| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ডঃ এম এ আলী
	সাধারণ পাঠক ও লেখক
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ   
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّن الْعِلْمِ إِلاَّ قَلِيلاً
তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিনঃ রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে [ ১৭:৮৫ (সূরা বনী ইসরাঈল  আয়াত ৮৫)। 
অতএব জ্ঞানের বরাই কেও করতে পারেনা ।
২| 
১৬ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:২৬
ডঃ এম এ আলী বলেছেন: বা ! একটি বিষ্ময়বোধক চিহ্ন । এটা জগতের সকলের কাছেই বিস্ময়কর । বিভিন্ন মাত্রিকে । আত্মার সৃস্টি , এর কার্যকারীতা , বিশ্বাস অবিশ্বাস , নাস্তিক অাস্তিক প্রভৃতি বিষয় নিয়ে আলোচনায় এটি উঠে আসে বার বার । এ বিষয়ে পরে লিখা হবে আশা আছে । তাই এটা একটি সুচনা পর্ব । আশা করি বিস্মিত হওয়ার আরো অনেক খোরাক থাকবে । তবে বড়াই করার মত কিছু থাকবেনা এট নিশ্চিত , যা থাকবে তা শুধুই দীনতা ।
৩| 
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: রূহ আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর একটি আদেশ! এই আদেশ বলেই প্রাণ এর সৃষ্টি, সঞ্চার এবং প্রস্থান! 
পোস্ট ছোট্ট হলেও, এর গভীরতার জন্য প্লাস + +।
৪| 
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ৯:১৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
৫| 
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: হুমম
 
৩১ শে আগস্ট, ২০১৮  রাত ৩:০২
ডঃ এম এ আলী বলেছেন: কোন সন্দেহ নাই যে the  classic of biochemistry offers detailed exposition of the theory that living tissue was preceded upon Earth by a long and gradual evolution of nitrogen and carbon compounds.  The most scholarly authority on the question would  surely  be a landmark for discussion for a long time to come .
ধন্যবাদ লিংকটি ধরিয়ে দেয়ার জন্য ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬  সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: বাহ!
আসলেই কোনকিছু নিয়ে অহেতুক বড়াই করা ভাল না।