![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবস্থান মৌনতায়,.....
১) মেয়েদের টিপ পড়া কেন ইসলামে নিষেধ ??
২) জামাতের সহিত নামাজ পরার সময় লাইন কিভাবে হবে?? ইমাম বরাবর হয়ে আগে ডান দিক থেকে না ডানদিক থেকে বাঁদিক হয়ে??
৩) জাইনামাজে কি কাবা শরীফের ছবি থাকলে গুনাহ হবে?
৪) অনেকেই বরষার সময় কাদাযুক্ত জুতো নিএ মসজিদে প্রবেশ করেন, এতে গুনাহ হবে কি??
৫) সিজদাহ বরাবর সামনে নিচে বা উপরে জুতা রাখলে সমস্যা হবে??
দয়া করে সাহায্য করুন। না পারলে ধন্যবাদ, কিন্তু ভূল উত্তর দিবেন না। প্লিজ।
২১ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৩
আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) বলেছেন: ধন্যবাদ ।
২| ২০ শে জুন, ২০১৫ রাত ১১:৫৯
িবষন্নতা বলেছেন: 100 te 100. Apnake A+ Dea holo.
২১ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৩
আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) বলেছেন:
৩| ২১ শে জুন, ২০১৫ রাত ১:১৯
কলাবাগান১ বলেছেন: বিধর্মীর আবিস্কার কম্পিউটার/ওষুধ এগুলো ব্যবহার করা হারাম না???
২১ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৬
আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) বলেছেন: আমার তা মনে হয়না, কেননা আমরা সবাই জানি আগে মানুষ পরে ধর্ম । তারা ত এটা মানুষের উপকারের জন্য করেছে, আর এসব ব্যবহারে ভালও হয়(অবশ্য এটা নির্ভর করে ব্যবহার কারীর উপর) ।
৪| ২১ শে জুন, ২০১৫ সকাল ৯:২৩
মো কবির বলেছেন: আগে মানুষ পরে ধর্ম এটা কেমন কথা ?? ধর্ম মানলে ধর্মই আপনাকে শেখাবে মানুষের সাথে কেমন আচরণ করতে হবে।
১। আল্লাহ তাআলা বলেন: “আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে। অতঃপর তাকে পৌঁছিয়ে দাও তার নিরাপদ স্থানে।”[সূরা তওবা, আয়াত: ৬]
২। মুসলমান বিশ্বাস করবে যে, কোন অমুসলিমের উপর কোন প্রকার জুলুম করা নাজায়েয। অতএব কোন অমুসলিমের উপর শারীরিকভাবে আক্রমণ করবে না, ভয় প্রদর্শন করবে না, তার সম্পদ চুরি বা আত্মসাৎ করবে না, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করবে না। তার রাখা আমানতকে অস্বীকার করবে না। তার মজুরি থেকে তাকে বঞ্চিত করবে না। তার কাছ থেকে কোন কিছু খরিদ করলে মূল্য পরিশোধ করবে। যৌথভাবে ব্যবসা করলে ব্যবসার লাভ প্রদান করবে।
৩। মুসলমান বিশ্বাস করবে যে, সে যদি কোন অমুসলমান প্রতিপক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হয় তাহলে তাকে চুক্তির প্রতি সম্মান দেখাতে হবে। যদি কোন অমুসলমান মুসলমানদের পেশকৃত শর্তসমূহ মানতে একমত হয়ে মুসলিম দেশে প্রবেশের অনুমতি (ভিসা) গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত সে অমুসলিম চুক্তির শর্তাবলী মেনে চলে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য শর্তভঙ্গ করা, গাদ্দারি করা, চুরি করা, হত্যা করা অথবা বিধ্বংসী কোন কাজ করা নাজায়েয।
৪। মুসলমান বিশ্বাস করবে যে, শান্তিচুক্তিতে আবদ্ধ অমুসলিমের সাথে ভাল ব্যবহার করা, আর্থিক সাহায্য করা, ক্ষুধার্ত হলে খাওয়ানো, বিপদে পড়লে ঋণ দেয়া, বৈধ বিষয়ে তার পক্ষে সুপারিশ করা, কোমল ভাষায় কথা বলা, সালামের জবাব দেয়া ইত্যাদি জায়েয। আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন: “দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালবাসেন।”।[সূরা মুমতাহিনা, আয়াত: ৮]
এ ছাড়াও আরো অসংখ্য আয়াত এবং হাদিস দিয়ে বলা যায়। উপরোক্ত কথাটি ভুল।
৫| ২১ শে জুন, ২০১৫ সকাল ৯:৪০
নীল আকাশ ২০১৪ বলেছেন: কলাবাগান১ বলেছেন: বিধর্মীর আবিস্কার কম্পিউটার/ওষুধ এগুলো ব্যবহার করা হারাম না??
ঊত্তরঃ রাসূল (স) বিধর্মীদের আবিষ্কার করা তরবারী ও অন্যান্য অস্ত্র দিয়ে যুদ্ধ করেছেন - বিধর্মীদের তৈরি কাপড় পড়েছেন, বিধরমীদের উতপাদন করা খাবার খেয়েছেন। তাই বিধর্মীদের আবিষ্কৃত বা উৎপাদিত কোন জিনিস ব্যবহার করা অবশ্যই হারাম নয়। যেটা হারাম, সেটা হল বিধর্মী সংস্কৃতির অনুকরণ বা অনুসরণ, যেমন টিপ, সিঁদুর, ধুতি, পৈতা, টিকি, ক্রুশ, রুদ্রাক্ষের মালা, উৎসবের মেলা - সেগুলো যদি মুসলিম কর্তৃক উৎপাদিত হয়, তবুও তা হারাম।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ রাত ১১:৩৪
এন জে শাওন বলেছেন: ১)ইসলাম এটিকে নিষেধ করেছে। আর এটা বিধর্মীদদের ধর্মীয় কাজ থেকে আগত তাই আলেম-ওলামা রা এটা নিষেধ করেছেন। কারন ইসলামে বিজাতীয় দের ধর্মীয় সংস্কার পালন করা নিষেধ।
২) প্রথমে চেস্টা করবে দুই দিক ভারসাম্য রাখতে যেন দুই দিকে প্রায় সমান হয়,,১ জন বেশি হলে সে ডান দিকে দাড়ালে উত্তম।
৩)না,তবে কাবা শরীফের সাথে মানুষের ছবিও থাকলে গুনাহ হবে,,,, আর কাবা শরীফ এর ছবি পায়ের দিকে দিলে সমস্যা। তাছাড়া ছবির জন্য যদি নামাযে আপনার মনযোগ নস্ট হয় তাইলে ছবি ব্যাতিত জায়নামাজ ঈ উত্তম।
৪) কেউ যদি ভুল করে নিয়ে যায় তাইলে আলাদা কথা কিন্ত এটা অনুচিত, এতে মসজিদের পবিত্রতা নস্ট হয় এবং অন্য মুসুল্লি কস্ট পায় যার কারনে তার গুনাহ হবে।
৫) সঠিক কোন সমস্যার কথা উল্লেখ নাই, তবে এটা বেয়াদবি এর শামিল,,জুতা মাথার সামনে রেখে বা জুতার মাথার উপরে দিয়ে সেজদা করাটা বিবেকে বাধা দিবে।