নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
একটি দুষ্ট ও
পাজী মায়াবী
ঝড় আসুক
সাথে নিয়ে
ভয়ঙ্কর বায়ু
স্পন্দনশীল ঘূর্ণি
বিদ্যুত ঝলকানি
বজ্রধ্বনি জোর জবরদস্তি,
ফেটে যাওয়া মেঘ
হতে ঝড়াক
বৃষ্টির পিটুনি
হিংস্র প্রবল
মহা আক্রোসে
শান্ত আকাশকে
করুক কুখ্যাত ।
হানুক বজ্র আঘাত
ভালবাসার মুলে
হৃদয় তন্ত্রীতে,
আঘাতে আঘাতে
হই ক্ষত বিক্ষত
আমার আরস্ট হৃদয়ে
ভালবাসার ঘুর্ণী হোক
কানফাটানো বিদ্যুত চমকি
আমার নির্দয়
হালকা মনে দিক
ভালবাসার পিটুনী
পুস্পিত আবেগ
ঝাড়া বিবেক
আত্মায় দ্যোতি
আর অনুভবি
সবল বির্যের
গৌরব ।
১২ ই মে, ২০১৬ সকাল ১১:১৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন শুভ কামনা থাকল ।
২| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:১৯
মুসাফির নামা বলেছেন: ভাললাগা রইল।
১২ ই মে, ২০১৬ বিকাল ৩:১২
ডঃ এম এ আলী বলেছেন: ভাললাগাটুকুর জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন শুভকামনা থাকল ।
৩| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
খন্দকার আমিন বলেছেন: অত্যন্ত সাবলীল ভাবে ফুটে উঠেছে অনুপম প্রয়াস .....
ভিষণ ভাল লাগা জানালাম ।
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য । ভাল থাকুন ।
৪| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৩৫
ভাবনা ২ বলেছেন: বা:চমৎকার ছোট ছোট কথার মালা দিয়া সুন্দর একটি দারুন উপভোগ্য কবিতা খুবই ভাল লাগল ।
১৩ ই মে, ২০১৬ রাত ১:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য ।
৫| ৩০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: আঘাতে আঘাতে
ভালবাসাকে
এমন চূর্ণ বিচূর্ণ করে দেবার
সাধ জাগলো কেন কবিমনে,
কে জানে!
০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ২:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ পুরাতন একটি কবিতা পাঠের জন্য ধন্যবাদ ।
কবি নীজের সত্য গোপন করে মগ্ন থাকে
রূপক মাখানো জীবনের গল্পে,তার লেখনীর
মন-ভোলানো রূপে উন্মাদ হয়ে তখন সে
কি লিখতে চায় তা সে নীজেও জানেনা
মনের অন্ত:পুরে বাজে তখন বিষাদের নৃত্যনাট্য
দ্রিমিতাক মাদলের ছন্দে থাকে অতীতের পটভুমি।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাটি