নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

কলাপাতা রোদ ছায়া

১৪ ই মে, ২০১৬ রাত ৮:৫০


বারতা পাঠালে হাওয়ার কলে
জানতে চাইলে বেশ কৌশলে
কতটুকু জ্বলছি তব ঔষধে
কতটুকু বক্ষে গেছে বিধে।

বলেছিলে সময় ছিল পাবার
ঘুমিয়েই করেছি তা পার
কভু চেনা হয়নিক তোকে
ছিলাম শুধুই ভুলের পাকে।

বলেছিলে হারাব পথ ভুলে
বিচরীব গিয়ে অন্য কুলে
বিষমাখা তীর নিয়ে বুকে
ছ্যাকা খেয়ে মরব ধুকে ।

আচ্ছা করে জানান দিলে
কান কথা যা শুনেছিলে
মূল কথাটি হয়নি জানা
ভাল হয়েই থাক রাতকানা।

মুল কথাটি জানিছনা তুই
দুর হতেযে তোকেই ছুই
রেখেছি বক্ষ মুলে পদ্মফুলে
মালা হয়ে আছিছ ঝুলে ।

পদ্ম ফুলে ছিলনা কাটা
তোর প্রেমেই ছিল ভাটা
ভুল যে বুঝিছ অকারণ
জানছনা তুই সে ব্যকরণ।

বন্ধ রেখে হদয় আগল
শুধু গেছিছ কথাই বলে
ভুল বুঝিস নারে পাগল
বাকি রইল কি আর বল।

আলো যতটুকুই ছিল বাকি
সেখানেও দিলেই শুধু ফাকি
ছায়ানেই তোর মাথার উপর
চোখ থেকেও দেখিছ আঁধার।

দেখসনা তুই কলা পাতা
রোদ ছায়া উঠানের উপর
চাচ্ছে পেতে প্রেমের পরশ
জীবনভর রয়েই গেলে নিরস।


মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতি সাক্ষী আছে অনেক কিছুর, মনে হয়।

১৪ ই মে, ২০১৬ রাত ১০:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: একেবারে হক কথা । আমার লিখায় আশে পাশের প্রকৃতি বড় তাছির করে, আমি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শব্দ এনে সুন্দর সুন্দর শব্দ জুরে দিয়ে উচ্চমার্গের কষ্টসাধ্য কবিতা লিখার কৌশলটি এখনো রপ্ত করতে পারি নাই । অতি সাধারণ মাটি ও মানুষের কাছাকাছি থাকা ছাড়া ক্লাশিকেল কবিকুলের ধারে কাছে যাওয়ার দুস্বপ্ন আমি দেখিনা । আপনার মত একজন শুভানুধ্যায়ী নিয়মিত এসে দেখা দিয়ে যান, অনুপ্রেরণা দিয়ে য়ান এ আমার বিশাল সৌভাগ্য। শুধু কৃতজ্ঞতাই জানাতে পারি এই দুর হতে ।
অনেক ভাল থাকুন ।

২| ১৫ ই মে, ২০১৬ সকাল ৭:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল হইছে। লিখে যান অবিরত শুভেচ্ছা কবিকে

১৫ ই মে, ২০১৬ সকাল ৮:২০

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও থাকল অনেক অনেক শুভেচ্ছা । ভাল থাকুন এ শুভ কামনা রইল ।

৩| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি। ভাল লাগল।

১৫ ই মে, ২০১৬ সকাল ১১:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৪| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ঘটক কাজী সাহেব বলেছেন: .........। সুন্দর

২৪ শে মে, ২০১৬ রাত ৮:১০

ডঃ এম এ আলী বলেছেন: এতদিনে মিলল দেখা সুন্দরের ঘটকের চোখে
বুঝলাম এখন থেকে জীবনটা যাবেই যে সুখে ।

ভাল থাকুন এ কামনা থাকল ।

৫| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:১৯

ঘটক কাজী সাহেব বলেছেন: মানি কি?

৬| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:১৯

ঘটক কাজী সাহেব বলেছেন: মানি কি?

২৫ শে মে, ২০১৬ ভোর ৫:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: মানিটা খুব সহজ , ঘটক যার সহায় তারে আর পায়কে । ঘটকের একটি ফুলের বোটায় হাজার ফুল ফুটে ।

৭| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ঘটক কাজী সাহেব বলেছেন: ঘটক যার সহায় তারে আর পায়কে

ঘটকের একটি ফুলের বোটায় হাজার ( ফুল ফুটে )। প্যাঁচ বুঝিনা, কন হে আপ !! X(( X((

৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:২৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।

দূ:খিত বিলম্বিত উত্তরের জন্য ।
নোটিফিকেশন সমস্যার কারণে
সঠিক সময়ে এখানে অাসা হয়নি
তাই এ বিলম্ব ।
ভাল থাকার শুভকামনা রইল ।

৮| ৩০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকটা চমৎকার হয়েছে। শিরোনামের সাথেও মিল রয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৮

ডঃ এম এ আলী বলেছেন:

অনেক পুরাতন একটি লেখা এসে দেখার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.