নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

রাজকোষের চোরি যেন না হয় পদ্মার মত উপচে পরা ঝুরী

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫


ঘরের চোরে কাটলে সিদ
ধরে চোর সাধ্য কার বাবার
তথ্য বাবা সে যে
আরো দুরের ব্যপার ।

আগেই বাধালে হৈ চৈ
হয়ে না যায়
আসল ব্যাপার
পদ্মা সেতুর মতই ।

থাকলে হাতে বিশ্ব বাংকের
খাইত আনা দুই
কল্যানে এখন বিশ্ব ব্যাংকের
নীজের হাতে খাচ্চে আনা আটই ।

হাজার কোটি বিশের প্রজেক্ট
ছুইছে কোটা তিরিশের
যেতে যেতে আঠার সাল
পেরুবে কোটা পন্চাসের ।

খাবে তখন
মজা করে
ডাক ঢোল পিটিয়ে
আনা ষোলই ।

পদ্মার মত
ধরলে কষে
রাজকোষের দশা
হবে যে মাবৈ মাবৈ ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

অগ্নি কল্লোল বলেছেন: ৫/১০।

২| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এমনকি ০/১০ দিলেও। হাজার তারার ভীরে নজরে যে পড়েছে তাতেই ১০০/১০০ পাওয়া গেছে বলেই ধরে নেয়া যায় ।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি সোয়া দুই বছর আগে লেখা। এ ব্যাপারে এখন আপনার অভিমত কী?
সমসাময়িক ইস্যু নিয়ে লিখেছেন, এটা আপনার সচেতনতার পরিচায়ক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.