ ব্লগিং এর জন্য আপনার এই কামনা ফলপ্রসু হোক।
পরিবাবের সকলকে নিয়ে যেন এ ব্লগের লেখাগুলিকে উপভোগ করা যায় -- নকিব ভাইয়ের পোস্ট হলে একটু সাবধানে পা ফেলান আলী ভাই। আমি ভুক্তভুগী কি-না!
তর্ক-বিতর্ক সুনামীর মতো বয়ে চলুক। তবে তা যে কখনই কদর্য রূপ না নেয়।
৯| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল কথাই কইছেন।
এটা কি কোন কান্ড হতে পারে এক ব্লগার অপর ব্লগারকে সায়েস্তা করার জন্য যে অশ্লীল বান মারছে, ব্লগে ঢুকলে অন্যদের নজড়ে পড়লে তারা ভাববে আমরা বুঝি গোপনে এসব দেখার আশায়ই ব্লগিং করি। কি লজ্জা, কি লজ্জা !
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬
আখেনাটেন বলেছেন: এটা কি কোন কান্ড হতে পারে এক ব্লগার অপর ব্লগারকে সায়েস্তা করার জন্য যে অশ্লীল বান মারছে, ব্লগে ঢুকলে অন্যদের নজড়ে পড়লে তারা ভাববে আমরা বুঝি গোপনে এসব দেখার আশায়ই ব্লগিং করি। কি লজ্জা, কি লজ্জা ! -- হা হা হা; ভালো বলেছেন।
কিন্তু বাণ মারামারি করছে ওরা, আর আমরা আমআদমী কুপোকাত হচ্ছি ঘরে বসে থেকে। এ কেমন বিচার!
১০| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,
আখেরে কি বলি বলুন !!!!!!!
ডঃ এম এ আলী র সাথে সহমত হয়েছি, একথা বলতে পারি !
শায়মা র "ইন্নানিল্লাহহে ওয়াইন্না ইলাইহে রাজীউন.." এর সাথে আমিন আমিন বলতে পারি !
মোঃ মাইদুল সরকারর মতো বলতে পারি - কি লজ্জা ... কি লজ্জা !
আর কোনও কিছুই না বলে, ব্লগের তাপমাত্রা উঠলো কি নামলো তা মাপতে একটা থার্মোমিটার কিনতে পারি ...
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২২
আখেনাটেন বলেছেন: আর কোনও কিছুই না বলে, ব্লগের তাপমাত্রা উঠলো কি নামলো তা মাপতে একটা থার্মোমিটার কিনতে পারি ... -- হা হা হা; আপনার সামনের স্ক্রিনেই থার্মোমিটারের ডিজিটাল লগ বসে নিন। হাজারো হলেও দেশ এখন ডিজিটাল যাত্রার মহাসড়কে।
পারদের উর্ধ্বোগমন মানেই ব্লগের রমরমা।
কদর্যতা ও অশ্লীলতাবিহীন এই রমরমা তো পাঠকেরই চাওয়া। এতে যে ব্লগিং এ আসল মজা।
১১| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: ১০. ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬ ০
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,
আখেরে কি বলি বলুন !!!!!!!
ডঃ এম এ আলী র সাথে সহমত হয়েছি, একথা বলতে পারি !
শায়মা র "ইন্নানিল্লাহহে ওয়াইন্না ইলাইহে রাজীউন.." এর সাথে আমিন আমিন বলতে পারি !
মোঃ মাইদুল সরকারর মতো বলতে পারি - কি লজ্জা ... কি লজ্জা !
আর কোনও কিছুই না বলে, ব্লগের তাপমাত্রা উঠলো কি নামলো তা মাপতে একটা থার্মোমিটার কিনতে পারি ...
হা হা হা ভাইয়া আরও একটা কাজ বাকী আছে....
তারপর থার্মোমিটারটা জানা আপুকে কুরিয়ার করা!!!!!
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪
আখেনাটেন বলেছেন: দেশে এমনিতেই নাকি হার্টের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আর না বাড়াই...।
১২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে কুরুচিপূর্ণ সচিত্র প্রতিবেদন প্রকাশ গর্হিত কাজ। এটা বন্ধ হওয়া উচিৎ। ধিক্কার জানাই এমন ন্যাক্কার জনক ঘটনার । এটা বন্ধ হোক ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬
আখেনাটেন বলেছেন: ব্লগে কুরুচিপূর্ণ সচিত্র প্রতিবেদন প্রকাশ গর্হিত কাজ। এটা বন্ধ হওয়া উচিৎ। ধিক্কার জানাই এমন ন্যাক্কার জনক ঘটনার । এটা বন্ধ হোক । -- সহমত। এই নোংরামী কিছুতেই...।
নোংরামী পরিত্যাজ্য।
১৩| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,
আখি টেনে বন্ধ রাখুন ।
-
-
-
-
@ শায়মা ........... কুরিয়ারের পয়সাডা দেবে কেডা ?
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৮
আখেনাটেন বলেছেন: আখি টেনে বন্ধ রাখুন । -- আমি বন্ধ করলেও আমার পাশের জন দেখেই তো সর্বনাশটা করছে।
১৪| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও কিয়ৎকাল যাবত যৎকিঞ্চিত উষ্ণতা অনুভব করিতেছি। তবে যাহারা নকিব ভাইয়ের পোস্টে প্রবেশ করিয়া মুখমন্ডলে তীব্র রক্তস্রোতের প্রবাহের দরুন বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হওয়ায় যারপরনাই আরক্তিম হইয়াছেন এবং সর্বাঙ্গ অত্যধিক উষ্ণতার আক্রমণে বিহ্বল হইয়া গিয়াছিল তাহাদের জন্য গভীর সমবেদনা জ্ঞাপনপূর্বক কর্তৃপক্ষের উদাসীনতার জন্য তাহাদিগকে মৃদু ভর্ৎসনা করিতেছি। আশা করি কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও সচেতন থাকিয়া এহেন চরম ন্যাক্কারজনক ফ্লাডিং প্রতিহত করিতে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করিবেন। সকলের তরে শুভকামনা।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২
আখেনাটেন বলেছেন: আমিও কিয়ৎকাল যাবত যৎকিঞ্চিত উষ্ণতা অনুভব করিতেছি। -- একি ফিলিং ভাইজান। আহেন কোলাকুলি করি।
আশা করি কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও সচেতন থাকিয়া এহেন চরম ন্যাক্কারজনক ফ্লাডিং প্রতিহত করিতে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করিবেন। সকলের তরে শুভকামনা। -- এক্কেরে খাঁটিকথা। সকলের তরে শুভকামনা আর আমার মতো ভুক্তভুগির জন্য সমবেদনা জানান। আর নকিব ভাইরে কি বলি...।
১৫| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫২
শায়মা বলেছেন: ১৩. ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬ ০
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,
আখি টেনে বন্ধ রাখুন ।
-
-
-
-
@ শায়মা ........... কুরিয়ারের পয়সাডা দেবে কেডা ?
কে আবার!!!!!
তুমিই দেবে!!!!!!
এত বড় ডক্টর হয়েছো এই কয়টা টাকার জন্য আমাকে জিগাসা করতে হয় ভাইয়া!!!!
আবারও ইন্নানিল্লাহ পড়তে হলো!!!
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪
আখেনাটেন বলেছেন: জী এস ভাই শায়মার কাছে কুরিয়ারের টেকা চাহোনে তেব্র পতিবাড জানাই।
১৬| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
বিদেশে কামলা খাটি বলেছেন: রুচিশীল পোস্ট সবারই কামনা । আরো ভালো পোস্ট চাই।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৫
আখেনাটেন বলেছেন: রুচিশীল পোস্ট সবারই কামনা । আরো ভালো পোস্ট চাই। -- সহমত। ইদানিং কিন্তু ভালো পোস্ট আসছে বেশ।
১৭| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০১
সেলিম আনোয়ার বলেছেন: এখানেও টাকার ঝামেলা । শায়মা দুইবার ইন্নালিল্লাহ পড়লো। আরও অনেকবার পড়তে হতে পারে। তবে মৃত্যুকে স্মরণ করা ভালো ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৮
আখেনাটেন বলেছেন: সেলিম ভাই সবসময় সঠিক পথটাই বেছে নেয়। যে পথে শায়মা গেছে...।
১৮| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবি দেখে আমিও কাত হয়ে গিয়েছিলাম। আর আমার পিছে থাকা দেয়াল কাত হয়েছিল কিনা তা জানি না। অনুভূতি থাকলে হয়ত সত্যিই হত।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩
আখেনাটেন বলেছেন: ছবি দেখে আমিও কাত হয়ে গিয়েছিলাম। আর আমার পিছে থাকা দেয়াল কাত হয়েছিল কিনা তা জানি না। অনুভূতি থাকলে হয়ত সত্যিই হত। -- ভাগ্য ভালো আপনার পেছনে আপানার বাবা বা গুরুজন কেউ ছিল না। তাইলে সেই কাইত আর সাত দিনেও চিৎ হইত না। আমি এখন পালিয়ে বেড়াচ্ছি সেই আত্মীয়ের কাছ থেকে।
১৯| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫
শায়মা বলেছেন: ১৭. ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০১ ০
সেলিম আনোয়ার বলেছেন: এখানেও টাকার ঝামেলা । শায়মা দুইবার ইন্নালিল্লাহ পড়লো। আরও অনেকবার পড়তে হতে পারে। তবে মৃত্যুকে স্মরণ করা ভালো ।
হায়রে ভূতের মুখে রাম নাম
মৃত্যুকে স্মরন নিজে করে থাকলে তো এতদিনে দোযখের ভয়ে তোমার কবিতা লেখাই বন হয়ে যাবার কথা!!!!
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪
আখেনাটেন বলেছেন: আপনি আবার অাগুনে ঘি ঢেলে উত্তাপ দেখছেন। হাত পুড়ে গেলে আমার দোষ নাই।
২০| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: ১৭. ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০১ ০
সেলিম আনোয়ার বলেছেন: এখানেও টাকার ঝামেলা । শায়মা দুইবার ইন্নালিল্লাহ পড়লো। আরও অনেকবার পড়তে হতে পারে। তবে মৃত্যুকে স্মরণ করা ভালো ।
হায়রে ভূতের মুখে রাম নাম
মৃত্যুকে স্মরন নিজে করে থাকলে তো এতদিনে দোযখের ভয়ে তোমার কবিতা লেখাই বন হয়ে যাবার কথা!!!!
এ জন্য তুমি কবিতা লিখো না????
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮
আখেনাটেন বলেছেন: এ কি করুন রসের তীর নাকি সেলিম ভাই!!!!! লক্ষ্যভেদ করতে হলে আরো ধারালো ও শাইনি হওয়া দরকার। ভোঁতা তীরে কে কবে মৃগ বধ করেছিল শুনি?
২১| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া যাদের উদ্দেশ্য এই লেখা তাদের সুমতি হলেই ভাল।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
আখেনাটেন বলেছেন: যাদের উদ্দেশ্য এই লেখা তাদের সুমতি হলেই ভাল। -- হুম; তাই; সুমতি হোক।
২২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪
পদ্মপুকুর বলেছেন: এত্তকিছুর মইদ্যেও আপ্নে যে সুস্ময় দেখ্বার পার্ছেন, এইডা কিন্তুক কম ব্যাফার্না। আপ্নে ভাই কামেল আদ্মী আছেন।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২
আখেনাটেন বলেছেন: এত্তকিছুর মইদ্যেও আপ্নে যে সুস্ময় দেখ্বার পার্ছেন, এইডা কিন্তুক কম ব্যাফার্না। আপ্নে ভাই কামেল আদ্মী আছেন। -- জেখ্যানে ডেখিব্বেন ছাই, উড়াঈয়া দেক ত্তাই, স্বর্ণ পাইলেও পাইতে পারেন ।
আমিও এখানে স্বর্ণ খুঁজতেছি। তাতে যদি সুখ পাই।
২৩| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
নূর-ই-হাফসা বলেছেন: সত্যি ব্লগ আবার জমে উঠেছে অনেক টা । তর্ক বিবাদ ছাড়া ব্লগ পুরাই মাটি ।
কিন্তু তর্ক ঝগড়া কি ভদ্র ভাবে করা যায় না ? ব্লগার রা ভদ্রলোক ওনারা কেন নিজেকে খারাপ প্রমাণিত করছেন ,ওনারাই হয়তো জানেন । ওনাদের উদ্দেশ্য জানা গেলে ভালো হতো ।
আপনার শেষ কথা গুলো ভালো লাগলো ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৬
আখেনাটেন বলেছেন: সত্যি ব্লগ আবার জমে উঠেছে অনেক টা । -- আমারও তাই মনে হয়।
তর্ক-বিতর্কই হল ব্লগের প্রাণ। এই জিনিস কমে যাওয়াতেই ব্লগে জোস আসে না। কারণ পাঠকেরা দেখতে চায় কার তেজ কত? কিছুটা প্রতিযোগিতামূলক ম্যাচ দেখার মতো। যে ম্যাচ আগেই ফল ঘোষণা করেছে সে খেলা কি কেউ আগ্রহ দেখায়? এবং এই খেলা দেখতে গিয়ে পাঠকের জ্ঞান-ভাণ্ডারও ভরে উঠে। এই জিনিসই ব্লগে বড় অভাব।
তবে এ খেলা কদর্য পর্যায়ে গেলেই খেলোয়াড় দর্শক সকলের জন্য হানিকারক।
২৪| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন:
রসবোধের লেখায় সবাই লালা না ঝরিয়ে অর্থবহ ব্যাপারটি উপলব্ধি করে নিজেকে শুধরে নিক সেই আশাই করি । ব্লগ এই কুরুচিপূর্নভাবে এবং অশ্লীল প্রকাশের মাধ্যমে গরম না হোক তাই কাম্য । এখানে শিক্ষিতের সংখ্যাই বেশি ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৯
আখেনাটেন বলেছেন: রসবোধের লেখায় সবাই লালা না ঝরিয়ে অর্থবহ ব্যাপারটি উপলব্ধি করে নিজেকে শুধরে নিক সেই আশাই করি । ব্লগ এই কুরুচিপূর্নভাবে এবং অশ্লীল প্রকাশের মাধ্যমে গরম না হোক তাই কাম্য । এখানে শিক্ষিতের সংখ্যাই বেশি । -- সহমত।
সুস্থ ব্লগিং এর ধারা তর্ক-বিতর্কের মাধ্যমে গনগনে হয়ে উঠুক। শুধু সীমা অতিক্রম না করুক।
২৫| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: সুস্থ এবং নোংরা-বিহীন সামু চাই !! পাঠক দিয়েই ব্লগের তাপমাত্রা বেড়ে উঠুক.......
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:১২
আখেনাটেন বলেছেন: সুস্থ এবং নোংরা-বিহীন সামু চাই !! পাঠক দিয়েই ব্লগের তাপমাত্রা বেড়ে উঠুক....... --এক্কেরে মনের কথা। তাইলে কারো ড্রয়িং রুমে গিয়ে সামু ওপেন করলেও ভয় থাকবে না।
২৬| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩
সোহানী বলেছেন: হেহেহেহেহে....... পারদতো মনে হয় সত্যিই আকাশ এবার ছুই ছুই করছে। জীভাই টাকা দিক, শায়মা ব্যবস্থাপনা করুক আর সেলিম ভাই কুরিয়ার বয় এর দায়িত্ব পালন করুক।
আল্লাহ বাচাঁইছে দিন রাত এর পার্থক্য এর জন্য আমাকে এমন কুদর্শন করতে হয়নি নাকিব ভাই এর পোস্টে
অরেকটা ক্যাচাল বলেন নাই...... দেখি ওয়েট করছি ওটাই বিষ্ফোরিত হবার জন্য.............
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৬
আখেনাটেন বলেছেন: পারদতো মনে হয় সত্যিই আকাশ এবার ছুই ছুই করছে। জীভাই টাকা দিক, শায়মা ব্যবস্থাপনা করুক আর সেলিম ভাই কুরিয়ার বয় এর দায়িত্ব পালন করুক। -- মন্দ বলেন নাই।
আল্লাহ বাচাঁইছে দিন রাত এর পার্থক্য এর জন্য আমাকে এমন কুদর্শন করতে হয়নি নাকিব ভাই এর পোস্টে -- আপনি ঠিকই বাঁচলেন আর গজবটা গেল আমাদের উপর দিয়ে। মাথার চুল ছেঁড়ার অবস্থা।
অরেকটা ক্যাচাল বলেন নাই...... দেখি ওয়েট করছি ওটাই বিষ্ফোরিত হবার জন্য..... --চোখে পড়ে নাই তো। ঘটুক বিস্ফোরণ। তবে দয়া করে নকিব ভাইয়ের মতো কু-নয়নে দেখার মতো যেন না হয়। তাইলে দরজা-জানালা বন্ধ করে সামুতে ব্লগিং করতে হবে।
২৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি কি একঈশ্বরবাদী দিকটির কথা বলতে চাইছেন।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮
আখেনাটেন বলেছেন: আপনি জ্ঞানী মানুষ! মানলুম। সঠিক বাটনে ক্লিক করেছেন
২৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৫
কলাবাগান১ বলেছেন: সাদা কে সাদা বলুন আর কালোকে ও কালো বলুন...কিন্তু স্বাধীনতার ইতিহাস সাদাই ......
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩১
আখেনাটেন বলেছেন: সাদা কে সাদা বলুন আর কালোকে ও কালো বলুন...কিন্তু স্বাধীনতার ইতিহাস সাদাই ...... --স্বাধীনতার ইতিহাস সফেদ সাদাই। কিন্তু সমস্যা হচ্ছে এই সাদা জিনিস আপনি কোন চশমা পরে দেখছেন। যদি সাধারণ চশমা পরে দেখেন তাহলে সাদায় লাগবে। নিখুঁত। কোনো ভেজাল নেই।
আর যদি টিনের চশমা, কাঠের ঠুলি, প্লাস্টিকের রঙবেরঙা চশমা পরে দেখেন, তাহলে সাদার বদলে দেখাবে কালো, নাই, সময়ে সময়ে রঙিন ইত্যাদি।
সুখের কথা হচ্ছে দেশের বেশির ভাগ মানুষ স্বাধীনতাকে সাধারণ চশমা পরেই দেখে। ফলে তাদের কাছে তা নিখুঁত সাদা। আর শুধু দলকানা, ভণ্ড, লজিকবিহীন লোক, চতুর, স্বার্থান্ধ, ধর্মান্ধ, হালুয়া-রুটির ভাগিদার, গদির মোহে অন্ধ, এক দেশে জন্মে সে দেশকে ঘৃণা করে আরেক দেশের প্রতি সীমাহীন আনুগত্যের লোকগুলোর কাছে স্বাধীনতার স্বরুপ আলাদা। এরা নানা দলে নানা মতের ভেতরেই লুকায়িত।
এই লোকগুলোকে যে দিন দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে সেদিনই স্বাধীনতার প্রকৃত স্বাদ দেশ ও জাতি ভোগ করবে। যা আজ অর্ধ-শতক পরেও জাতি পাচ্ছে না।
২৯| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মাঝেমধ্যে মডুরা হাল্কা গুমে থাকে, তাই একশন নিতে দেরি করে।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৩
আখেনাটেন বলেছেন: হয়তবা। নাইলে এ বিপদে পড়তে হয়।
৩০| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"ওদিকে দেখছি পলাশের বনেও আগুন ধরেছে। অনেকেই দেখি বাড়িঘর পোড়া দেখেছে"
কয়েক দিন পূর্বে পত্রিকায় দেখলাম যে আলু চাষিরা দামের অভাবে মাথায় হাত দিয়া বসে আছে; আর এই সুযোগে ফড়িয়ারা জলের দামে চাষিদের কাছ থেকে আলু কিনে গুদামজাত করতেছে আর অপেক্ষায় আছে পলাশ বনের আগুন কখন থামবে আর সেই আগুনে আলু দিয়া আলু পোড়া খাবে
প্রবাদে আছে যে পাড়ায় কূলখানির দাওয়াতের দিন নাকি মরা মানুষও কবর থাইকে উইডা আসে হাড্ডি চিবানোর লোভ সামলাইতে না পাড়িয়া। ব্লগের তাপমাত্রা বাড়ার সাথে-সাথে হাড্ডি চিবানোর উদ্দেশ্যে মৃত ও ছাইয়া ব্লগাররা লাইন দিয়া খাড়াইছে
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪১
আখেনাটেন বলেছেন: হা হা হা; ভাইজান কি রাগ করছেন নি।
অাসলে অালু নিজে পুড়ে খেতেও যেমন মজা (আপনি খেয়েছেন কিনা জানিনা, আমি কিন্তু বেশ খেয়েছি), তেমনি অন্যের পোড়া আলু খেতেও মন্দ না। স্বাদের খুব একটা হেরফের হয় না। শুধু মাথায় রাখতে হবে গরম অবস্থায় খাওয়া যাবে না। জিব পুড়ে যাওয়ার অাশঙ্কা থাকে তাইলে।
ছাইয়া ব্লগার ছাইয়া পাঠক না আসলে ব্লগ জমবে কীভাবে? এরাই যে ব্লগের প্রাণ। তবে মৃত ও ছাইয়ারা যেন হাঁকাইয়া এসে ব্লগ পাড়া দূষিত না করে ফেলে সে দিকে সকলের দৃষ্টি থাকাও দরকার।
৩১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২
শায়মা বলেছেন: সব মন্তব্যগুলা পড়লাম, হাসলাম, ভ্রু কুঁচকালাম, ভেংচালাম কিন্তু লাস্টে এসে শাহাদাৎ ভাইয়া এটা কি বললো!!!!!!!!!!!
২৯. ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪ ০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মাঝেমধ্যে মডুরা হাল্কা গুমে থাকে, তাই একশন নিতে দেরি করে।
মডুরা গুম হয় নাকি মাঝে মাঝে!!!!!!!!!
কে গুম করে মডুদেরকে ভাইয়া!!!!!!!!!!!!!!
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭
আখেনাটেন বলেছেন: হা হা হা। আমিও তো খেয়াল করি নাই। আমি তো মনে করেছিলাম নিদ্রা জাতীয় কিছু হবেক।
কিন্তু এতো দেখছি সরাসরি হালকা গুম। মনে হয় আধাদিবস গুমকে হালকা গুম বলেছেন আমাদের সত্যের ছায়া ভাইজান।
৩২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: @শায়মা আপুনি,
এই গুম হলো নিষ্ক্রিয়তা। ব্লগের পরিবেশ যারা নষ্ট করে তারা বাণ মেরে মডুদের কে নিষ্ক্রিয় করে ফেলে। মডুদের ভিতর ঘুম চলে আসে। তারা তখন সব কিছু দেখতে পেলেও ফ্লুডিং হওয়া পোষ্ট দেখতে পায়না, যতক্ষণ বাণের মন্ত্র ক্রিয়াশীল থাকে।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৯
আখেনাটেন বলেছেন: তাইলে আমি ভুল বলি নাই।
৩৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: আইজ আর কিচ্ছু কমু নাহ !!
খালি মন্তব্য আর পোষ্ট পড়ুম ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১
আখেনাটেন বলেছেন: আইজ আর কিচ্ছু কমু নাহ !! --কেন কইবেন না। আমাদের আজ ব্লগ গরম করতেই হবে। আশেপাশে অনেক গরম পোস্ট আছে কিন্তু। চলেন যাই দেখি।
৩৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমি হইলাম গিয়া লুমান্টিক কবি !!
গরমের মধ্যে আমি নাই ; প্রেম-পিরিতি ছাড়া আমার মাথায় কিচ্ছু নাই .....
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৪
আখেনাটেন বলেছেন: আমি হইলাম গিয়া লুমান্টিক কবি !! --আপনারেই তো অনেকে খুঁজতেছে ব্লগে দেখলাম। একটু সাবধানে থাকুন। ভালো চাইলে শাহাদাত ভাইয়ের ভাষায় হালকা গুমে যান কিছু সময়ের জন্য নিজের মঙ্গলের জন্য।
৩৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: হা হা হা শাহাদাৎ ভাইয়া!!!!!
যাক বাঁচা গেলো আমি তো গুম খুনের ভয়েই মরে গেছিলাম!
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
আখেনাটেন বলেছেন: বেঁচে আছেন জেনে খুশি হলুম...গুমের ভয়ে ঘুম হারালে কার ভালো লাগে বলুন।
৩৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি কে'র স্বমেহনে কলাবাগিচার কলা সমগ্র ছিলে গেছে মাইরি
এত জ্বালা !!! বাপ্রে বাপ................
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬
আখেনাটেন বলেছেন: পিস ভাইজান পিস...।
ইশান কোণে কালো মেঘ দেখলে ডর লাগে...।
৩৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: হেহেহেহেহে....... পারদতো মনে হয় সত্যিই আকাশ এবার ছুই ছুই করছে। জীভাই টাকা দিক, শায়মা ব্যবস্থাপনা করুক আর সেলিম ভাই কুরিয়ার বয় এর দায়িত্ব পালন করুক।
সমাধানে একচোখা নারীবাদীতার উৎকট গন্ধ পাচ্ছি মাইরি। হরফুনমৌলা শায়মাপু একাই সব করলে কানাডার বরফে বুঝি আগুন জ্বলে?
বরফজাদীর জন্যে দুঃসংবাদ, বিস্ফোরণের মজা নেবার সুযোগ দিচ্ছিনে
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২০
আখেনাটেন বলেছেন: এমনিতে দেশে-বিদেশে বোমা ফাটছে; সামুতে আর না ফাটুক; তবে বিস্ফোরণের মাধ্যমে কোনো কিছু সৃষ্টির সম্ভাবনা লুকিয়ে থাকলে বিস্ফোরণই ভালো। শুনেছি 'ধ্বংস হলেই নাকি সৃষ্টির সম্ভাবনা জাগে'।
৩৮| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শাহরিয়ার কবীরের রসবোধে আজ আমি বিমোহিত
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩
আখেনাটেন বলেছেন: আমিও মুগ্ধ কিছুদিন ধরেই! বেচারি প্রেমের তরে আত্মাটাকে লাল গালিচার উপর বিছিয়ে দিয়েছে। কেউ লাল গালিচায় পাড়া দিক দোয়া করি। আমিন।
৩৯| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: সাদা কে সাদা বলুন আর কালোকে ও কালো বলুন...কিন্তু স্বাধীনতার ইতিহাস সাদাই ...... --স্বাধীনতার ইতিহাস সফেদ সাদাই। কিন্তু সমস্যা হচ্ছে এই সাদা জিনিস আপনি কোন চশমা পরে দেখছেন। যদি সাধারণ চশমা পরে দেখেন তাহলে সাদায় লাগবে। নিখুঁত। কোনো ভেজাল নেই।
আর যদি টিনের চশমা, কাঠের ঠুলি, প্লাস্টিকের রঙবেরঙা চশমা পরে দেখেন, তাহলে সাদার বদলে দেখাবে কালো, নাই, সময়ে সময়ে রঙিন ইত্যাদি।
মুগ্ধতা প্রকাশের ভাষা নেই মাইরি
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬
আখেনাটেন বলেছেন: কলাবাগান১ ভাইজানের কিন্তু এর জন্য ধন্যবাদ প্রাপ্য কি বলেন 'কি করি ভাইজান'?
৪০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্যাচাল মনে হয়নি ভাই, ভালো লাগলো হাসতে হাসতে পড়তে পড়তে
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯
আখেনাটেন বলেছেন: পড়ে আপনি হেসেছেন এটাই বা কম কীসে? শুনছি দেশের মানুষ নানা কারণে আজ গোঁমড়ামুখো হয়ে যাচ্ছে, সেখানে এক-দুজন অন্তত: হাসতে পারছে এ যে খুশির খবর নয়ন ভাই।
সবাই আপনার মতো হেসে উঠুক এই কামনা করি।
৪১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং কখনো নিরুত্তাপ ছিলো না
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
আখেনাটেন বলেছেন: চাঁদগাজী ভাই যখন বলেছেন 'ব্লগিং কখনো নিরুত্তাপ ছিলো না' , তাহলে ছিল না। গাজী ভাইয়ের সাথে কারো দ্বিমত থাকলে স্বাধীন মত প্রকাশ করতে পারেন। মাগার একটা কথা মাথায় রাখবেন জাহাঁপনা/বেগম, কোনো প্রকার 'পোস্টের শেষের লাইনটি পড়ুন'?
এই উত্তাপ ছড়ে পড়ুক আমাদের সকলের হৃদয়ে এবং তাপে-চাপে আমাদের সকল প্রকার কু-কে সু-তে রূপান্তিত করুক।
৪২| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৪:১০
নাগরিক কবি বলেছেন: মিথ্যার ফুলঝুরি-অশ্লীলতা-গালাগালিযুক্ত ক্যাচাল কখনই ভালো মানুষের কাজ হতে পারে না। তর্ক-বিতর্ক সবসময়ের জন্যই সাধুবাদ জানাই যদি তা সীমা অতিক্রম না করে!!!
শুভ ব্লগিং।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭
আখেনাটেন বলেছেন: অশুভ আত্মারা ব্লগে অানাগোনা না করুক।
শুভ ব্লগিং নাগরিক কবি আপনাকেও ।
৪৩| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৩২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নকীবের ঘাড়ে সওয়ার হওয়া ভূত তাড়ানো ফরজ হয়ে পড়েছে | ভূতটিকে ঝেটিয়ে বিদায় করানোর জন্য ভালো কোনো ওঁঝা খুঁজতে হবে |
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
আখেনাটেন বলেছেন: নকীবের ঘাড়ে সওয়ার হওয়া ভূত তাড়ানো ফরজ হয়ে পড়েছে | ভূতটিকে ঝেটিয়ে বিদায় করানোর জন্য ভালো কোনো ওঁঝা খুঁজতে হবে | -- স্বামীজি কি ওঁঝা খোঁজার দায়িত্বটা নিবেন নাকি? বড় বিপদে পড়ছিলুম নকিব ভাইয়ের পোস্ট নিয়ে। আর পড়িতে চাহি না।
৪৪| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৫
মলাসইলমুইনা বলেছেন: জটিল বিষয় নিয়ে জটিলতর আলোচনা দেখি | কিন্তু সব কিছুটা প্রিয় ব্লগার সোহানি জলবৎ তরলং সমাধান করে দিয়েছেন জীভাই টাকা দিক, শায়মা ব্যবস্থাপনা করুক আর সেলিম ভাই কুরিয়ার বয় এর দায়িত্ব পালন করুক" বলে | শুধু কর্তৃপক্ষের একটু দ্রুত সুদৃষ্টি দরকার এই ঝামেলাগুওলো কমাতে |
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪
আখেনাটেন বলেছেন: শুধু কর্তৃপক্ষের একটু দ্রুত সুদৃষ্টি দরকার এই ঝামেলাগুওলো কমাতে | -- সহমত। কর্তৃপক্ষ সুদৃষ্টি দিক। আমাদেরকেও বিপদ থেকে হেফাজতে রাখুক এই কামনা।
৪৫| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭
শায়মা বলেছেন: ৪৪. ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৫ ০
মলাসইলমুইনা বলেছেন: জটিল বিষয় নিয়ে জটিলতর আলোচনা দেখি | কিন্তু সব কিছুটা প্রিয় ব্লগার সোহানি জলবৎ তরলং সমাধান করে দিয়েছেন জীভাই টাকা দিক, শায়মা ব্যবস্থাপনা করুক আর সেলিম ভাই কুরিয়ার বয় এর দায়িত্ব পালন করুক" বলে | শুধু কর্তৃপক্ষের একটু দ্রুত সুদৃষ্টি দরকার এই ঝামেলাগুওলো কমাতে |
ঠিক ঠিক .....
চলো চলো জানা আপুকে কুরিয়ার করি!!!!!!!!!!!
ব্লগের ভূত তাড়ানোর ওঝা হায়ারিং চিঠি কুরিয়ার।
জি এস ভাইয়ার টাকা, আমার লেখা চিঠি.....
আর কুরিয়ার বয়( বুইড়া) হিসাবে সেলিমু্ল্লা ভায়া!!!!!!!!!!!
কাভি নেহি!!!!!!!!
সেলিমভাইয়াকে বিশ্বাস নাই....
এই ওঝা চিঠিতে আবার তাহার ফানি প্রেমকাব্য ঢুকিয়ে দিতে পারে .....
তার থেকে স্বামী বিশুদ্ধানন্দ ভাইয়াকে চিঠি পৌছানোর দায়িত্ব দেওয়া যেতে পারে !!!!!
উনার বিশুদ্ধ আত্মা মনে হচ্ছে .....
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২
আখেনাটেন বলেছেন: এই ওঝা চিঠিতে আবার তাহার ফানি প্রেমকাব্য ঢুকিয়ে দিতে পারে ... --হা হা হা; আমিও ঠিক এই জিনিসই ভেবেছিলাম। আজকার কাউরে বিশ্বাস নাই গো আফামনি। কাউরে নাই...।
৪৬| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
রাফা বলেছেন: যা নিয়ে আলোচনা হবে সেটা নিয়েই সমালোচনাও হবে।কাজেই পোষ্ট থাকতে হবে যথাপুযুক্ত শুধু তাহোলেই প্রণ ফিরবে।
ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
আখেনাটেন বলেছেন: যা নিয়ে আলোচনা হবে সেটা নিয়েই সমালোচনাও হবে।কাজেই পোষ্ট থাকতে হবে যথাপুযুক্ত শুধু তাহোলেই প্রণ ফিরবে। -- খাঁটি কথা। আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্কই হল গিয়ে ব্লগের প্রাণ। এগুলো না থাকলে ব্লগের প্রাণই থাকে না। আর প্রাণ না থাকলে তো ব্লগকে নির্জিবই মনে হবে।
জমে উঠুক আপনার কথামত আমাদের এই 'নিজের খেয়ে বনের মোষ তাড়ানো' প্লাটফর্ম। আমিন। ছুম্মা আমিন।
৪৭| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৩
আরইউ বলেছেন: প্যাসিভ অ্যাগ্রেসিভ ওয়েতে বলিঃ আপনার রসবোধের প্রশংসা না করাটা অন্যায় হবে আখেনাটেন।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
আখেনাটেন বলেছেন: প্যাসিভ অ্যাগ্রেসিভ ওয়েতে বলিঃ আপনার রসবোধের প্রশংসা না করাটা অন্যায় হবে আখেনাটেন। --- প্যাসিভ অ্যাগেসিভ ওয়েতে হলেও আমি অ্যাকটিভ পিসফুল ওয়েতে গ্রহণ করলুম আপনার প্রশংসা।
আপনার দু-একটি মন্তব্য আমার কিছু গুরুগম্ভীর পোস্টে গেছে এবং সে মন্তব্য আমি উপভোগ করেছি বেশ আনন্দের সাথে। আপনার দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা জানাতেই হয় মন্তব্য ব্লগার ...তমি কে? ভাইজান।
৪৮| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: ৪৪. ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৫ ০
মলাসইলমুইনা বলেছেন: জটিল বিষয় নিয়ে জটিলতর আলোচনা দেখি | কিন্তু সব কিছুটা প্রিয় ব্লগার সোহানি জলবৎ তরলং সমাধান করে দিয়েছেন জীভাই টাকা দিক, শায়মা ব্যবস্থাপনা করুক আর সেলিম ভাই কুরিয়ার বয় এর দায়িত্ব পালন করুক" বলে | শুধু কর্তৃপক্ষের একটু দ্রুত সুদৃষ্টি দরকার এই ঝামেলাগুওলো কমাতে |
ঠিক ঠিক .....
চলো চলো জানা আপুকে কুরিয়ার করি!!!!!!!!!!!
ব্লগের ভূত তাড়ানোর ওঝা হায়ারিং চিঠি কুরিয়ার।
জি এস ভাইয়ার টাকা, আমার লেখা চিঠি.....
আর কুরিয়ার বয়( বুইড়া) হিসাবে সেলিমু্ল্লা ভায়া!!!!!!!!!!!
কাভি নেহি!!!!!!!!
সেলিমভাইয়াকে বিশ্বাস নাই....
এই ওঝা চিঠিতে আবার তাহার ফানি প্রেমকাব্য ঢুকিয়ে দিতে পারে .....
তার থেকে স্বামী বিশুদ্ধানন্দ ভাইয়াকে চিঠি পৌছানোর দায়িত্ব দেওয়া যেতে পারে !!!!!
উনার বিশুদ্ধ আত্মা মনে হচ্ছে ..... :
শায়মার সন্দেহ হওয়াতে আমি বলিকি কুরিয়ার খুকি হিসেবে শায়মা থাকতে পারে। সমস্যা হলো কোন প্রকার অসততার অভিযোগ উঠলে শায়মা নিরব থাকেন । সম্প্রতি তার সম্পদনায় ঋদ্ধ-২ তে এমন হয়েছে। এখনো আমার বিশ্বাস শায়মা টাকার লেনদেন এ অসৎ নন। নিরবতা সম্মতির লক্ষণ । তিনি নিরব থাকলেন তাকে ব্লগে আনার জন্য উস্কানি দিয়েও আনা যায়নি । তখন পুরো দল প্রশ্ন বিদ্ধ হওয়ার চান্স। এসমস্যা সমাধানের নিমিত্তে আমি মনে করে ম্যানেজমেন্ট এ রাবেয়া রহিম মনি, সুইডেনের ইরানি পরীমনি, নীল পরীমনি, মুনিরা বেবী আপু আর শায়মার মা অর্থাৎ উম্মে শায়মা থাকতে পারেন। তাহলে অভিযোগ উঠলে তারা উত্তর দিয়ে দিবে শায়মা খুব ক্লান্ত। তবে আলহামদুলিল্লাহ সম্প্রতি তিনি আস্তিক হয়েছেন। ছবি আকা ব্যাপারে নাকীব ভাইয়ের সঙ্গে পরামর্শ করতে পারে শায়মা। উহা কিভাবে আঁকিলে বেশি নেকি বা সুন্নত তরিকা সম্পর্কে জানিয়ে দিলে সে তরিকা মতো ছবি আঁকি য়া তৃপ্তি লাভ করিতে পারেন । শাহরিয়ার কবিরের দিলটা খুব পরিস্কার। কি করি আজ ভেবে না পাই তিনিও । কি করি সঙ্গে থাকলে আর অভিযোগ উঠবে না। বুদ্ধি থাকতে হয় । শায়মা গুড লাক।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪
আখেনাটেন বলেছেন: আমি পালালুম! কালো মেঘ ডরাই।
৪৯| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৪
শায়মা বলেছেন: ৪৮. ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২১ ০
সেলিম আনোয়ার বলেছেন:শায়মার সন্দেহ হওয়াতে আমি বলিকি কুরিয়ার খুকি হিসেবে শায়মা থাকতে পারে। সমস্যা হলো কোন প্রকার অসততার অভিযোগ উঠলে শায়মা নিরব থাকেন । সম্প্রতি তার সম্পদনায় ঋদ্ধ-২ তে এমন হয়েছে। এখনো আমার বিশ্বাস শায়মা টাকার লেনদেন এ .......... পেন পেন ঘেন ঘেন .......
যা ভাগ পা গ ল ....... ছা ..........
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭
আখেনাটেন বলেছেন: রুখো...। কেঁদে দিলে আমাকে বদনাম করতে পারবেক লাই।
৫০| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭
করুণাধারা বলেছেন: এতক্ষণে হাজির হয়ে দেখছি আমার মনের কথা সবাই বলেই দিয়েছেন। বড় আনন্দ পেলাম পড়ে- পোস্ট, মন্তব্য, প্রতিমন্তব্য সবকিছু।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০
আখেনাটেন বলেছেন: এতক্ষণে হাজির হয়ে দেখছি আমার মনের কথা সবাই বলেই দিয়েছেন। বড় আনন্দ পেলাম পড়ে- পোস্ট, মন্তব্য, প্রতিমন্তব্য সবকিছু। -- ভালো লাগল আপু আপনাকে এখানে দেখে।
তয় নকীব ভাইয়ের পোস্টে সাবধানে প্রবেশ করেন। আশে পাশে বাচ্চা পোলাপান যেন না থাকে। সাবধানের মার নেই।
৫১| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬
শায়মা বলেছেন: ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২ ০
লেখক বলেছেন: এই ওঝা চিঠিতে আবার তাহার ফানি প্রেমকাব্য ঢুকিয়ে দিতে পারে ... --হা হা হা; আমিও ঠিক এই জিনিসই ভেবেছিলাম। আজকার কাউরে বিশ্বাস নাই গো আফামনি। কাউরে নাই...।
একদম হাছা কথা!!!!!!! কাউরেই নাই!!!!!!!! ( পাপেট শো আঞ্চলিক ভাষা প্রাকটিস করছি)
আর সেলিমভায়েরে একেবারেই বিশ্বাস নাই। ভাবীজি বলেছেন! আমাদেরকে ফোন দিয়ে।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০২
আখেনাটেন বলেছেন: আর সেলিমভায়েরে একেবারেই বিশ্বাস নাই। ভাবীজি বলেছেন! আমাদেরকে ফোন দিয়ে। -- এতো সাড়ে সব্বোনাশের কথা!
জগতের সকল প্রাণী সুখি হোক। আমিন।
৫২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার বউ শায়মাকে ফোন দিবে কিভাবে দেবে। !!!!!!!!
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২১
আখেনাটেন বলেছেন: আমার বউ শায়মাকে ফোন দিবে কিভাবে দেবে। !!!!!!!! -- তাহলে আমি যে শুনলুম! এ কি ভ্রম! এ কি ছলনা! না তা কেমনে হয়!
তয় ভাইজান কবি ম্যাকবেল পাটোয়ারীর একখান কথা আমার ভালো লেগেছে, ''যে বাঁশিতে সুর উঠে না, সেটাতে ফুঁ দিয়ে নিজের জীবনীশক্তিকে ক্যানে অপচয়''।
বাঁশিকে বেশিই পছন্দ করলে, শোকেজের এক কোণে সুন্দর করে সাজিয়ে রাখুন। (তয় বউ থেকে সাবধান; বিয়ের পর এইসব বাঁশি-টাশি ঘরের বউদের নাকি একদম দুশমন। এটাও কবি ম্যাকবেল পাটোয়ারী বলেছিল কথার ছলে। আমিন।
৫৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১১
শায়মা বলেছেন: ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭ ০
লেখক বলেছেন: রুখো...। কেঁদে দিলে আমাকে বদনাম করতে পারবেক লাই।
কি যে বলো!!!!!
কিসের বদনাম!!!!!!
আবারও কেঁদে কেটে আরেকখানা কাব্য আসিবেক!!!!!
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৭
আখেনাটেন বলেছেন: তাহলে বলছেন কাব্যের সুনামী যুগ যুগ ধরে চলতেই থাকিবেক। কাব্যপ্রেমিকদের জন্য এ যে অাশির্বাদ। তবে কাব্যবিদ্বেষীদের জন্য গজব হবে মনে কয়। এমনিতেই অনেক ব্লগারেরা কবিদের জান কি দুশমন মনে করে...।
৫৪| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৩
শায়মা বলেছেন: ৫২. ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯ ০
সেলিম আনোয়ার বলেছেন: আমার বউ শায়মাকে ফোন দিবে কিভাবে দেবে। !!!!!!!!
তোমার পরম শত্রু তাকে নাকি তোমার ফানি ফানি কাব্য গুলান পড়িয়েছেন !!!!!!!!
আর তারপরই ফোন!!!!!!
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১
আখেনাটেন বলেছেন: আমি দরজা-কপাট লেগে বসে আছি। কিছু শুনছি না।
ওদিকে দেখি মহারাজ কর্তৃক নতুন কাব্য রচিত হয়েছে। গুড় গুড় শব্দ না হতেই বৃষ্টির বান ডাকল। কই যাই...।
৫৫| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫
তারেক ফাহিম বলেছেন: নকিব ভাইর পোষ্টটিতে মন্তব্য করতে গিয়ে আমিও দু বার ছোট ভাইর সামনে লজ্জিত হয়েছি।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
আখেনাটেন বলেছেন: নকিব ভাইর পোষ্টটিতে মন্তব্য করতে গিয়ে আমিও দু বার ছোট ভাইর সামনে লজ্জিত হয়েছি। -- ভাগ্য ভালো যে ছোট ভাইয়ের উপর দিয়ে গেছে। অন্য কারো...। আল্লাহ হেফাজত করুক আপনার জানমালের। আমি এখন ঐ আত্মীয়ের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি।
৫৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১১
কুঁড়ের_বাদশা বলেছেন:
আমার আতা তোতা পাখি বাসা বেধেছে !!
এতো গরম কিসের ?
দার্শনিক কুঁড়ের বাদশা হাজির !!
খাড়ান পোষ্ট পড়িয়া লই ।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
আখেনাটেন বলেছেন: পড়িয়া কি বুঝিলেন দার্শনিক সাব?
চুপচাপ কেন? ব্লগের গরমে সিদ্ধ হইছেন নি আবার?
৫৭| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩
জাহিদ অনিক বলেছেন:
টেম্পারেচার কম বেশি হলে সমস্যা নেই, আদ্রতা ঠিক ঠাক থাকুক। পরিমানমত।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
আখেনাটেন বলেছেন: হা হা হা। হুম; ব্লগের অার্দ্রতা বেশি হলে যে ঘাম ছুটে যায় সংশ্লিষ্ট ব্লগারের তা অনুমেয়।
৫৮| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
মনিরা সুলতানা বলেছেন: ব্লগে যেদিন নিক নিছি এইরাম একটা পোষ্ট দেখেই নাম রেজিস্ট্রেশন করাইছিলাম " আগে কি সুন্দর নাকি সবাই বল্গাইতো থুক্কু ব্লগিং করত,এখন সে দিন নাই" আমি ও ভাবলাম দেখি তো কি এমন করত !!!!
এখন ও ভেবেই যাচ্ছি আগে কি এমন করত !!! তেমন সুদিন কবে আসবে জানলে আমাকে জানাইয়েন।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
আখেনাটেন বলেছেন: আগে কি সুন্দর নাকি সবাই বল্গাইতো থুক্কু ব্লগিং করত,এখন সে দিন নাই" -- এগুলোই তো আমাদের দাদু ব্লগারদের অভিযোগ। আমরা নাতিরাও মাথা পেতে মেনে নেই। হা-হুতাশ করা ছাড়া আর কি করতে পারি? যেহেতু সেসময় ছিলাম না।
তাই মাঝে মাঝে ব্লগের হাওয়া গরম দেখলে ব্লগের দাদুদের কথা স্মরণ করে মনে হয় 'সুদিন বুঝি এল এবার'।
৫৯| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো বলি! এসির শীতল হাওয়াতেও কপালে শ্বেদাশ্রু কেনু
কপালের ঘাম মুছিয়া, আচ্ছা করিয়া বসিয়া, পড়িলাম রসিয়া
পোষ্ট কমেন্ট আহা একছে এক!
গরম হোক আলু পোড়া খাক, লু হাওয়া যেন না বয়!
++++
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
আখেনাটেন বলেছেন: গরম হোক আলু পোড়া খাক, লু হাওয়া যেন না বয়! -- লু থেকে মুক্ত হোক সামু। দূরে গিয়ে মরুক যত নাদান পাবলিকের দল।
আর নকিব ভাইয়ের জন্য সমবেদনা। একটি উপদেশ: নকিব ভাইয়ের পোস্ট পরিবার-পরিজন নিয়ে দেখার আগে সাবধান থাকবেন। সাবধানের মার নেই। একজন ভিকটিমের ফরিয়াদ।
৬০| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন, সময়োপযোগী। ননসেন্সদের উদ্দেশ্যে এমন সেন্সিবল কথা হয়তো উলুবনে মুক্তো ছড়ানোরই নামান্তর হবে, তবুও, কেউ এমন সেন্সিবল কথা বলছে, এটা শুনলেও কিছুটা ভরসা পাই।
যেসব নিক থেকে এসব কুকর্ম করা হয়েছে, এমন কুরুচিপূর্ণ নিক ব্লগে প্রবেশাধিকার পায় কিভাবে সেটাই আমার প্রথম প্রশ্ন। সে কী বললো বা কী করলো সেটা পরের কথা। এসব দেখার কি কেউই নেই?
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮
আখেনাটেন বলেছেন: যেসব নিক থেকে এসব কুকর্ম করা হয়েছে, এমন কুরুচিপূর্ণ নিক ব্লগে প্রবেশাধিকার পায় কিভাবে সেটাই
আমার প্রথম প্রশ্ন। -- এখানে কর্তৃপক্ষের আরো নজরদারী দরকার বলে মনে করি।
কারণ এরকম সুন্দর একটি প্লাটফর্মে ঢুকে বিব্রতকর অবস্থার স্বীকার হোক তা কোনো বিবেকবান ব্লগার বা পাঠকের পক্ষেই মেনে নেওয়া কঠিন।
আপনার এই মূল্যবান মন্তব্য কর্তৃপক্ষের সুনজরে আসুক এই কামনা প্রিয় ব্লগার।
৬১| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৬
কালীদাস বলেছেন: নকিব সাহেবের উপরে গেরিলা হামলার ধরণ দেখে টাসকি খেয়েছিলাম। তবে হামলার ধরণ বলে পারসোনাল কনফ্লিক্ট, আশা করি মিটমাট হয়েছে সমস্যা। একটু আগে নকিবের একটা পোস্টে কমেন্ট করেছি, জিজ্ঞেস করতে মনে ছিল না তখন। পরেরগুলো জানিনা কি হয়েছে, গেল সপ্তাহের পোস্ট আরও ঘাটাতে হবে মনে হচ্ছে। নরাধমের পোস্টে মনে হয় কমেন্ট করেছিলাম। নরাধম এককালে বেশ লজিকাল পোস্ট লিখতেন, সুপরিচিত ছিলেন ব্লগে, এবার ফেরার পর সামান্য পরিবর্তন দেখছি ওনার লেখায়। এবং সবার সাথে ডিসটেন্স তৈরি হওয়ায় ওনার বিহেভ খানিকটা রুড মনে হতে পারে।
আপনার খবর কি? আছেন কেমন?
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১
আখেনাটেন বলেছেন: গেরিলা হামলা -- হা হা হা; এই চোরাগুপ্তা হামলায় ব্লগের সাধারণ ব্লগারদের অবস্থা কাহিল ছিল কয়দিন। নকিব ভাইয়ের অপানেন্ট এই হামলায় মনে হচ্ছিল ডক্টরেট করা। নিঁখুত নিশানা। স্প্লিন্টারের অাঘাত আমরাও ঘরে বসে পেয়েছিলুম।
নরাধম এককালে বেশ লজিকাল পোস্ট লিখতেন, সুপরিচিত ছিলেন ব্লগে, এবার ফেরার পর সামান্য পরিবর্তন দেখছি ওনার লেখায়। এবং সবার সাথে ডিসটেন্স তৈরি হওয়ায় ওনার বিহেভ খানিকটা রুড মনে হতে পারে। -- হুম; নিজের মতের বিপক্ষে কিছু গেলে লজিক্যাল দিকটি ভুলে গিয়ে কিছুটা অ্যারাগন্ট বিহেভ করতে দেখলাম কিছু মন্তব্যে। যার জন্য বিতর্কে যাওয়া থেকে বিরত থেকেছি। উনার টেম্পারমেন্ট নিয়ে উনি নিজেও দেখলাম অনুতপ্ত একটি মন্তব্যে। গালি দিয়ে উইথড্র করাও এই দিকটি তুলে ধরে। এগুলো বিবেচনা করলে ব্লগার হিসেবে ভালো বলা যায়। বদ লোকেরা নিজের ভুল স্বীকার করে না।
ভালো আছি; কয়েকজন সমমনা মিলে উইকেন্ডে বস্তির শিশুদের জন্য ম্যাথ-বিজ্ঞান ও ইংরেজি শিক্ষাদানের জন্য পিচ্চি একটি প্রজেক্ট প্রক্রিয়াধীন রয়েছে। দেখি বাপ-দাদার রেখে যাওয়া পথে নিজের খেয়ে বনের মোষ কতটুকু তাড়ানো যায়?
আমাদের ব্লগার চাঁদগাজী কাহুর 'সম্পদহীনদের শিক্ষায় সম্পদ' ধারণায় উদ্বুদ্ধ।
৬২| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪
নতুন নকিব বলেছেন:
একটু দেরিতে মন্তব্যে আসায় দু:খিত। কিছুটা ঝক্কি-ঝামেলার ভেতর দিয়ে যাচ্ছি। পোস্ট এবং সবগুলো মন্তব্য প্রতিমন্তব্য মনযোগ দিয়ে দেখলাম। সকলকে ধন্যবাদ। বিশেষ করে ভাই আখেনাটেনকে আন্তরিক মোবারকবাদ জানা্চ্ছি তার এরকম একটি পোস্টের জন্য।
আমার মত ক্ষুদ্রকে এই পোস্টে অনেকেই দেখেছি, আন্তরিকতার সাথে স্মরন করেছেন। সাম্প্রতিক আমার ব্লগে যে অত্যাচার, অবিচারের সয়লাব ঘটেছে, ফ্লাডিং হয়েছে, এর জন্য ভুক্তভোগী শুধু আমি একাই নই। অন্য অনেককেও এরজন্য সাফার করতে হয়েছে। অনেকেই নিজের স্বজন-প্রিয়জনের কাছে লজ্জিত হয়েছেন জেনেছি, তাদের সকলের প্রতি ব্যক্তিগতভাবে আমি ক্ষমাপ্রার্থী। আমার প্রতি আন্তরিকতায় সকলের জন্য শুভকামনা অন্তহীন।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯
আখেনাটেন বলেছেন: মডু ও আপনি দুজনেই 'হালকা গুমে' যাওয়াতেই প্রতিপক্ষ ২০ নাইট্রো টলুইন টনের গ্রেনেড হামলাটা চালিয়ে সবাইকে কুপোকাত করে ফেলেছিল।
যাক এখন পরিবেশ শান্ত। নকিব ভাই আপনিও সাবধানে থাকবেন। পোস্ট করে হারিয়ে যাবেন না। এই মোক্ষম সুযোগেই বোমাটা মারছে।
*কিছু মনে করবেন না। ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে আপনাকে আর একটু সহনশীল হতে হবে। এটা মনে করা বোকামী হবে যে আমার বা আপনার মতামত সকলের কাছেই একইভাবে গ্রহণযোগ্য হবে। তাই...।
শুভকামনা নিরন্তর। ভালো থাকুন। আমাদের মতো পাপিষ্টদের জন্যও একটু দোয়া রাখবেন।
৬৩| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯
ইব্রাহীম আই কে বলেছেন: পোষ্টা পড়ে আমিও কিছু উষ্ণতা নিলাম
২৬ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪৫
আখেনাটেন বলেছেন: হা হা হা;
আপনার মন্তব্যের দেখছি উত্তর দেওয়া হয় নি অনেকদিন।
*এদিকে আজকে ব্লগে তো মনে হচ্ছে বোমা হামলা শুরু হয়েছে। আক্রমন, পাল্টা-আক্রমনে দিশাহারা অবস্থা। পাশ দিয়ে যাচ্ছিলুম। বোমারু বিমান দেখে ডর পেয়ে পালিয়ে বাঁচলুম।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭
আমপাবলিক বলেছেন: খুব ভাল লাগলো আপনার শেষের কথাগুলি । এমনটাই তো হওয়া উচিত।