![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Founder & CEO, খাঁটি মধু ডটকম । 01869663242
আমি বর্তমান মৌমাছি ও মধু সম্পর্কে একটু স্টাডি করছি এবং অনলাইনে খাঁটি মধু বিক্রির বিজনেস করছি, আলহামদুলিল্লাহ্।
মৌমাছি সম্পর্কে যতই জানছি ততই অবাক হচ্ছি। মৌমাছি সম্পর্কে আল-কুরআন এ সূরা আন-নাহল নামে একটি সুরা আছে!!! এর থেকে আর বিস্ময়ের কি হতে পারে?
আরো বিস্তারিত জানতে আপনারা সূরা আন-নাহল ১৬ নাম্বার সূরা টা পড়ে দেখতে পারেন।
সূরারটির লিংকঃ http://www.alquranbd.com/read.php?q=16
যাইহোক, আমি এখানে অনেক গুল বিস্ময়কর তথ্য এর ভেতর মাত্র ১০ টি বিস্ময়কর তথ্য দিচ্ছি, ইনশাআল্লাহ্ পরবর্তীতে আরো বিস্ময়কর তথ্য নিয়ে পোস্ট করবো।
✎ মৌমাছি সম্পর্কে ১০ টি বিস্ময়কর তথ্য
✔ ৫০০ গ্রাম মধু তৈরী করতে মৌমাছির ২ মিলিয়ন ফুলের দরকার
✔ এবং একই পরিমান মধু তৈরী করতে মৌমাছির ৯০,০০০ কিলোমিটার ভ্রমন করতে হয়
✔ মৌমাছি প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার উড়তে পারে
✔ শ্রমিক মৌমাছি গড়পরতায় তার সারা জীবনে অর্ধেক চা চামচ এর সমপরিমাণ মধু তৈরী করতে পারে
✔ পুরো পৃথিবী একবার ঘুরে আসতে মৌমাছির জন্য ২ চা চামচ মধুই জ্বালানি হিসেবে যথেষ্ট
✔ মধু সংগ্রহের পরিভ্রমনে যে কোনো একটি মৌমাছি ৫০ থেকে ১০০ ফুলে বসে
✔ পৃথিবীতে মধু হল একমাত্র খাদ্য যা কখনো পচে না
✔ উত্তর আমেরিকায় কোনো মৌমাছির অস্তিত্ব ছিল না| আদিবাসীরা মৌমাছি কে 'সাদা মানুষের মাছি' বলত কারণ ঔপনিবেশিকরা প্রথম মৌমাছি আমদানি করেছিল
✔ মৌচাকে গড়ে প্রায় ৬০,০০০ মৌমাছি থাকে
✔ মৌমাছির চারটি পাখা কিন্তু মাছির দুইটি
সৌজন্যেঃ Al-Amin Honey (আল-আমিন মধু)
২৯ শে জুন, ২০১৭ রাত ১১:৪৭
আলামিন হোসেন বিডি বলেছেন: মধু কি তৈরি করা যায় নাকি? চাক থেকে সংগ্রহ করি।
২| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
এবং একই পরিমান মধু তৈরী করতে মৌমাছির ৯০,০০০ কিলোমিটার ভ্রমন করতে হয়
✔ মৌমাছি প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার উড়তে পারে এই তথ্যটুকু একটু দেখে নিলে ভাল হয়
প্রতি মাসে মৌমাছির চাক হতে নতুন মধু আহরণ করা যায় বলেই জানি ।
তাতে মনে হয় ফুল থেকে রেনু আহরণ করা থেকে মধু তৈরী পর্যন্ত মেক্সিমাম ৩০ দিন লাগতে পারে ।
একটি মৌমাছি যদি সারা দিনে ২৪ ঘন্টা ফুল হতে রেনু আহরণের জন্য ফুল হতে ফুলে ভ্রমন করে তাহলে
প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার বেগে উড়লে সে ৩০দিনে উড়তে পারবে মাত্র ৫৭৬০ কিলোমিটার।
(ঘন্টায় ৮ কিমি X ২৪ ঘন্টা X ৩০ দিন = ৫৭৬০ কিলোমিটার )
যদি দিনে কিছু বিশ্রাম নেয় তাহলে এই ভ্রমনের পরিমান আরো কম হবে ।
যাহোক, মৌমাছি নিয়ে লেখাটি ভাল লাগল
শুভেচ্ছা রইল
২৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫৩
আলামিন হোসেন বিডি বলেছেন: ডঃ এম এ আলী ভাই, আপনার হিসাবটি দেখে ভাল লাগলো.। ধন্যবাদ।
৩| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: আজ পর্যন্ত খাঁটি মধু কোথাও পেলাম না। যেখানেই লেখা দেখেছি- এখানে খাঁটি মধু পাওয়া যায়। সুন্দরবনের মধু পাওয়া যায়। কিনেছি। কিনে ঠকেছি।
২৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭
আলামিন হোসেন বিডি বলেছেন: রাজীব নুর ভাই, আপনার জন্য খুবি খারাপ লাগছে, আপনি বার বার প্রতারিত হয়েছেন। আমরা দুয়া করি, আল্লাহ যেন আপনাকে খাঁটি মধু খাওার তাওফিক দান করেন।
৪| ৩০ শে জুন, ২০১৭ ভোর ৪:৫৩
জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার রাজীব নুর; আমরা বিদেশে খাঁটী মধু পেয়ে থাকি।
আপনার 'কন্টাক ইনফো' দিলে আপকে কিছু খাটী মধু পাঠাতে পারলে ধন্য হবো।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ২:১৭
আলামিন হোসেন বিডি বলেছেন: ভাই, বিদেশ থেকে পাঠানোর দরকার নাই, রাজীব ভাই চাইলে আমি নিজেই অনাকে ১০০% খাঁটি মধু দিতে পারব ইনশাআল্লাহ্।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
আপনি কি নিজে মধু তৈরি করেন?