![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল ১১টার দিকে মফস্বল শহরের একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম।রেস্টুরেন্ট টা মোটামুটি বড়।সেখানে কয়েকটা টেবিল প্রেমিক প্রেমিকাদের জন্য ছাউনি দেওয়া।আর ঐখানেই চলে প্রেমের নাম অন্যকিছু।আজকেও একটা কাপলের এই লাইভ সিন দেখতে হল।এটা কি প্রেম? নাকি প্রেমের নামে যৌনতা?মেয়েটা স্কুলে পড়ে।ছেলেটা হয়তো অনার্স প্রথম বর্ষ হবে। আমি আর আমার বন্ধু যখন খাচ্ছিলাম তখন সেই ছাউনির ভিতরে হচ্ছিল ভয়ংকর প্রেম।পাশের একটা রুমে কনফারেন্স হচ্ছিল কিন্তু তবুও ছেলে মেয়েটা নিজের লাজ লজ্জা বিসজর্ন দিয়ে প্রেমিকের সাথে হাসছিল।হঠাৎ মেয়েটার ফোন আসে আর মেয়ে সুন্দর করে মিথ্যা বলে তার মার কাছে যে, স্কুলে অনুষ্ঠান আছে,সেও সেখানে । বয়গুলো তাদের অবস্থা দেখে অর্ডার নিতে লজ্জা পাচ্ছিল।আর কি বলব।হয়তো কয়েকদিন পরে মেয়েটা যাবে লিটনের ফ্ল্যাটের মত কোনো জায়গায় আর তারপর সাধারন গল্প।এগুলো আজকের দিনের প্রেম।
©somewhere in net ltd.