![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাদশাহ হারুনুর রশীদকে একবার এক ব্যক্তি এক গ্লাস পানি হাতে দিয়ে জিজ্ঞেস করলো-
হে বাদশাহ! যদি কখনও এমনটি হয় যে, গোটা রাজ্যের কোথাও পানি নেই কিন্তু আপনার এমন পিপাসা পেয়েছে যে ঐ মুহুর্তে পানি না খেলে আপনার দম বন্ধ হয়ে যাবে! তখন এই এক গ্লাস পানির জন্য আপনি কি মুল্য দিবেন?
হারুনুর রশীদ বললেন-
আমার অর্ধেক রাজ্য দিতেও আমি রাজি!
এরপর, লোকটি পুনরায় বললো-
বাদশাহ! যদি এমন হয় যে, এই এক গ্লাস পানি পানের পর আপনার মলত্যাগ বন্ধ হয়ে গেল! আর মলত্যাগ বন্ধ হওয়ার কষ্টে আপনার প্রাণ যায় যায় অবস্থা, ধরুন সেই মুহুর্তে একজন মাত্র লোকই আছেন যিনি এই রোগের চিকিৎসা জানেন!
তখন ঐ লোককে আপনি চিকিৎসার বিনিময়ে কি দিবেন?
বাদশাহ বললেন-
আমার বাকি অর্ধেক রাজ্য দিতেও কুণ্ঠাবোধ করবো না!
এবার লোকটি মুচকি হাসলেন! আর বললেন-
হে আমার প্রিয় বাদশাহ! দেখেছেন আপনার রাজ্যের মুল্য মাত্র ১ গ্লাস পানি?
শিক্ষণীয়:
আমাদের ধন-দৌলত, রুপ-জৌলস নিয়ে আমরা এতটাই অহংকারী যে তা ভাষায় প্রকাশ করা যায় না!
কিন্তু এর কি বিন্দু পরিমাণ মুল্য আছে?
এর থেকে সামান্য কিছু কি নিয়ে যেতে পারবো আমি, তুমি, আমরা?
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
ইউনিয়ন বলেছেন: খলিফা এরকম কিছু লোক নিয়োগ দিত; যাদের কে বলে দেয়া হত তোমরা এরকম এরকম প্রশ্ন করবে আর আমি এমন এমন উ্ত্তর দিব। এতে জনগণের মাঝে প্রভাব ও পান্ডিত্য জাহির হত।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
টারজান০০০০৭ বলেছেন: আবালদের মাঝে এইসব পোস্ট দেন কেন ? দ্বীনের ব্যাপারে সাধারণ শিক্ষিতদের বেশিরভাগই শিশু শ্রেণীর , আপনি আইছেন এদের ম্যাটট্রিক পাশ করাইতে ! এইসব পোস্ট ফেসবুকে দেন।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০
আরণ্যক রাখাল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
শিক্ষণীয়: ব্লগে প্রাইমারী স্কুলের ছেলেপেলে নেই
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৩
ওমেরা বলেছেন: চাঁদ গাজী ভাইয়া প্রাইমারী স্কুলের পড়া তো ভুলে গিয়েছেন তাই উনি আবার মনে করিয়ে দিয়েছেন এটা ত ভাল কথা । ছোট বয়সে এটার মর্মটা ঠিকমত অনুভব করতে পারেন নাই । এখন বড় হয়েছেন এখন বড় হয়েছেন বুঝতে পারবেন তার জন্য উনাকে টিটকারী না করে ধন্যবাদ দেয়া উচিত ।
শিক্ষনিয় পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬
অগ্নি সারথি বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
শিক্ষণীয়: ব্লগে প্রাইমারী স্কুলের ছেলেপেলে নেই
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
শিক্ষণীয়: ব্লগে প্রাইমারী স্কুলের ছেলেপেলে নেই।