নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
ভালবাস বলেছিলে এখন কোন চিন্তায় বল চলে যাওয়ার কথা
আমি জানি তোমার কি ব্যাথা তবে তুমিও তো কম দাওনি তা
মনের খুপরীতে রাখা তোমার দেয়া কষ্টগুলি গিয়েছি ভুলে
তোমায় কত ভালবাসি তার সবটুকু জেনেও গিয়েছ চলে ।
জানিু তুমি দংশিত, করেছি আমি মহা ভুল
তবে দেখ তোমার দংশন কর্মও নয় অপ্রতুল
নিত্যই বলতে আসবে তুমি সবই ছিল ছলনা
নিশীতে শুন্য বিছানায় ছিলই শুধু কান্না।
আমিতো পারছিনা যেতে দুরে পারছিনা ধরতে অপরে
দিবস রজনীতে শুধু তোমারি চিন্তা অতীত স্মৃতি ঘিরে
কত ভালবাসায় ছিলাম কেমন করে তুমি ছিলে জড়িয়ে
আমি দু:খিত আমার ভুলের মালা তোমার গলায় পরিয়ে ।
তোমার চলে যাওয়ার রংগ দেখে কিছুই ভাল্লাগছেনা আমার
একাই ঘরে ভাবছি বসে করার কি কিছুই বাকি নাই আর
ব্যথায় নীল ভেবে আকুল কেমন করে যাবে তুমি অন্য কুল
বলেছিলে তুমি ভালবাস আমায় ভেবেছিলাম পেয়েছি সকল ।
প্রতিদিন বাহু দুটো খুঁজে তোমায় না পেয়ে ব্যথায় হই লীন
হৃদয় আসনে তোমাকে বসাই তবে তুমি হয়ে যাও স্পর্শহীন
জানি সুচালু আঘাতটি হেনেছি যে আমিই ব্যথাটাও কঠিন
তাই ফিরিয়ে নিতে চাই দিয়ে কারণের যোগ্য সমিকরণ ।
হৃদয় গহীনে দিবযে ঠাই কখনই তোমায় দিবনা যেতে
নিশীদিন করিব যাপন পশিব শুধুই তোমার বন্ধনা গীতে
ধরিব মনে তোমাতেই সিক্ত আমি থাকব তোমারই পিছে
অনুভবে তোমার ব্যথার কারণ আমি তাই দিতে চাই মুছে।
দু:ক্ষিত আমি বলেছি যত সব মিথ্যাকথন তোমার লাগি
দু:খিত আমি প্রতিদিন তোমায় নিয়ে বাজে কথনের তরে
দু:খিত আমি প্রতিদিন চলায় ফেরায় এমন তেমন করে
দু:খিত আমি তুমিহীন প্রতিক্ষন ফেস বুকে বিচরণ করে ।
দোহাই তোমার ফিরে এস এবার দীর্ঘ প্রতিক্ষার প্রহর হোক অবসান
ফিরে এস এবার অপেক্ষিপ এখানেই দেখবে আমার অশ্রুসিক্ত নয়ন
ফিরে এস এবার দেখাও আমায় যতসব কঠিন ভালবাসা ছিল তোমার
ফিরে এস এবার বাহু দুটো মেলে বক্ষে টেনে নিয়ে বল তুমি যে আমার ।
২| ১৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫৯
কল্লোল পথিক বলেছেন: সুন্দর ভাবের প্রকাশ।
কবিতায়++++++++
৩| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
৪| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৬
কালনী নদী বলেছেন: অসাধারণ ভাইয়া।
১৮ ই মে, ২০১৬ রাত ১২:২৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । কতদিন পরে পেয়েছি ভাল লাগল পেয়ে এখানে ।
৫| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
ঘটক কাজী সাহেব বলেছেন: জানি সুচালু আঘাতটি হেনেছি যে আমিই ব্যথাটাও অতি কঠিন
২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
ডঃ এম এ আলী বলেছেন: কাজী ভাই
আঘাত হয়নি হানা যথা তথা
হেনেছে তথায় ফিরে পাব যথা
পাবেন না মনে কোন দু:খ ব্যথা
একান্তই এটা তব পরে অযথা।
অনেক ধন্যবাদ।
৬| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
ঘটক কাজী সাহেব বলেছেন: আজ মন চায় আম হারিয়ে......... হিপ হিপ হুররেএএএএ
৭| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঘটক কাজী সাহেব বলেছেন: চইমকা গেলেন নাকি দাদা, বাসায় একজনে একটা সু সংবাদ দিছে, ভুলে আপনের এইখানে উপরের কতাখানা লেইখা ফেলাইছি। চরি চরি ,
৮| ২৫ শে মে, ২০১৬ রাত ৮:৪১
ঘটক কাজী সাহেব বলেছেন: এবার আবার তাড়ানোর ব্যবস্থা করুন
৯| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০৭
কালনী নদী বলেছেন: সবসময় এমনিভাবে দোয়া করবেন ভাইয়া।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:১৮
ডঃ এম এ আলী বলেছেন: নিরন্তন দোয়া থাকবে ইনশাল্লাহ ্
১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: কবিতার বিরহগাথা মর্মস্পর্শী!
কবিতায় প্লাস। + +
২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক পুরাতন একটি পাঠের জন্য ধন্যবাদ
বিরহ দিন দিন বারছে
অপেক্ষার প্রহর যেন
আর কাটছেনা কিছুতে
সংসার ধর্ম টানে পিছুতে
নেই কোন সম্বল
কি নিয়ে দাঁড়াব তাঁর কাছে
রোদন ভরা বদনখানি
যেন দেখাতে পারি তাকে
মরনের পরে চাইনা কিছু
যদি দেখতে পাই শুধু সেই
পরম দয়াময়ী বিধাতাকে।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ সকাল ৮:২০
চাঁদগাজী বলেছেন:
পুরো জাতি কি বিরহে আছে?