নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনিতে পারি নাই্। চিনিতে পারিলে বলিব।

আলামিন১০৪

আলামিন

আলামিন১০৪ › বিস্তারিত পোস্টঃ

কবরের আযাবঃ একটি প্রস্তাবনা

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

ঘটনা-১ঃ ২৪ তম বি সি এস এর ভাইভা চলছে, একজন দাড়ি-টুপিধারী পরীক্ষার্থী ভিতরে ঢুকল। লম্বা সালাম দিয়ে অনুমতি নিয়ে বসল। তার পোশাক-আশাকে ভাইভা বোর্ডের একজন সদস্য মনে হলো কিছুটা বিরক্ত। তিনিই পরীক্ষার্থীকে প্রথম প্রশ্নটি ছুড়ে দিলেন। আচ্ছা ধরেন আমাকে যদি আগুনে পুড়ে ছাই করে দেয়া হয় তাহলে কিভাবে আমার কবর-আযাব হবে?


ঘটনা-২ঃ ২০১৫ সালের মে মাসের কোন এক দিন। ঘটনাস্থল, ঢাকার অদূরে ধামরাই এর কালামপুর এর একটি কবরস্থান। একটি পাখির ডাক শোনার জন্য হাজার মানুষের জমায়েত। পাখিটি খুব সম্ভবত ফিঙে। সে থেমে থেমে বলছিল..আল্লাহ বাঁচাও, মা বাঁচাও.. ।

উপরের ঘটনা রাসুল (সঃ) এর কথাই মনে করিয়ে দেয় যে, কবরের আযাব মানুষ এবং জিন ছাড়া সকল প্রাণী শুনতে পায়। মহানবী (সা.) আরো ইরশাদ করেছেন, যদি এই ভয় না থাকত যে তোমরা মৃতকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, যাতে তিনি কবরের যে আজাব আমি শুনতে পাই, তা যেন তোমাদের শুনিয়ে দেন। (মুসলিম, হাদিস : ৭৩৯২)


প্রস্তাবনাঃ আপনি যদি এর পরও অবিশ্বাস করেন তাহলে একটি ময়না পাখি সংগ্রহ করে পরীক্ষাটি নিজেই করুন। একজন পাপিষ্ঠের নতুন কবরের পাশে সেটা খাঁচা সমেত কিছু দিন রাখেন। মনে হয় আল্লাহ আপনাকে নিরাশ করবেন না।

পুনশ্চঃ রিচার্ড ক্যাশের সাক্ষাতকার প্রথম আলো থেকে নেওয়া “তাহলে শোনাই, ঢাকায় থাকার প্রথম রাতের গল্প। ঘরের দরজা–জানালা লাগিয়ে রাতে শুয়েছি। হঠাৎ শুনি কে যেন কাশছে! কেশে, গলা পরিষ্কার করে, থুতুও ফেলছে। আমি তো প্রথমে ভয়ে শেষ। পরে সাহস করে ঘরের আলো জ্বালানোর পর দেখলাম ঘরে কেউ নেই—একমাত্র বাড়িওয়ালার রেখে যাওয়া পোষা ময়না পাখিটা ছাড়া। আমাকে তখন অবাক করে দিয়ে ময়না পাখিটাই অবিকল মানুষের মতো করে কেশে, গলা পরিষ্কার করে, থুতু ফেলার শব্দ করল। পরে জেনেছিলাম, আগের ভাড়াটের কাছে শিখেছে। আমি অবশ্য সেই পাখিটিকে রাখিনি। কে আর সারা দিন কাজের শেষে বাসায় এসে পাখির কাশি শুনতে চায় বলো?” শেষ প্যারা দ্রষ্টব্য
সূত্র (Click This Link

http://chandpur-kantho.com/sahitto/2015/05/20/3007)


ইউটিউব লিঙ্কের ভিডিও সরিয়ে ফেলা হয়েছে...(https://www.youtube.com/watch?v=a9EbCgMDpXg)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: মহান প্রভুর লীলাখেলা বুঝা মানূষের কর্ম নয়।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


৪ বছর ৭ মাসে ১২টি পোষ্ট করেছেন, কেহ মন্তব্য করেননি; আমি ১ম মন্তব্য করলাম, ভালো থাক্বেন।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

আলামিন১০৪ বলেছেন: আমি কারো মস্তব্যের আশায় লিখি না। ধন্যবাদ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


দেখা যাচ্ছে, আমার আগে রাজীব নুর মন্তব্য করে ফেলেছেন, ভালো। এরপর থেকে কমপক্ষে রাজীব নুরের মন্তব্য পাবেন।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: আল্লাহ সবাইকে সঠিক বিষয়টা বোঝার তাওফিক দান করুন আমীন।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার মন্তব্য পাবেন না। কারণ, আমি ধর্মীয় পোস্টে মন্তব্য করি না।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: পানিতে ডুবে মরলে কবরের আযাব থেকে বাঁচা যাবে?

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

মাহের ইসলাম বলেছেন: আল্লাহ্‌ আমাদের সকলকে বিতাড়িত শয়তানের অনিষ্ট হতে হেফাজত করুন।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: কবরের আযাব থেকে মুক্তির উপায় আমার জানা আছে।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

শের শায়রী বলেছেন: আপনার পোষ্টটি ২২৫ বার পঠিত হয়েছে। ভালো। এই ২২৬ নাম্বারের বলদ হলাম আমি। আপনার লিঙ্কে যেয়ে ঐ পাখির মা বাচাও না বাবা বাচাও কি বলছে শুনে অশেষ নেকী হাসিল করছি।

প্রস্তাবনায় আপনি লেখছেন এক পাপিষ্ঠের কবরের পাশে ময়না (কেন টিয়া বা কাউয়া রাখলে সমস্যা যদি ফিঙে পাখি মাগো বাবাগো বাচাও বলতে পারে) রাখলে সেটাও চিক্কুর দিয়া উঠবে। আমি এটা করতে চাই কিন্তু সমস্যা হল আমি সেভাবে কোণ পাপিষ্ঠ চিনি না। আপনার চেনাজানা পাপিষ্ঠ কয় জন আছে? তাদের মাঝে কি কারো মরার চান্স আছে? থাকলে মেহেরবানি করে একটা পোষ্ট দেবেন, অবশ্য ই ময়না হোক আর লাভ বার্ড হোক একটা কিছু নিয়া হাজির হব। তবে সে সময় আপনাকেও আমার সাথে থাকতে হবে কারন আমার ভীষন ভয় ভুত পেত্নির। যদি কোন মতে ধরেন আপনার ভাষ্য মতে ময়না ( এক্ষেত্রে আমি মনে করি বক বা কাউয়া যা কিনা এ্যাভেলেবেল তাতেও কাজ হবার কথা কারন অই ফিঙা চিক্কুর দিতাছিল) চিক্কুর মিক্কুর দিয়া ওঠে আমিও চিক্কুর দিয়া বেহুশ অইয়া যাইতে পারি ভয়ে। এই কারনে।

যাক দো জাহানের নেকী হাসিল করার আমল দেয়ায় আপনাকে যাজাক্কালাহ খায়রুন

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৪

আলামিন১০৪ বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে, ”ইসব ইডিট করা যায়”.., view this link

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

শের শায়রী বলেছেন: অবস্থা দেখেন ইউ টিউব ও চিক্কুর সইতে পারে নাই ফিঙ্গা পাখির। সরাইয়া ফালাইছে। ভাই আমি আপনারে অনুসরনে নিলাম। আপনি যাই পোষ্ট দেবেন আমি দেখতে পারব।

দয়া কইরা এক্টু ঘন ঘন পোষ্ট দিলে আমাদের নেকী কামাইতে সুবিধা হয়।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.