নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত পথিক

প্রগতি বিশ্বাস

প্রগতি বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

সাকিবের কোয়ান্টাম সুপারপজিশন

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭



সাকিব আল হাসানকে আমরা ‘কোয়ান্টাম সুপারপজিশন’-এ থাকা একজন মানব হিসেবে বিবেচনা করতে পারি, যিনি তাঁর ক্রিকেটীয় পারফরম্যান্স দিয়ে সবসময় নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে ‘সুপার পজিশন’-এ স্থাপন করেছেন। ক্রিকেটার সাকিবের বাইরের জীবনেও আমরা তাকে নানা বিতর্কে জড়াতে দেখেছি। মানুষ হিসেবে সেই বিতর্কিত কারণগুলোতে আমি হয়তো আপনাদের মতো তাঁকে অপছন্দ করি।





তবে, সেই কারও পছন্দের ও কারও অপছন্দের সাকিব গত ৫ আগস্ট ২০২৪ তারিখে ‘সুপার হিউম্যান’ হিসেবে ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। কারণ তিনি একই দিনে একদিকে যেমন রুবেল নামের একজন পোষাক শ্রমিক হত্যার সাথে জড়িত ছিলেন, তেমনি আবার অন্যদিকে ঐ একই দিনে যুক্তরাষ্ট্রের একটি ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন! এটা ছাত্রদের দোয়া ইউনুস কোন ভাবেই সম্ভব নয়!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৮

বাউন্ডেলে বলেছেন: ভালো। নিরাপদ লেখা। এ জন্য আপনাকে ওভার ব্রিজে সমন্বয়ক নরপশুরা ঝোলাবে না।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫১

প্রগতি বিশ্বাস বলেছেন: স্বাধীনতা চাই

২| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৬

ধুলো মেঘ বলেছেন: সাকিব আলা হাসানের অনেক গুণ আছে। কেবলমাত্র নৈতিকতা বলে কিছু নেই। এজন্য আওয়ামী লীগই তার জন্য উপযুক্ত দল।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫১

প্রগতি বিশ্বাস বলেছেন: আপনার সাথে একমত, তবে..তার সাথে সঠিক আচরণ করা হচ্চে না।

৩| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৬

নতুন বলেছেন: অতি উতসাহি কাজ এই সকল মামলা। হয়তো সাকিবকে ঝামেলায় ফেলতে চায় অথবা জনপ্রিয়তা পেতেই এই মামলা।

সরকারের উচিত এমন যারা করছে তাদের সতর্ক করা। এটা সরকারকেই বির্তকিত করতেই করা হচ্ছে।

আর যারা এখন বেশি দোয়া ইউনুস পাঠ করছেন তাদের বোঝা উচিত এই সব মামলা সরকারী নির্দেশে হচ্ছেনা।

কিছু অতি উতসাহি গাধা এই সব কাজ করছে। গতকাল বিচারপতি মানিকের উপরে হামলা করেছে বিএনপি পন্হিরা, এদের চাপকানো দরকার। X((

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫২

প্রগতি বিশ্বাস বলেছেন: চাওয়া পাওয়া কোন ভাবেই আমরা মেলাতে পারছি না।

৪| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২০

পাইকার ১.১.২ বলেছেন: @বাউন্ডুলে, ভালো। নিরাপদ মন্তব্য। এজন্য আপনাকে পায়ে গুলি করে রাস্তায় ফেলে লীগের সন্ত্রাসীরা জবাই করবে না।

# সিরাজগঞ্জ শহর, বড়পুল।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৩

প্রগতি বিশ্বাস বলেছেন: শান্তি শান্তি শান্তি!!!!

৫| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩

ইমরান৯২ বলেছেন: তবে আমার মনে হয় খেলা টা যদি বাদ দেই , মানুষ হিসেবে সাকিবের মত বেয়াদব কুলাঙ্গার এদেশের আরেকটা না ।
সেরা অলরাউন্ডার হইছে বলে তার ব্যবহার , ভাব এমন কেন হবে ?

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৪

প্রগতি বিশ্বাস বলেছেন: কথা সত্য, তাই বলে????

৬| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪২

অস্বাধীন মানুষ বলেছেন: সাকিবেরা হলো এদেশের কুলাঙ্গার। এদের চটি দিয়ে চাপড়ানো দরকার।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৪

প্রগতি বিশ্বাস বলেছেন: তারপর------------?

৭| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

নতুন বলেছেন: সাকিব আল হাসানকে আমরা ‘কোয়ান্টাম সুপারপজিশন’-এ থাকা একজন মানব হিসেবে বিবেচনা করতে পারি, যিনি তাঁর ক্রিকেটীয় পারফরম্যান্স দিয়ে সবসময় নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে ‘সুপার পজিশন’-এ স্থাপন করেছেন।

উনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেলে আয়ামীলীগে খেলতে যোগ দিয়েছিলেন।

খেলা শুরু করে তিনি আয়ামীলীগের হত্যাকান্ডের সাথে কোয়ান্টাম যোগ স্থাপন করে নিজেকে জাতীর হৃদয়ের সুপার পজিশনে স্থাপন করেছন।

উনি মানুষ হত্যা দেখে প্রতিবাদ করতে পারতো, পদত্যাগ করতে পারতো। তিনি বার সুপার ক্ষতি হবে বলে সেটা না করে বিদেশে ঘুরে বেড়িয়েছেন। তিনি অবশ্যই সুপার কোয়ান্টাম ম্যান।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫

প্রগতি বিশ্বাস বলেছেন: হাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁ!!!!!!!!!

৮| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১২

আলামিন১০৪ বলেছেন: ভাইজান কি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের ছাত্র? এ বিষয়ের ডিইউ এর এক প্রফেসর আমার বন্ধু কিন্তু তাঁহার রাশিভারি লুক দেখে ছাত্ররা প্রশ্ন করার সাহস পায় না। এ দেশের অনেক শিক্ষক বোধ করি গোমড়া মুখের আড়ালে নিজেদের ব্যর্থতাকে(ছাত্রদের বুঝাতে পারেনা কিংবা নিজেদেরই কনসেপ্ট ক্লিয়ার না) লুকিয়ে রাখেন। সরি আপনার লিখার সাবজেক্ট দেখে অন্য প্রসঙ্গে মন্তব্য করলাম।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫

প্রগতি বিশ্বাস বলেছেন: স্বাধীনতা উৎযাপন করুন।

৯| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৬

কামাল১৮ বলেছেন: আপনি মুক্ত পথিক আর আমি মুক্ত চিন্তক বলে নিজেকে দাবি করি।অন্তত চেষ্টা করি।

১০| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৮

কামাল১৮ বলেছেন: প্রগতিই মুক্তির পথ।

১১| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: হত্যায় সম্পৃক্ততা না থাকলে খালাস পাবে। মোবাইলের যুগ হওয়ায় দূরে থেকেও হত্যায় সম্পৃক্ত হওয়া যায়। এ বিষয়ে মামলার এজাহারে কি লেখা আছে সেটা জানলে বুঝা যেত আসামী কেন করা হয়েছে?

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫২

প্রগতি বিশ্বাস বলেছেন: প্রশ্ন আরও আছে.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.