নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
আকাশের চাঁদ হাত দিয়ে ধরার স্বপ্ন কখনও দেখাননা , অথচ আকাশের চাঁদটাই বার বার হাত দিয়ে ধরেছেন মাশরাফি । মনের গভীরের বিশ্বাসটাই তাঁর কাছে বড় । আর তাতেই পাচ্ছেন একটার পর একটা সাফল্য । বাংলাদেশ যে এশিয়া কাপে খুব বড় এটা কিছু করবে সে স্বপ্ন দেখেনি ক্রিকেট প্রেমিরাও । বর্তমান ও সাবেক তিন চ্যাম্পিয়নের সংগে খেলার সুযোগটাকেই টি-২০ বিশ্ব কাপের বড় প্রস্তুতি হিসাবে নিতে হয়েছিল হাতুরা সিংহের শিশ্যদের । অথচ সেই নতুন ফরম্যাটের এশিয়া কাপেই এখন ট্রফির লড়াইএ শক্তিশালী ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ । আর একটি ম্যাচ। আর সেটি জিতলেই হবে ইতিহাস ।
৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
বিলম্বিত উত্তর দানের জন্য দু:খিত
নোটিফিকেশন সমস্যার কারণে
এখানে আসা হয়ে উঠেনি ।
ভাল থাকার শুভকামনা রইল
২| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬
খায়রুল আহসান বলেছেন: আকাশের চাঁদ হাত দিয়ে ধরার স্বপ্ন কখনও দেখাননা , অথচ আকাশের চাঁদটাই বার বার হাত দিয়ে ধরেছেন মাশরাফি । মনের গভীরের বিশ্বাসটাই তাঁর কাছে বড় । আর তাতেই পাচ্ছেন একটার পর একটা সাফল্য -- ক্রিকেটের প্রতি আপনার গভীর অনুরাগ দেখে মুগ্ধ হচ্ছি। কথাগুলো একজন যোগ্য অধিনায়কের প্রতি একজন ভক্ত অনুরাগীর শ্রদ্ধাঞ্জলি।
অল্প কথার এ পোস্টে ভাল লাগা রেখে গেলাম। + +
১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২২
ডঃ এম এ আলী বলেছেন: দু:খিত বিলন্বিত উত্তরের জন্য, কোন নোটিশ পাওয়া যাচ্চেনা বলে এমনটি হচ্চে ।
আপনার প্রসংসায় আমি আপ্লুত ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
মহা সমন্বয় বলেছেন: শবাশ বাংলাদেশ