| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ডঃ এম এ আলী
	সাধারণ পাঠক ও লেখক
 
 সম্প্রতি এটাকে থাই সাগর উপকুলে দেখা গেছে । খুবই দুর্লভ একটি ছবি । তুলেছেন একজন ব্রিটিশ ফটো সাংবাদিক ।  
চি্ত্রে  আরো দেখুন বিশ্বের  সেরা ১০ টি নাগ নাগিনী
১. বেলচার সি স্নেক
  
 
অতি ভদ্র এটি  শুধু মাত্র আক্রান্ত হলেই ছোবল দেয় । বিষধর হলেও এটার কোন ফনা নেই ।
২) রেটল স্নেক
 
 
এটা আমেরিকায় পাওয়া যায় । ফনা মেলতে গিয়ে অনেক সময় নিজেই নীজের মৃত্যু ডেকে আনে ।
৩) ডেথ এডার
 
 
এটার ছোবলে মাত্র ৬ ঘন্টার মধ্যেই দংশিত প্রাণীর মৃত্যু হতে পারে 
৪)ইনল্যান্ড তাইপে
 
 
সবসময় লোকালয় এড়িয়ে চলে তবে  এর বিশাক্ত ছোবলে এখন পর্যন্ত প্রায় ১০০ মানুষ মারা যাওয়ার রেকর্ড আছে ।
৫। ইস্টার্ন ব্রাউন স্নেক
 
 
একমাত্র নীজকে নিরাপদ নামনে করৈই ছোবল দেয় ।
৬) ব্লু ক্রেট
 
 
৭) ব্লাক মামবা
 
 
৮) টাইগার স্নেক
 
 
৯) স স্কেলড ভাইপার
 
 
১০) বেংগল কোবরা
 
২| 
১২ ই মার্চ, ২০১৬  ভোর ৪:২৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, আজ সামুর পাতায় প্রায় ১০ টির মত কবিতা পাঠ করেছি । বেশীর ভাগ কবিতাতেই সাপ, সাপের ফনা, বিষ ইত্যাদি জাতীয় শব্দ দেখলাম , তার মানে প্রতিনিয়তই কোন না কোন ভাবে সাপের ভয় দেখানো হচ্ছে । তাই মনে হচ্ছিল বিষাক্ত সাপেরাও তেমন খরাপ নয় যেমনটা গল্প ও কবিতায় দেখানো হয় । ভয় দেখানোর জন্য নয় , ভয়টা কাটানোর জন্য । সময়ের অভাবে বিস্তারিত বিবরণ দেয়া গেলনা । পরবর্তীতে এডিট করে দিব বলে আশা রাখি ।
৩| 
১২ ই মার্চ, ২০১৬  ভোর ৫:১৪
তামিম ইবনে আমান বলেছেন: সাপ অনেক কিউট
৪| 
১২ ই মার্চ, ২০১৬  ভোর ৬:২৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: সাপের পোষ্ট!!!  
 
ভয় পাইছি। 
 
ব্লগের সাপুড়েরা সাপ গুলো তাড়ান।![]()
 
১২ ই মার্চ, ২০১৬  সকাল ৯:২৪
ডঃ এম এ আলী বলেছেন: ভয় পাওয়ার কিছু নেই । একটি অস্র নীজেই ব্যবহার করতে পারেন । তাহলো বাপুরাম সাপুরে তে নিশ্চয় পড়েছেন 
'তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা' । দেখুন  কবিতার চোট্ট কচি শিশুটির মত  এদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারেন কিনা ।
৫| 
১২ ই মার্চ, ২০১৬  সকাল ৮:২৭
এম.এ.জি তালুকদার বলেছেন: লেখার ছবি গুলো ভালো হয়েছে । আমি মো: এবিএম ইয়াছির আরাফাত তালুকদার,বয়স-০৬ বছর,পিতা- এম এ জি তালুদার।
৬| 
১২ ই মার্চ, ২০১৬  সকাল ৮:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবারে সাপ !!! ভয় পেয়েছি --- তবে অনেক সাপ সমন্ধে জানতে পেলাম --------
৭| 
১২ ই মার্চ, ২০১৬  সকাল ৮:৫৯
সুমন কর বলেছেন: কত সাপ রে ......!!
৮| 
১২ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৪৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: বিশদ বিবরণ পোষ্টে আরও পূর্ণতা এনে দিত ভাই।
তবুও ভাল লাগা...
৯| 
২৪ শে মার্চ, ২০১৮  রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: ঘুমোতে যাবার আগে এইসব বিষধর নাগ নাগিনীর কথা জেনে গেলাম, ছবি দেখে গেলাম। আল্লাহই জানেন, স্বপ্নেও আবার এরা আসবে কিনা! 
তবে ছোবল যতই বিষধর হোক না কেন, ১ নং সাপটার ফণাটা কিন্তু সুন্দর!
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬  ভোর ৪:১০
পাকাচুল বলেছেন: এইভাবে মাঝরাতে ভয় দেখানোর মানে কি?
সুন্দর পোস্ট, ভালো লাগলো, তবে আরেকটু বিশদ বর্ণনা দিলে ভাল হত।