![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর তথ্যলিপ্সা আমার প্রবল। পছন্দ করি পড়তে এবং লিখতে।বন্ধুদের খুব ভালবাসি, প্রানের চেয়েও বেশি। হালকা হাস্যরস আমার পছন্দ। আমার বিশ্বাস আমার সঙ্গিরা আমার সঙ্গ খুব পছন্দ করে।
অন্ধকারে বসত গড়ি
সবই আছে তবু কতটুকুই দেখি
তবুও যেন সবই পাই
মনের গহীন অন্ধকারে।
আলোর ফুলঝুড়িতে,
জীবনের অস্তাচলে
ডুবতে যাওয়া সুর্য্যের লাল আলোয়,
দাঁড়িয়ে থাকা গ্রাম্য স্মার্ট মেয়েটি
তাকিয়ে আছে আমার দিকে
একচিলতে হাসি, আর বুকভরা ভালবাসায়
আবেশী আমায় ডুবিয়ে দেয়
সূ্র্য্য ডোবার অনেক আগেই।।
তার ওই খোলাচুলে যদি মুখ গুজতে পারতাম,
শুষে নিতাম নাক দিয়ে সমস্ত সুঘ্রাণ
বুক ভরে উঠত ভালোবাসার রসে
ফুলে ফেঁপে বেলুন যেন,
রঙিন ফানুস।
আমার প্রেম, আমার ভালবাসা
উড়েচলা পাখির ঝাঁকে সুর্য্যদয়ের লালিমা।।
০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৭
মুহাম্মদ ফয়সল বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মোটামুটি লাগল। বেশকিছু টাইপো আছে। ঠিক করে নিন।