নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক-অক্ষর গোমাংস

ক-অক্ষর গোমাংস

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

একজন ক-অক্ষর গোমাংস।

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কিছু ফেসবুক স্ট্যাটাস

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

"কেউ যদি তোমারে ইটা মারে, তবে তুমি তারে ফুল দিয়া ঢিল মারো ।

তবে মনে রাখবা, ফুলের সাথে যেন ফুলের টবটাও থাকে :P"



"ডিঝুস মাইয়া ডিঝুস পোলারে বলতেসে, "তুমি আমারে কতোখানি বালুবাসো?"

- সীমাহীন

ঃ তাইলে তাজমহল বানাইতাসো না ক্যান?

- জমি কেনা হয়া গেসে, অহন তোমার মরনের অপেক্ষায় আছি :D"



"হৃদয়ের সব কথা বলিতে ব্যাকুল!

সব তোমাকে বলতে চাই :D

কিন্তু আমার বিশাল হৃদয়!

সব বলতে গেলে তুমি বোর ফিল করবা,

তাই বলা হচ্ছে না :("



"মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি

দাঁড়াও না একবার ভাই।

মৌমাছি বলে ,' সর,

দেব টেনে এক চড়,

ঘরে কি তোর মা বোন নাই ?:p"



"তোমাকে এখন খুব মিস করছি। খুব মনে পড়ছে তোমাকে। জানি না তোমাকে এই জীবনে পাবো কি না। আমি ফ্রি হলেই তোমাকে খুঁজি।

কারণ তুমি আমার মোবাইল চুরি করেছো।"



"বাস, ট্রেন আর মাইয়া মানুষের পিছনে কখনো ছুটতে যাবি না রে পাগলা। কারণ একটা গেলে আর একটা আসবে :P"



"আমি মোবাইলে খুব কম টাকা রিচার্জ করি এই জন্য পেয়ারটেল থেকে এসএমএস দিসে ''টাকা রিচার্জ করুন, প্রিয়জনের সাথে কথা বলুন''।

উনাদের কেমনে বলি ''ভাই, আমার কোন প্রিয়জন নাই। যদি একটা জোগার কইরা দেন তাইলে নিয়মিত রিচার্জ করমু আর কথা বলমু :p"



"জ্যোতিষী : আপনি নিশ্চিত ১০০ বছর বাঁচবেন।

ভদ্রলোক : যদি এর আগে মরে যাই?

জ্যোতিষী : তাহলে মূল্য ফেরত নিয়ে আমায় জুতোপেটা করবেন :D"



"সহজ কাজসমূহ গভীর মনোযোগ দিয়া সম্পাদন করাও এক ধরনের মেধার অপচয় বলিয়া জ্ঞান করি। আর এই জন্যে আম্মু আমাকে অন্যমনষ্ক ও অলস বলিয়া সম্বোধন করেন। কিন্তু আম্মু ত জানেন না যে , জ্ঞানী লোকেরা একটু অন্যমনষ্ক আর অলসই হইয়া থাকেন :P"





"নীল নবঘনে আষাঢ় গগনে ঠাডা মারা গরম আজ পড়ছেরে

তোরা বাইরে গেলে হিটস্ট্রোকে মরবিরে......

ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে......:("



"সকালে লাইব্রেরিতে গিয়েছিলাম কিছু বই কিনতে। একলোক দোকানিকে বলে, ভাই সাদা ব্ল্যাকবোর্ড হবে? দোকানি বলে ব্ল্যাকবোর্ড আবার সাদা হয় কেম্নে?

শুনে তো আমার ফ্রাণ যায় :D"



"যুবক, এভাবে অসংলগ্ন থেকো না। মুখ ফসকে বেড়িয়ে পড়তে পারে বুকের কাছে যত্ন করে গুছিয়ে রাখা বিচ্ছেদের পাণ্ডুলিপি।"



"মশার রাজ্যে পৃথিবী আতংকময়

কোন রকমে জ্বলতে থাকা কয়েলটাও যেনো এক অশ্লীল কবিতা :/"



ইসসসসস!!!!আমি যদি status হতাম তাহলে হয়ত তুমি like করতে।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা উহু..

ডিজুস মেধার কি কারিশমা!!!!! ;)

খ্রাপ না!! ভাবতে ভালই লাগে ফেবু দিন দিন আপডেটেড হচ্ছে =p~ =p~ =p~ =p~ =p~

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেছেন: @বিদ্রোহী ভৃগু
হুম। যুগের সাথে তাল মেলাচ্ছে।
(ভাই মোবাইল থেকে, তাই রিপ্লাই দিতে পারছি না)

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++++++

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেছেন: @একজন ঘূণপোকা
ধন্য হইয়া গেলাম :)

৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২

বাংলাদেশী দালাল বলেছেন: বেস্ট অফ দা বেস্ট

"ইসসসসস!!!!আমি যদি status হতাম তাহলে হয়ত তুমি like করতে।"

৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

স্বপ্নভাঙ্গা মন বলেছেন: ++++++++++বাংলাদেশী দালাল বলেছেন: বেস্ট অফ দা বেস্ট

"ইসসসসস!!!!আমি যদি status হতাম তাহলে হয়ত তুমি like করতে।"..... .। । । । । । । । আসলেই বেস্ট অফ দা বেস্ট । । । । ।

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেছেন: লাভলু ! ?

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

বোকামানুষ বলেছেন: "কেউ যদি তোমারে ইটা মারে, তবে তুমি তারে ফুল দিয়া ঢিল মারো ।
তবে মনে রাখবা, ফুলের সাথে যেন ফুলের টবটাও থাকে :P

দারুন এগুলো কি আপনার স্ট্যাটাস

+++++

৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেছেন: @বা.দা & স্বপ্ন. মন
ধন্যবাদ নিয়া ছোট হোন :)

৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেছেন: @বোকামানুষ
ধন্যবাদ। হুম,,আমার ফেসবুক বাড়ি ঘুরে আসতে পারেন-
http://www.facebook.com/nestless.dreambird

১০| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মোঃ সবুর আলী বলেছেন: ভালোইতো =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.