|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ডঃ এম এ আলী
ডঃ এম এ আলী
	সাধারণ পাঠক ও লেখক

সময়ের সাথে বদলায় মনখানি
শুনতে কি পাও সে ধ্বনিখানি
হৃদয় মধ্যে  উঠেছে স্পন্দন
রেখে গেলাম তারার ক্রন্দন।
গতিময়  এই  ধাবমান  কালে
জড়িয়েছিল মোরে মিথ্যে জালে
আছরে ফেলিল অতিদ্রুত তালে
দু:সাহসিক ভ্রমনের শেষ কালে।
 
চলে গেলাম আজ বহুদুরে
ফিরবনা আর প্রভাত শিখরে
জীবনের পথখানি মেঘে উড়ায় 
মধ্য গগনে খররোদে পুড়ায় ।
পারবে না  ধরতে  আমায়
হে অজানা বন্ধু  চিরবিদায় 
রাতের  শেষে  ক্লান্ত দেহে
বুলাবেনা হাত পরম স্নেহে।
এখন বহিবে সেখানে দীর্ঘশ্বাস
ঝড়া শিউলির শুন্য আকাশ
পাবেনা খুঁজে তোমার পিছে
রেখে দিও বিস্মৃতি- প্রদোষে । 
হয়ত ধরব স্বপ্ন মুর্তী
তার কাছে চাইব জ্যোতি
জানি স্বপ্ন সত্যি নয়
তবু সেই হোক মৃত্যুঞ্জয়।
মিথ্যে খোলসে মোরানো প্রেম
এখানেই  আমি রেখে গেলেম
পরিবর্তনের চাবি তোমার হাতে
ইচ্ছে হলে খোল নীশিত রাতে ।
আমার স্মৃতি আমাকে নিয়ে
আছে কর্ম আমার  বিশ্বময়ে
করব পুর্ণ   লিখব  কবিতাতে 
থাকবনা আর কোন প্রতিক্ষাতে।
 ২৪ টি
    	২৪ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৪
১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য ।
২|  ১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
চাঁদগাজী বলেছেন: 
শেষের কবিতা
  ১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:২৮
১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:২৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ শেষের কবিতা নাও হতে পারে পরিবর্তনের চাবী যার হাতে সে যদি খুলে দেয় দরজা কবিতা আবার আসবে ফিরে ।
৩|  ১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৮
১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৮
শায়মা বলেছেন: সুন্দর কাব্য ভাইয়া।
  ১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫১
১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও এসেছেন এখানে এ কবিতা পাঠে রেখেগেলেন সুন্দর মাখা স্মৃতি । অনেক ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
৪|  ১৫ ই মে, ২০১৬  রাত ১১:০৪
১৫ ই মে, ২০১৬  রাত ১১:০৪
মুসাফির নামা বলেছেন: অনেক ভাললাগা একটা কবিতা।+ অবশ্যই।
  ১৬ ই মে, ২০১৬  রাত ১:২৪
১৬ ই মে, ২০১৬  রাত ১:২৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ মুছাফির ভাই । খুশী হয়েছি শ কবিতা ভাল লাগল শুনে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
৫|  ১৬ ই মে, ২০১৬  রাত ১২:০৮
১৬ ই মে, ২০১৬  রাত ১২:০৮
রিপি বলেছেন: হা হা । রবি ঠাকুরের শেষের কবিতার আদলে লেখা। 
ভালোই তো লাগলো। পারেন ও বটে। অনেকগুলো প্লাস।
  ১৬ ই মে, ২০১৬  রাত ২:১০
১৬ ই মে, ২০১৬  রাত ২:১০
ডঃ এম এ আলী বলেছেন: রবির কিরণ গায়ে মেখেই তো কবিতার জগতে আরোহন । কবিতাটি এতবার পড়া হয়েছে যে তার কথা ও ভাব কলিজার ভিতরে গেথে রয়েছে ফাকফোকর পেলেই বেরিয়ে আসে । তাঁর প্রভাব এড়ায় সে সাধ্য কজনার আছে আমার তো নেইই। 
ধন্যবাদ অনেকগুলো প্লাসের চেয়েও বেশী  অনেক দিনপর আমাদের বাড়ীতে বেড়াতে আসার জন্য ।
ভাল থাকুন শুভ কামনা থাকল ।
৬|  ১৭ ই মে, ২০১৬  রাত ১০:২৭
১৭ ই মে, ২০১৬  রাত ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
  ১৭ ই মে, ২০১৬  রাত ১০:৩০
১৭ ই মে, ২০১৬  রাত ১০:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য ।
৭|  ১৭ ই মে, ২০১৬  রাত ১০:৪০
১৭ ই মে, ২০১৬  রাত ১০:৪০
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ এর মাঝেই শত তম পোস্ট দারুন !!!! 
অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন ভাইয়া ।
লেখা ও অনেক ভাললেগেছে ++++
  ১৮ ই মে, ২০১৬  রাত ১২:৪১
১৮ ই মে, ২০১৬  রাত ১২:৪১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ভাবছিলাম আপু মনি হারালো কোথায়, শততম পোষ্ট সন্ধিক্ষনে পেয়ে পাশে হয়েছি ধন্য । ভাললাগা ও অভিনন্দন একসাথে গেথে রেখে দিলাম হৃদয় মনিকোঠায় । 
অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৮|  ২৪ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:২৯
২৪ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:২৯
ঘটক কাজী সাহেব বলেছেন: হ্যাঁ প্রজাপতি ছবিটা ভালো, চলুক ফড়িং প্রজাপতির সাথে উড়া উড়ি ;;;  
   
   
   
   
   
   
   
   
   
   
   
  
  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:৪৪
২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: প্রজা পতিটাকে দিলেম ছেড়ে ঘটকের কাছে
নিয়ে যাক তারে হাজার হাজার ফরিং সহাসে 
মিলায় আর মিলুক ঘটকালী যেন তার বিকাশে।
ধন্যবাদ
অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৯|  ২৪ শে মে, ২০১৬  রাত ৮:১৯
২৪ শে মে, ২০১৬  রাত ৮:১৯
ডঃ এম এ আলী বলেছেন: প্রজা পতিটাকে দিলেম ছেড়ে ঘটকের কাছে
নিয়ে যাক তারে হাজার হাজার ফরিং সহাসে 
মিলায় আর মিলুক ঘটকালী যেন তার বিকাশে।
ধন্যবাদ
অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১০|  ২৭ শে মে, ২০১৬  রাত ৯:০৯
২৭ শে মে, ২০১৬  রাত ৯:০৯
কালনী নদী বলেছেন: শততম পোস্টের প্রাণডাল অভিনন্দন জানবেন কবি!
অনেক অনেক শুভ কামণা রইল ভাইয়া। সবসময় ভালো থাক আর অনেক বেশী সুস্থ থাক- আমাদেরকে আপনার সুন্দর লেখায় সমৃদ্ধ করেন এই প্রত্যাশা রইল।
  ২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৫২
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৫২
ডঃ এম এ আলী বলেছেন: 
ধন্যবাদ , 
কোথায় আছেন , কেমন আছেন 
জানিনা কিছুই , তবে মনে মনে
অনুভুবি অনুক্ষন ।
১১|  ২৭ শে মে, ২০১৬  রাত ৯:১৫
২৭ শে মে, ২০১৬  রাত ৯:১৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক খুশী হলাম । ভাইয়া মাঝে মাঝে কোথায় গায়েব হয়ে যাও কিছু কথা না বলে মনে যে কষ্ট লাগে জান না কেরে । 
দোয়া করেন প্রত্যাশার ডালা যেন করতে পারি পুর্ণ । 
অনেক ভাল থাকুন এ কামনা থাকল ।
১২|  ২২ শে ডিসেম্বর, ২০২১  রাত ১০:৩৩
২২ শে ডিসেম্বর, ২০২১  রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: শততম পোস্টের জন্য বিলম্বিত অভিনন্দন ও শুভেচ্ছা! 
কবিতায় ব্যক্ত আবেগ অভিমানের কথাগুলো ভালো লেগেছে। 
কবিতায় প্লাস। + +
  ২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৫৪
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: 
ধন্যবাদ , অভিমান জমে জমেইতো জন্মে কবিতা ।
তবুতো অভিমানিনীর মান ভাঙ্গেনা ।
১৩|  ২২ শে ডিসেম্বর, ২০২১  রাত ১০:৪৪
২২ শে ডিসেম্বর, ২০২১  রাত ১০:৪৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা। শততম পোস্টের শুভেচ্ছা।
  ২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৫৬
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: 
অনেক পুরাতন একটি লেখায় এসে
শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ । 
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৭
১৫ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৭
ভাবনা ২ বলেছেন: কবিতাটি ভাল লেগেছে । কবিতার কথার সাথে বাস্তব যেন না মিশে এ কামনা থাকল ।