নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
এই পরিকন্যাটির মত সবাই যদি বাঘকে ভালবাসতে পারতাম , তাহলে রক্ষা পেত সুন্দরবন, রক্ষাপেত রয়েল বেংগল টাইগার , রক্ষাপেত মায়াবী হরীণ ও সুন্দর বনের জীব বৈচিত্র ।
বাঘকে নিয়ে দেখুন পরিকন্যা কি বলছে :
I love this so much...I am really obsessed with tigers. I think they are so beautiful. In my daydreams I usually have tiger companions and sometimes I am the tiger, which is really cool.
২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৫
ডঃ এম এ আলী বলেছেন: খেয়াল করে দেখেন বাঘকে নিয়ে পরিকন্যা মেঘের দেশে বেড়াচ্ছে । মেঘেদের গায়ে গা লেগে বাঘের রং সাদা দেখা্চ্ছে । ভাবনার কিছু নেই । বাঘ আবার সুন্দরানে নীজের আবাসে পিরে এলে তার রং ফিরে পাবে।
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫১
দিয়া আলম বলেছেন: সবার সচেতন হওয়া উচিৎ, ছবিটাও অনেক সুন্দর
ধন্যবাদ ভাইয়া
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
ডঃ এম এ আলী বলেছেন: অশেষ ধন্যবাদ । আপনার নামের পাশে ছবির রংএর সাথে পরিকন্যার রং একাকার হয়ে গেছে । সাথে একটা কিছু দেখতে পেলে আরো ভাল লাগত । বুঝতে পারতাম ডানা মেলে কোন জানা/অজানায় চলা হচ্ছে ছুটে ।
৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৫
দিয়া আলম বলেছেন: কি দেখতে চেয়েছো ভাইয়া? বুঝিনি। আমার ছবি?
৫| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: বুজতে পারার জন্য ধন্যবাদ ।
৬| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: এত্ত সুন্দর ছবিটা কোথায় পেলেন? ছবির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করেছেন, ধন্যবাদ।
০৭ ই জুন, ২০১৮ ভোর ৫:১৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় আহসান ভাই । অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে ব্লগে সময় দিতে পারছিনা । এত পুরাতন দুই লাইনের একটি পোষ্টে এসে সুন্দর মন্তব্যটি দেখে আপ্লুত । আমার সদ্য পাশকরা ডাক্তার মেয়েটা লেখাপড়ার ফাকে ফাকে দেশের সুন্দরবনের বাঘ ও হরীণের ছবি আঁকতে খু্বই পছন্দ করে, তার সংগ্রহে রয়েছে বেশ কিছু বাঘ আর হরিনের চিত্র কর্ম । এখানের ছবিটি তাঁর সংগ্রহ থেকে নিয়েছি । এটা অবশ্য তার আঁকা ছবি নয় । ছবিটির সুত্র পাইনি বলে দিতে পারিনি। আপনার ভাল লেগেছে শুনে আমরা খুশী হয়েছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১১
বিজন রয় বলেছেন: টাইগার সাদা হলো কেন?