![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমুসলিমরা কোরানকে মানব রচিত বলে মনে করেন।
ধরুন আপনি নিজেই কোরান রচয়িতা। আপনি সেখানে নিশ্চয়ই স্ববিরোধী বক্তব্য দেখতে চাইবেন না। কিন্তু কোরান রচয়িতা বলছেন, আপনার সমস্ত কাজকর্ম পূর্ব নির্ধারিত। অদৃষ্টের বাইরে আপনি কিছুই করতে সক্ষম নন। আবার তিনি মন্দ কাজের জন্য আমাদের দায়ী করছেন। অর্থাৎ একদিকে বলছেন, আমাদের "ফ্রী উইল" আছে, অন্য দিকে অদৃষ্টবাদেরও দীক্ষা দিচ্ছেন।
অবিশ্বাসীরা যাকে কোরানের রচয়িতা মনে করেন তাঁর মুখেই শুনুন,
"তোমরা অদৃষ্ট নিয়ে তর্কে লিপ্ত হইয়ো না। অদৃষ্ট নিয়ে বাদানুবাদে পূর্বের বহু জাতি পথভ্রষ্ট হয়েছে" (যত দূর মনে পরে অর্থ টা এইরকমই)।
অবিশ্বাসী বন্ধুগন, একটু মাথা খাটান।
©somewhere in net ltd.