![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গগা-মগা শব্দটা জুতসই হল না, বাংলা স্ল্যাং এর মত শোনাচ্ছে। গগা-মগা বা গগ-মেগগ (Gog-Magog) এর আরবি নাম ইয়াজুজ-মাজুজ। আব্রাহামিক ধর্মগ্রন্থগুলোর প্রত্যেকটিতেই এই জাতির উল্লেখ আছে। পবিত্র কোরানে বলা হয়েছে, এরা পঙ্গপালের (অগনিত সংখ্যক) মত অন্যদের উপর ঝাঁপিয়ে পড়বে ।(21:96) আর বাইবেলে আছে, "...... the nations in the four corners of the Earth—Gog and Magog—...... In number they are like the sand on the seashore."(Revelation 20:7-10) এখন কেউ যদি মনে করে থাকেন যে এই অগনিত সংখ্যক মানুষ পৃথিবীর কোনও কোনায় আটকা পরে আছে তাহলে সেটা অবিশ্বাস্য মনে হতে পারে।
আমেরিকার ফ্লোরিডা উপকুলের নিকটবর্তী আটলান্টিক মহাসাগরে Bermuda Triangle নামক একটা এলাকা আছে যেখানে বেশ কতক জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গেছে বলে ধারনা করা হয়। কারন, এখন পর্যন্ত হারিয়ে যাওয়া কোনও জাহাজ বা বিমানের কোনও ধ্বংসাবশেষ কিংবা কারো মৃতদেহ কখনো পাওয়া যায়নি। তাহলে কি এরা ইয়াজুজ মাজুজের আস্তানায় ঢুকে পড়েছিল?
ইদানীং, স্ট্রিং থিওরি বলে একটা তত্ত্বে আরও অনেক ডাইমেনশনের কথা বলা হচ্ছে। আর সেটা সত্য হলে, দুই এ দুই এ চার মেলানো কঠিন কিছু নয়।
©somewhere in net ltd.