নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনিতে পারি নাই্। চিনিতে পারিলে বলিব।

আলামিন১০৪

আলামিন

আলামিন১০৪ › বিস্তারিত পোস্টঃ

উইন-উইন ‍সিচুয়েশনঃ প্রেক্ষাপট গাজা

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:৩৯



প্যালেস্টাইনের বর্তমান যুদ্ধাবস্থার্ একটা ওয়ে আউট আছে, উইন-উইন ‍সিচুয়েশন-
জানেন তো, সিআইএর তৈরী আইএস এর উদ্দে্শ্য ছিল চরমপন্থী মুসলিমদের মিথ্যা প্রচারণায় এক স্থানে জড় করা এবং সবশেষে খতম করা- এ উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে চরমপন্থী বোকাদের এজেন্ট কর্তৃক রিক্রুট করে বিনা বাধায় মুসলিম প্রধান দেশসহ অন্যান্য দেশের ভিতর দিয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছে দিত এবং তথাকথিত ইসলামিক স্টেট নামক বুবি ট্র্যাপে পা বাড়াত। এ উদ্দেশ্যে প্রথম দিকে বিভিন্ন বাহিনীর পরাজয়ের নাটক মঞ্চস্থ করে তাদের অস্ত্র দিয়ে সাহায্য করত আর তা বিবিসি সিএনএন কর্তৃক প্রচার করত যাতে করে আরো বেশি বেশি চরমপন্থী উৎসাহিত হয়ে আইএস এ যোগ দেয়। মজার ব্যাপার হচ্ছে, এ প্লান এর অংশীদার ছিল সৌদী আরব-ইরাকসহ আরো বেশ কয়েকটি মুসলিম দেশ। এরা সম্ভবত চিন্তা করেছিল, পরিক্ষা করে দেখা যাক না, আল্লাহর সাহায্য আইএস এর জন্য আসে কিনা


এরকম একটা সুযোগ কি আমেরিকা আবারো দিবে? পবিত্র ভূমি জেরুজালেমে..উইন-উইন গেম? মিলিয়ন মিলিয়ন মুসলিম যোদ্ধাকে এক জায়গায় এনে খুন করার এই সুযোগ কি নেবে? এত বড় সুযোগ আর আসবে না। সৌদি-ইরাক-ইরানও প্রক্সি খেলতে পারবে, আরেকটি এক্সপেরিমেন্টও হবে, কী বলেন? আর দুনিয়াদারি আরব আমিরাত কাতারীরা তাঁদের গোঁড়াদের বিদায় দিতে পারে। সব দিক দিয়েই লাভ..

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি হচ্ছেন ইসলামিক স্কলার, সিআইএর সব প্ল্যান বুঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, ইহা ১টি বড় ধরণের রহমত; আপনি গাজাকে রক্ষা করেন!

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি গাজার নিকটে অবস্হান করে, গাজাবাসী নির্দেশ দেন; আমাদের দেশ থেকে ১ জন ইডিয়ট কমুক।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৪৬

আলামিন১০৪ বলেছেন: দস্তভয়েস্কির “ইডিয়ট” পড়েছেন? আমার প্রিয় একটা চরিত্র

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:



সব ইডিয়ট ব্লগারেরা আমার প্রিয় বুদ্ধিজীবি।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০৩

কামাল১৮ বলেছেন: মুসলিমরা বোকা হবার কারন হলো তাদের ধর্ম গ্রন্থ।যেটা পড়ে তারা যুক্তি সহকারে চিন্তা করতে শিখে না।কেবল অন্ধ বিশ্বাসী হয়।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩২

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@মুসলিম বোকা হওয়ার কারণ তাদের এডুকেটেদ করার কাজ কেউ হাতে নেয় নি। মুসলিম দেশের জনগণের সাথে কিভাবে ডিল করতে হয় সেটা শাসকেরা জানতো না ।,

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৫

আলামিন১০৪ বলেছেন: আপনি বুঝি অনেক এডুকেটেড? আর সেজন্যি প্রাথমিকের শিক্ষক হয়ে বাচ্চাদের শিক্ষিত করতে চাচ্ছেন? স্কুলে না পড়িয়ে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন..তা না হলে আপনার শিক্ষার মূল্যায়ন কি করে হবে?

সরকারী কোন এক ডিপার্টমেন্ট এর ৫ম গ্রেডের অফিসার। মাদ্রাসা থেকে পড়াশুনা শেষ করে বুয়েটের পাঠ চুকিয়ে ইউরোপে মাস্টার্স-পিএইচডি করেছেন, তার বিষয়ে কী বলবেন?

তবে কিছু কিছু কুপমন্ডুক তথাকথিত ইসলামী চিন্দাবিদ আছে যারা মনে করে তারাই একমাত্র কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে পেরেছে, বাকিরা গোমরাহ-দোযখী-ব্লা ব্লা ব্লা..এদের কারনে এক শ্রেণীর মুসলিমরা বোকার স্বর্গে বাস করে এমনকি এদের কারনে অনেকে ইসলাম সম্পর্কে ভুল ধারনা পোষণ করে যেমন আপনি..

”এবং যখন তাদেরকে বলা হয়ঃ লোকে যেরূপ বিশ্বাস করেছে তোমরাও তদ্রুপ বিশ্বাস স্থাপন কর, তখন তারা বলেঃ নির্বোধেরা যেরূপ বিশ্বাস করেছে আমরাও কি সেইরূপ বিশ্বাস করব? সাবধান! নিশ্চয়ই তারাই নির্বোধ, কিন্তু তা তারা অবগত নয়।”


৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

নিমো বলেছেন: আইএস মাইএস সব মার্কিন যুক্তরাষ্ট্র পয়দা করেছে, আর আল্লাহ জা-শিকে পয়দা করেছে। মুসলিমরা প্রায় ৬০ টারও বেশি গৃহযুদ্ধ করেছে, সেগুলো সব ইহুদি-নাসারা-কাফের-মালাউন ব্লা ব্লার যড়যন্ত্র!এসব রূপকথার গল্প, ইসলামফোব এখন আর বিকোয় না।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩০

নিমো বলেছেন: @কুতুব, মুসলিমদের কাছে আছে সর্বোচ্চ এডুকেশন ইসলাম, তাদের এডুকেডেট করবে কেমনে? দেশ মুসলিম হয় কেমনে? দেশ মুসলিম হলে শাসকরা কি এলিয়েন হয়?

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৮

সৈয়দ কুতুব বলেছেন: নিমো@মুসলিম দেশে চলছে রাজার শাসন কিংবা মোললা তনরো । একজন creator কখনো আধুনিকতার বিরোধি হতে পারে না । যারা আধুনিকতার বিরোধি এরা নতুন world এ টিকে থাকতে পারবে না ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: আল্লাহও এদের রক্ষা করছে না!!!

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: কেউ যদি নিজে পাগল না হয় তাহলে তাকে জোর করে পাগল বানানো যায়।

@নিমো.... +++++

@ সৈয়দ কুতুব........ হা হা হা হা .........!

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আজকের বিশ্বে কিসের "মুসলিম যোদ্ধা"? ইডিয়ট জংগীরা নিজ দেশের মানুষকে হত্যা করছে।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯

আলামিন১০৪ বলেছেন: ডি্প স্টেটের তৈরী এগুলো...হাদিসে শাসকের অনুগত থাকতে বলা হয়েছে..

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.